বাংলা নিউজ > ময়দান > INDw vs SAw Final: কম রানের পুঁজি নিয়ে লড়ে হার ভারতের, চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হার ভারতের। ছবি- বিসিসিআই টুইটার।

INDw vs SAw Final: কম রানের পুঁজি নিয়ে লড়ে হার ভারতের, চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

India vs South Africa Women's T20I Tri-Series Final Live Score: ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে বড় রানের ইনিংস গড়তে না পারার মাশুল দিয়ে ম্যাচ হারে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১টি ম্যাচ জিতে চলতি ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ওঠে ভারতের মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একটি লিগ ম্যাচ ভেস্তে যায়। লিগ টেবিলের এক নম্বরে থেকে খেতাবি লড়াইয়ে জায়গা করে নেন হরমনপ্রীত কউররা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল আয়োজক দক্ষিণ আফ্রিকা, যারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একজোড়া ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরে। যদিও খেতাবি লড়াইয়ে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকা।

02 Feb 2023, 09:36:23 PM IST

সিরিজের সেরা দীপ্তি

টুর্নামেন্টে ব্যাট হাতে ৪৯ রান করার পাশাপাশি ৯টি উইকেট সংগ্রহ করেন দীপ্তি শর্মা। ভারত ফাইনাল ম্যাচ হারলেও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দীপ্তি।

02 Feb 2023, 09:34:26 PM IST

ম্যাচের সেরা ট্রায়ন

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ট্রায়ন। 

02 Feb 2023, 09:21:11 PM IST

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। ভারতের ৪ উইকেটে ১০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ট্রায়ন ৩২ বলে ৫৭ রান করে নট-আউট থাকেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ১৭ বলে ১৭ রান করে নট-আউট থাকেন নাদিন ডি'ক্লার্ক। তিনি ১টি চার মারেন। স্নেহ রানা ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

02 Feb 2023, 09:15:23 PM IST

হাফ-সেঞ্চুরি ট্রায়নের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ট্রায়ন। ১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ১০০ রান। জয়ের জন্য ৩ ওভারে ১০ রান দরকার তাদের। রাজেশ্বরী গায়কোয়াড় ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

02 Feb 2023, 09:13:01 PM IST

জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা

১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৯৫ রান। জয়ের জন্য শেষ চার ওভারে ১৫ রান দরকার তাদের। ট্রায়ন ৪৮ রানে ব্যাট করছেন। দীপ্তি ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

02 Feb 2023, 09:10:12 PM IST

৫ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৩০ রান

১৫তম ওভারে ২টি বাউন্ডারি হজম করেন পূজা বস্ত্রকার। ওভারে ১৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেটে ৮২ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ২৮ রান। ট্রায়ন ২৬ বলে ৪১ রান করেছেন। মেরেছেন ৬টি চার।

02 Feb 2023, 09:02:25 PM IST

রানার দ্বিতীয় শিকার অ্যানেরি

১৩.১ ওভারে স্নেহ রানার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যানেরি। ১১ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। দক্ষিণ আফ্রিকা ৬৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাদিন।

02 Feb 2023, 09:00:02 PM IST

খরুচে ওভার রেনুকার

১৩তম ওভারে ২টি বাউন্ডারি হজম করেন রেনুকা। ওভারে মোট ১২ রান ওঠে। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৬৬ রান। ট্রায়ন ২৭ রানে ব্যাট করছেন।

02 Feb 2023, 08:54:56 PM IST

৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ১২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৫৪ রান। জয়ের জন্য ৮ ওভারে ৫৬ রান দরকার তাদের। ২০ রানে ব্যাট করছেন ট্রায়ন।

02 Feb 2023, 08:49:17 PM IST

সুনে লুস আউট

১০.২ ওভারে রেনুকা সিং ঠাকুরের বলে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন সুনে লুস। ১৩ বলে ১২ রান করেন তিনি। মারেন ২টি চার। দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যানেরি। ১১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৪৮ রান।

02 Feb 2023, 08:46:42 PM IST

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৬৪ রান

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ৪৬ রান। সুতরাং জয়ের জন্য শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৬৪ রান। ট্রায়ন ১৭ ও সুনে লুস ১২ রানে ব্যাট করছেন।

