বাংলা নিউজ > ময়দান > IND vs SL 1st T20: শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে নাগাড়ে ১০ টি-টোয়েন্টি জিতল ভারত
উইকেট নিয়ে ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি- টুইটার (@BCCI)।

IND vs SL 1st T20: শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে নাগাড়ে ১০ টি-টোয়েন্টি জিতল ভারত

শ্রীলঙ্কার হয়ে আসালঙ্কা সর্বাধিক ৫৩ রান করেন।

ভারতে অনুষ্ঠিত গত তিন টি-টোয়েন্টি সিরিজের সবকটিই হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ বিশ ওভারের সিরিজ হেরেছে লঙ্কাবাহিনী। অপরদিকে, ওয়েস্ট ইন্ডিজকে পর্যদুস্ত করেছে টিম ইন্ডিয়া। লখনউয়ে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সামনে জয়ের ধারা অব্যাহত রাখার হাতছানি। অপরদিকে, দ্বীপরাষ্ট্রের কাজে সুযোগ বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলের বিরুদ্ধে নিজেদের জাত চেনানোর।

24 Feb 2022, 10:45:52 PM IST

ম্যাচ সেরা ইশান কিষাণ

৫৬ বলে ৮৯ রানের দুর্ধর্ষ ইনিংসের জন্য ইশান কিষাণকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।

24 Feb 2022, 10:21:36 PM IST

৬২ রানে জিতল ভারত

নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৩৭ রানেই আটকে গেল শ্রীলঙ্কার ইনিংস। আসালঙ্কা ৫৩ রানে (৪৭ বলে) অপরাজিত থাকেন। চামিরা করেন ২৪ রান (১৪ বলে)। চামিরা- আসালঙ্কা সপ্তম উইকেটে অপরাজিত ৪০ রান যোগ করেন। ঘটনাক্রমে, গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হারের পর এই নিয়ে নাগাড়ে ১০ টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত।

24 Feb 2022, 10:14:48 PM IST

আসালঙ্কার অর্ধশতরান

৪৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন চরিথ আসালঙ্কা। ম্যাচে শ্রীলঙ্কার একমাত্র ইতিবাচক দিক বলতে এটাই। ১৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৩১-৬।

24 Feb 2022, 10:11:15 PM IST

২১ রান দিলেন বেঙ্কটেশ

নিজের তৃতীয় ওভারে ২১ রান দিলেন বেঙ্কটেশ আইয়ার। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১২৫-৬। 

24 Feb 2022, 10:06:15 PM IST

অবশেষে ১০০ করল শ্রীলঙ্কা

ইনিংসের ১৭তম ওভারে কোনোক্রমে ১০০-র গণ্ডি টপকাল শ্রীলঙ্কা। ১৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৪-৬। 

24 Feb 2022, 10:01:43 PM IST

দ্বিতীয় উইকেট পেলেন বেঙ্কটেশ

এই ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন বেঙ্কটেশ আইয়ার। ১৪ বলে ২১ রান করে আউট হলেন করুণারত্নে। ক্রিজে নতুন ব্যাটার দুষ্মন্ত চামিরা। ১৬ ওভারেও ১০০-র গণ্ডি টপকাতে পারল না শ্রীলঙ্কা। 

24 Feb 2022, 09:56:58 PM IST

৫ ওভারে বাকি ১১০

হুডার দ্বিতীয় ওভারে উঠল ১৪ রান। ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৯০-৫। দ্বীপরাষ্ট্রের জয়ের জন্য ৩০ বলে ১১০ রান, যা এক কথায় প্রায় অসম্ভব।

24 Feb 2022, 09:55:12 PM IST

১৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৬-৫

চার ওভারে ২৮ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন রবীন্দ্র জাদেজা। ১৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৬-৫।

24 Feb 2022, 09:51:06 PM IST

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে ৪ রান দিলেন হুডা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারে বেশ ভালই বল করলেন দীপক হুডা। মাত্র ৪ রান দেন তিনি। ৪২ বলে শ্রীলঙ্কার জয়ের জন্য ১৩৩ রান দরকার। ১৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৬৭-৫। আসালঙ্কা খেলছেন ২৬ রানে (২৮ বলে), করুণারত্নে ব্যাট করছেন ৪ রানে (৫ বলে)।

24 Feb 2022, 09:48:32 PM IST

১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৫-৩

১২তম ওভারে মাত্র তিন রান দিলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার স্কোর ৬৩-৫।

24 Feb 2022, 09:41:23 PM IST

চাহালের রেকর্ড

১১তম ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাকে ৩ রানে (৬ বলে) সাজঘরে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। ৬০ রানে পঞ্চম উইকেট হারাল শ্রীলঙ্কা। ক্রিজে নতুুন ব্যাটার করুণারত্নে। ঘটনাক্রমে, এই উইকেটের ফলে জসপ্রীত বুমরাহকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী (৬৭ উইকেট) হয়ে গলেন যুজবেন্দ্র চাহাল।

