কেপ টাউনে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। বরাবর দেশের জন্য নিজের সবটুকু সঁপে দেওয়া কোহলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠতে শুরু করেছে জাতীয় সঙ্গীতের অবমাননার।
আসলে কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওয়ান ডে-র আগে ভারতের জাতীয় সঙ্গীতের সময় কোহলিকে চিউয়িং গাম চিবতে দেখা যায়।
এমন ভিডিও সামনে আসতেই নেটিজেনরা মুণ্ডপাত শুরু করেন কোহলির। এমনকি জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য বিরাটের শাস্তিও দাবি করা হয়।
সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির বিভিন্ন মেজাজের ছবি ধরা পড়ে। যদিও শুরুতেই বিতর্কের বারুদে আগুন দিয়ে বসেন তিনি। ভারতের ফিল্ডিংয়ের সময় কোহলিকে পুরনো ক্যাপ্টেন্সির মেজাজে দেখা যায়। ফিল্ডিং সাজানো নিয়ে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা যায় বিরাটকে।
পরে ব্যাট হাতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন কোহলি। যদিও যেরকম ব্যাট করছিলেন, তাতে বহু প্রতীক্ষীত শতরান আসতে চলেছে বলেই মনে হচ্ছিল। শেষমেশ তেমনটা হয়নি। কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৬৫ রান রান করে সাজঘরে ফেরেন। কেশব মহারাজের বলে তেম্বা বাভুমার হাতে ধরা পড়েন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।