02 Feb 2023, 08:30:12 PM IST

লারাকে ফেরালেন রাজেশ্বরী

৬.৩ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লারা গুডঅল। ১১ বলে ৭ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২১ রান ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ট্রায়ন।

02 Feb 2023, 08:24:20 PM IST

তাজমিনকে ফেরালেন রানা

৫.৩ ওভারে স্নেহ রানার বলে যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন তাজমিন। ১৫ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। দক্ষিণ আফ্রিকা ১৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনে লুস। পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১৯ রান।

02 Feb 2023, 08:14:06 PM IST

উলভার্টকে ফেরালেন দীপ্তি

২.৩ ওভারে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লরা উলভার্ট। ৯ বল খেলেও খাতা খুলতে পারেননি লরা। দক্ষিণ আফ্রিকা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লারা গুডঅল। ৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ৮ রান।

02 Feb 2023, 08:11:59 PM IST

ছক্কা হাঁকিয়ে খাতা খুললেন তাজমিন

১.৩ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন তাজমিন। ২ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৭ রান।

02 Feb 2023, 08:05:21 PM IST

দক্ষিণ আফ্রিকার রান তাড়া শুরু

তাজমিনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন উলভার্ট। বোলিং শুরু করেন দীপ্তি শর্মা। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ৬ বল খেলেও কোনও রান সংগ্রহ করতে পারেননি উলভার্ট।

02 Feb 2023, 07:51:41 PM IST

দক্ষিণ আফ্রিকাকে ছোটখাটো টার্গেট ভারতের

নির্ধারিত ২০ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১১০ রান। দীপ্তি শর্মা ১৪ বলে ১৬ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার মারেন। ২ বলে ১ রান করেন পূজা বস্ত্রকার। খাকা ৩ ওভার বল করে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

02 Feb 2023, 07:48:12 PM IST

হার্লিন আউট

১৯.৪ ওভারে আয়াবঙ্গা খাকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্লিন দেওয়ল। ৫৬ বলে ৪৬ রান করেন হার্লিন। মারেন ৪টি চার। ভারত ১০৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পূজা বস্ত্রকার।

02 Feb 2023, 07:44:29 PM IST

১০০ টপকাল ভারত

১৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০১ রান। হার্লিন ৪২ ও দীপ্তি ১৩ রানে ব্য়াট করছেন। ইসমাইল ৩ ওভারে ২টি মেডেন-সহ ৯ রান খরচ করেন।

02 Feb 2023, 07:39:58 PM IST

ট্রায়নের ওভারে ১০ রান

১৮তম ওভারে ১০ রান সংগ্রহ করে ভারত। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৯২ রান। হার্লিন ৪০ ও দীপ্তি ৭ রানে ব্যাট করছেন। ট্রায়ন ৪ ওভারে ৩০ রান খরচ করেন।

02 Feb 2023, 07:35:50 PM IST

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত

১৬তম ওভারে ট্রায়নের বলে ৬ রান তোলে ভারত। ১৭তম ওভারে সুনে লুসের বলে ৭ রান সংগ্রহ করে তারা। ১টি চার মারেন হার্লিন। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৮২ রান। ৪৯ বলে ৩৭ রান করেছেন হার্লিন। ৫ বলে ৫ রান করেছেন দীপ্তি। সুনে লুস ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

02 Feb 2023, 07:27:56 PM IST

হরমনপ্রীতকে ফেরালেন সুনে লুস

১৪.৬ ওভারে সুনে লুসের বলে হরমনপ্রীতকে স্টাম্প আউট করেন জাফতা। ২২ বলে ২১ রান করেন হরমনপ্রীত। তিনি ২টি চার মারেন। ভারত ৬৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা। হার্লিন ২৯ রানে ব্যাট করছেন।

02 Feb 2023, 07:25:33 PM IST

বোলিং কোটা শেষ ম্লাবার

১৪ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬২ রান। হরমনপ্রীত ২০ বলে ২১ রান করেছেন। মেরেছেন ২টি চার। ৩৮ বলে ২৩ রান করেছেন হার্লিন। তিনিও ২টি চার মেরেছেন। ম্লাবা ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