24 Feb 2022, 09:32:58 PM IST

চন্ডীমল আউট

দশম ওভারের দ্বিতীয় বলে দীনেশ চন্ডীমলকে সাজঘরে ফেরালেন রবীন্দ্র জাদেজা। ১০ রানে (৯ বলে) স্টাম্প আউট হন চন্ডীমল। ৫১ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।

24 Feb 2022, 09:31:15 PM IST

অবশেষে ৫০-র গণ্ডি টপকাল শ্রীলঙ্কা

ইনিংসের অষ্টম ওভারে তিন উইকেটের বিনিময়ে ৫০-র গণ্ডি টপকাল শ্রীলঙ্কা। আসালঙ্কা ব্যাট করছেন ১৬ রানে (১৬ বলে), চন্ডীমল খেলছেন ১০ রানে (৮ বলে)।

24 Feb 2022, 09:29:12 PM IST

জাদেজার প্রথম ওভারে উঠল ৯ রান 

রবীন্দ্র জাদেজা নিজের প্রথম ওভারে ৯ রান দিলেন। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৫-৩।

24 Feb 2022, 09:23:51 PM IST

প্রথম ওভারেই উইকেট পেলেন বেঙ্কটেশ

নিজের প্রথম ওভার বল করতে এসেই লিয়ানাঙেকে ১১ রানে (১৭ বলে) ফেরালেন বেঙ্কটেশ আইয়ার। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৬-৩। ক্রিজে নতুন ব্যাটার দীনেশ চণ্ডীমল।

24 Feb 2022, 09:19:52 PM IST

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার স্কোর ২৯-২

পাওয়ার প্লের শেষ ওভারে মাত্র চার রান দিলনে যুজবেন্দ্র চাহাল। ওভারের চতুর্থ বলে আসালঙ্কাকে এলডব্লুতে আম্পায়ার আউট দিলেও রিভিউতে সিদ্ধান্ত বদল করা হয়। ৬ ওভার শেষে স্কোর ২৯-২।

24 Feb 2022, 09:13:43 PM IST

হার্ষালের প্রথম ওভারে এল মাত্র ৩

ম্যাচে নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেন হার্ষাল প্যাটেল। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫-২।

24 Feb 2022, 09:08:02 PM IST

চতুর্থ ওভারে উঠল ৭

চার ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২২-২।

24 Feb 2022, 09:04:17 PM IST

দুইয়ে দুই

প্রথম ওভারে নিসঙ্কার পর নিজের দ্বিতীয় ওভারে মিশারাকেও ১৩ রানে (১২ বলে) সাজঘরে ফেরালেন ভুবি। মিশারার ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১৫-২। ক্রিজে নতুন ব্যাটার চরিথ আসালঙ্কা।

24 Feb 2022, 09:01:05 PM IST

বুমরাহর প্রথম ওভারেও ৬ রান উঠল

ভুবনেশ্বরের পর এই ম্যাচে কামব্যাক ঘটানো জসপ্রীত বুমরাহও নিজের প্রথম ওভারে ৬ রান দিলেন। দুই ওভার শেষে লঙ্কান লায়ান্সের স্কোর ১২-১। কামিল মিশারা ব্যাট করছেন ১১ রানে (৮ বলে), লিয়ানাঙের স্কোর ১ (৩ বলে)।

24 Feb 2022, 08:58:52 PM IST

প্রথম বলেই উইকেট

ইনিংসের প্রথম বলেই পাথুম নিসঙ্কাকে ফিরিয়ে ভারতের দুর্দান্তভাবে বোলিং ইনিংস শুরু করলেন ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কার হয়ে ক্রিজে তিন নম্বরে ব্যাট করতে নামেন জানিথ লিয়ানাঙে। প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬-১। 

24 Feb 2022, 08:40:05 PM IST

১৯৯ রান তুলল ভারত

নির্ধারিত ২০ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে ১৯৯ রান তুলল ভারতীয় দল। শ্রেয়স আইয়ার ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত রইলেন। রবীন্দ্র জাদেজা করেন ৩ রান (৪ বলে)।

24 Feb 2022, 08:36:43 PM IST

দুরন্ত অর্ধশতরান শ্রেয়সের

মাত্র ২৫ বলে নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের চতুর্থ অর্ধশতরান পূর্ণ করলেন শ্রেয়স আইয়ার।

24 Feb 2022, 08:35:14 PM IST

১৯তম ওভারে উঠল ১৮ রান

১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৮৩-২। দু'শোর গণ্ডি টপকাবে ভারত?

24 Feb 2022, 08:31:30 PM IST

১৮তম ওভারে উঠল ১০ রান

১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৫-২। এই ওভারে চামিরা ১০ রান দেন। শ্রেয়স আইয়ার ব্যাট করছেন ২৬ রানে (১৮ বলে), রবীন্দ্র জাদেজার সংগ্রহ ১ রান (২ বলে)।  

24 Feb 2022, 08:26:00 PM IST

ইশান আউট 

১৭তম ওভারে টিম ইন্ডিয়া ১৫০-র গণ্ডি টপকালেও ওভারের শেষ বলে ৮৯ রানে (৫৬ বলে) আউট হলেন ইশান কিষাণ। ক্রিজে নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর ১৫৫-২।

24 Feb 2022, 08:21:49 PM IST

দুর্দান্ত ইশান

ম্যাচের ১৬তম ওভারে লাহিরু কুমারার বিরুদ্ধে ১৭ রান করল ভারত। কুমারাকে পরপর ৬, ৪ ও ৪ মারেন ইশান কিষাণ। ৫৪ বলে তাঁর সংগ্রহ ৮৮ রান। শ্রেয়স ব্যাট করছেন ১১ রানে (১০ বলে)। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১৪৭-১। 

24 Feb 2022, 08:16:32 PM IST

রানের গতিতে অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা

রোহিতের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলের রানের গতিতে অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা দল। গত চার ওভারে মাত্র ২৪ রান করতে পেরেছে টিম ইন্ডিয়া। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১৩০-১।

24 Feb 2022, 08:10:22 PM IST

করুণারত্নের দুর্দান্ত ওভার

১৪তম ওভারে মাত্র চার রান দিলেন চামিকা করুণারত্নে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১২৫-১।

24 Feb 2022, 08:06:45 PM IST

১৩ ওভার শেষে ভারতের স্কোর ১২১-১

১৩তম ওভারে উঠল ৯ রান। বর্তমানে ভারতের স্কোর ১২১-১।

24 Feb 2022, 08:02:41 PM IST

রোহিত আউট

অর্ধশতরান পূর্ণ করতে পারলেন না রোহিত। ৪৪ রানে (৩২ বলে) লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন রোহিত। ক্রিজে নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার। ইশান কিষাণ ব্যাট করছেন ৬৫ রানে (৩৯ বলে)। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১১২-১। 

24 Feb 2022, 07:58:24 PM IST

শতরানের গণ্ডি টপকাল ভারত

১১তম ওভারে কোনো উইকেট না হারিয়েই ১০০ রানের গণ্ডি টপকাল ভারতীয় দল। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১০৬-০।

24 Feb 2022, 07:50:57 PM IST

কিষাণের অর্ধশতরান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না ইশান কিষাণ। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ছন্দে ফিরলেন তিনি। নিজের কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান পূর্ণ করে, তিনি ৫৫ রানে (৩২ বলে) ব্যাট করছেন। রোহিত খেলছেন ৪১ রানে (২৮ বলে)। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯৮-০।

24 Feb 2022, 07:45:39 PM IST

রোহিতের বিশ্বরেকর্ড

মার্টিন গাপ্তিলকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান করার নজির গড়লেন রোহিত শর্মা। তিনি ব্যাট করছেন ৩৭ রানে (২৫ বলে), ইশান কিষাণ খেলছেন ৪৮ রানে (২৯ বলে)। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৮৭-০।

24 Feb 2022, 07:42:35 PM IST

অষ্টম ওভারে উঠল ৯ রান

৮ ওভার শেষে ভারতের স্কোর ৭৬-০। অষ্টম ওভারে উঠল ৯ রান।

24 Feb 2022, 07:38:45 PM IST

৭ ওভার শেষে স্কোর ৬৭

বন্দরসের প্রথম ওভার থেকে উঠল ৯ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৬৭-০। ওভারের চতুর্থ বলে ইশান কিষাণ ক্যাচ তুললেও, লিয়ানাঙে ক্যাচ ধরতে ব্যর্থ হন।

24 Feb 2022, 07:34:47 PM IST

পাওয়ার প্লে শেষ

পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে উঠল ৫৮ রান। রোহিত শর্মা তুলনামূলক ধীর গতিতে (১৪ বলে ১৭ রান) শুরু করলেও, ইশান কিষাণকে দুর্ধর্ষ ছন্দে দেখাচ্ছে। ইশানের সংগ্রহ ৩৯ রান (২২ বলে)। এখনও ভারতীয় দল কোনো উইকেট হারায়নি।

24 Feb 2022, 07:29:10 PM IST

৫ ওভার শেষে স্কোর ৪৭-০

জয়াবিক্রমের প্রথম ওভার থেকে উঠল ৭ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪৭-০।