02 Feb 2023, 07:23:51 PM IST

৫০ টপকাল ভারত

১২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৫ রান। হরমনপ্রীত ১৮ ও হার্লিন ১৯ রানে ব্যাট করছেন।

02 Feb 2023, 07:13:19 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১০ বলে ১৫ রান করেছেন হরমনপ্রীত। ২৪ বলে ১৫ রান করেছেন হার্লিন দেওয়ল। দু'জনেই ২টি করে চার মেরেছেন।

02 Feb 2023, 07:06:30 PM IST

চাপ কাটানোর চেষ্টায় হরমনপ্রীত

৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩৫ রান। ২১ বলে ১৩ রান করেছেন হার্লিন দেওয়ল। মেরেছেন ২টি চার। ৭ বলে ৯ রান করেছেন হরমনপ্রীত। তিনি ১টি চার মেরেছেন।

02 Feb 2023, 06:58:27 PM IST

সাজঘরে ফিরলেন জেমিমা

৬.৬ ওভারে ম্লাবার বলে জেমিমাকে স্টাম্প-আউট করেন জাফতা। ১৮ বলে ১১ রান করেন জেমিমা। তিনি ২টি চার মারেন। ভারত ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর।

02 Feb 2023, 06:55:25 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পঞ্চম ওভারে নাদিনের বলে ২টি চার মারেন জেমিমা। ষষ্ঠ ওভারে খাকার বলে ২টি চার মারেন হার্লিন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৯ রান। ১৬ বলে ১০ রান করেছেন জেমিমা। ১২ বলে ৮ রান করেছেন হার্লিন।

02 Feb 2023, 06:50:53 PM IST

হতাশাজনক শুরু ভারতের

তৃতীয় ওভারেও কোনও রান খরচ করেননি শাবনিম ইসমাইল। লেগ-বাই হিসেবে ১ রান সংগ্রহ করে ভারত। শাবনিম ২ ওভার বল করে ২টি মেডেন নেন। চতুর্থ ওভারে ১ রান খরচ করেন আয়াবঙ্গা খাকা। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩ রান।

02 Feb 2023, 06:39:07 PM IST

মন্ধনা আউট

১.৬ ওভারে ম্লাবার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ রানে ১ উইকেট। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল।

02 Feb 2023, 06:34:56 PM IST

ম্য়াচ শুরু

জেমিমাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন শাবমিন ইসমাইল। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ৬ বল খেলে খাতা খুলতে পারেননি মন্ধনা।

02 Feb 2023, 06:27:26 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, লারা গুডঅল, সুনে লুস (ক্যাপ্টেন), ক্লো ট্রায়ন, অ্যানেরি ডার্কসেন, নাদিন ডি'ক্লার্ক, সিনালো জাফতা (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো ম্লাবা।

02 Feb 2023, 06:13:21 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, স্নেহ রানা রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।

02 Feb 2023, 06:06:12 PM IST

টস জিতল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে টস জিতল ভারত। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। সুতরাং, খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা।

02 Feb 2023, 05:51:14 PM IST

বিশ্বকাপের আগে ট্রফি জিততে মরিয়া ভারত

১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকাতেই শুরু হচ্ছে মহিলা টি-২০ বিশ্বকাপ। তার আগে ত্রিদেশীয় টি-২০ সিরিজে চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া হরমনপ্রীত কউরারা।

02 Feb 2023, 05:49:58 PM IST

লিগ টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠে ভারত

১. ভারত: ৪ ম্যাচে ৭ পয়েন্ট (নেট রান-রেট: +২.১৮১)
২. দক্ষিণ আফ্রিকা: ৪ ম্যাচে ৫ পয়েন্ট (নেট রান-রেট: +১.০০৬)
৩. ওয়েস্ট ইন্ডিজ: ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট: -২.৪৩৫)

02 Feb 2023, 05:47:37 PM IST

ত্রিদেশীয় টি-২০ সিরিজে ভারতের পারফর্ম্যান্স

১. প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭ রানে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে পরাজিত করে।
৩ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ ভেস্তে যায়।
৪. চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.