24 Feb 2022, 07:24:38 PM IST

দুরন্ত ছন্দে ইশান কিষাণ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে একেবারেই ছন্দে দেখায়নি ইশানকে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে দেখাচ্ছে ভারতীয় তারকাকে। ইতিমধ্যেই ১৪ বলে ২৬ রান করে ফেলেছেন তিনি। রোহিত ব্যাট করছেন ১২ রানে (১০ বলে)। চার ওভার শেষে ভারতের স্কোর ৪০-০।

24 Feb 2022, 07:19:11 PM IST

 তিন চার মারলেন ইশান

তৃতীয় ওভারে নতুন কেকেআর তারকা চামিকা করুণারত্নের বিরুদ্ধে তিনটি চার মারলেন ইশান কিষাণ। ওভারে উঠল ১৫ রান। তিন ওভার শেষে ভারতের স্কোর ২৬-০।

24 Feb 2022, 07:15:13 PM IST

দুই ওভার শেষে স্কোর ১১

দুই ওভার শেষে ভারতের স্কোর ১১-০।  ইশান কিষাণ ব্যাট করছেন ২ রানে (৫ বলে), রোহিত শর্মা খেলছেন ৯ রানে (৭ বলে)।

24 Feb 2022, 07:09:23 PM IST

প্রথম ওভারে উঠল পাঁচ

কিছু দেখেশুনে ধীর গতিতে শুরুটা করেছে ভারতীয় দল। চামিরার প্রথম ওভার থেকে উঠল পাঁচ রান।

24 Feb 2022, 06:42:13 PM IST

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিসঙ্কা, কামিল মিশারা, চরিথ আসালঙ্কা, দীনেশ চণ্ডীমল, জানিথ লিয়ানাঙে, দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফ্রি বন্দরসে, প্রবীণ জয়াবিক্রমে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা।

24 Feb 2022, 06:39:53 PM IST

ছয় পরিবর্তন ভারতীয় দলে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছ'টি বদল করে এই ম্যাচে মাঠে নামছে ভারতীয় দলভারতীয় একাদশ-রোহিত শর্মা, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, দীপক হুডা, বেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল। 

24 Feb 2022, 06:36:36 PM IST

দীপক হুডার অভিষেক

24 Feb 2022, 06:32:23 PM IST

টসে জিতল শ্রীলঙ্কা

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা।

24 Feb 2022, 06:27:25 PM IST

যুগ্ম নজির গড়ার হাতছানি রোহিতের

বিরাট কোহলির (৩২৯৬ রান) অনুপস্থিতিতে আর ৩৭ রান করলেই মার্টিন গাপ্তিলকে (৩২৯৯ রান) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন রোহিত শর্মা। এই ম্যাচে ৬৩ রান করলেই বাবর আজমকে টপকে, টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবেও দ্রুততম ১০০০ রান করার রেকর্ড রোহিতের দখলে চলে আসবে।

24 Feb 2022, 06:23:24 PM IST

হেড টু হেড লড়াইয়ে এগিয়ে টিম ইন্ডিয়া

ভারত ও শ্রীলঙ্কা মোট ২২ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৪ ম্যাচে জিতেছে টিম ইন্ডিয়া, একটি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায়নি এবং বাকি সাতটি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে তো দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ১০টির মধ্যে আটটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। সুতরাং, ম্য়াচে নামার আগে খাতায় কলমে ভারতীয় দলের পাল্লাই ভারি।

24 Feb 2022, 06:01:18 PM IST

চোট-আঘাতে জর্জরিত দুই দল

এখনও চোট সারিয়ে মাঠে ফিরতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। এরই মধ্যে আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ সেরা হওয়া সূর্যকুমার যাদব এবং দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা দীপক চাহারও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ঋষভ পন্ত ও বিরাট কোহলিকে এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। অপরদিকে, শ্রীলঙ্কা দলের সেরা হাতিয়ার ওয়ানিন্দু হাসারাঙ্গাও করোনা থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি, ফলে তিনিও মাঠে নামতে পারবেন না। চোটের কারণে সিরিজে নেই ‘সিক্সার কিং’ আবিষ্কা ফার্নান্ডোও। সুতরাং, দুই দলই বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে চলেছে।

24 Feb 2022, 06:01:18 PM IST

ভারত-শ্রীলঙ্কার সাম্প্রতিক ফর্ম

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, দুই সিরিজেই হোয়াইটওয়াশ করে প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। অপরদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ পরাজয়ের পর, ভাগ্যবদলের আশায় শ্রীলঙ্কা। দুই দলের সাম্প্রতিক ফর্ম কিন্তু একেবারে উল্টো। এই অবস্থায় লখনউতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.