বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ইডেনে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত
রাহুলের অর্ধশতরান (ছবি:এএফপি)

IND vs SL: ইডেনে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার, টিম ইন্ডিয়া সিরিজ জিতে নিল।

এই ম্যাচে টিম ইন্ডিয়া জিতে টানা তিন ওয়ানডে সিরিজে হার এড়িয়েছে। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের কাছে ১-০ এবং বাংলাদেশের কাছে ২-১ পরাজিত হয়েছিল মেন ইন ব্লুজ। কিন্তু ইডেনে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই লজ্জা মুছে দিল ভারত।

12 Jan 2023, 08:50:57 PM IST

চার উইকেটে জিতল ভারত

শেষ পর্যন্ত ১০৩ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন কেএল রাহুল। কুলদীপ যাদব ১০ বলে ১০ রান করলেন। ৪৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁচে যায় ভারত।

12 Jan 2023, 08:44:35 PM IST

৪৩ ওভারে ভারতের স্কোর ২১৫/৬

জয়ের সামনে টিম ইন্ডিয়া। দরকার আর এক রান।

12 Jan 2023, 08:31:35 PM IST

কেএল রাহুলের অর্ধশতরান  

৯৩ বলে ৫০ রান করলেন কেএল রাহুল। ম্যাচ জিততে ৫৯ বলে ২৩ রান দরকার ভারতের।

12 Jan 2023, 08:28:26 PM IST

৪০ ওভারে ভারতের স্কোর ১৯১/৫

ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ৬০ বলে ২৫ রান।

12 Jan 2023, 08:26:28 PM IST

আউট অক্ষর প্যাটেল

৬ নম্বর উইকেট হারাল ভারত।  ধনঞ্জয় ডি সিলভার বলে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। ২১ বলে ২১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

12 Jan 2023, 08:15:32 PM IST

৩৭ ওভারে ভারতের স্কোর ১৮৩/৫

বড় ওভার ছিল ভারতের। এই ওভারে ১৫ রান নিল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে হলে ভারতের ৭৮ বলে দরকার ৩৩ রান।

12 Jan 2023, 08:04:08 PM IST

৩৫ ওভারে ভারতের স্কোর ১৬৫/৫

৯০ বলে ভারতের দরকার ৫১ রান। কেএল রাহুলের উপর অনেক চাপ।

12 Jan 2023, 07:59:28 PM IST

হার্দিক আউট

১৬১ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। হার্দিককে আউট করলেন করুনারত্নে ভারতের জিততে হলে দরকার ৯৫ বলে ৫৫ রান।

12 Jan 2023, 07:48:49 PM IST

১৫০ করল ভারত

৩২তম ওভারে ১৫০ রান করল ভারত। হার্দিক ৪৬ বলে ২৭ রান করেছেন, কেএল রাহুল ৭১ বলে ৪১ রান করেছেন।

12 Jan 2023, 07:39:04 PM IST

৩০ ওভারে ভারতের স্কোর ১৪৫/৪

বাকি ২০ ওভারে ভারতের প্রয়োজন ৭১ রান। হার্দিক-কেএল রাহুল ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে।

12 Jan 2023, 07:28:56 PM IST

২৮ ওভারে ভারতের স্কোর ১৩৫/৪

৫৮ বলে ৩২ করলেন রাহুল, হার্দিকের সংগ্রহ ৩৫ বলে ২২ রান। ভারতের জিততে দরকার ৮১ রান।

12 Jan 2023, 07:19:56 PM IST

২৫ ওভারে ভারতের স্কোর ১২৪/৪

এই ওভারে মাত্র এক রান নিল ভারত। কেএল রাহুল ৪৬ বলে ২৪ রান করে খেলছেন, হার্দিক পান্ডিয়ার স্কোর ২৯ বলে ১৯ রান।

12 Jan 2023, 07:05:27 PM IST

২২ ওভারে ভারতের স্কোর ১১৬/৪

এই ওভারে ৬ রান নিল ভারত। ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়ার আরও ১০০ রানের দরকার।

12 Jan 2023, 06:57:28 PM IST

১০০ রান টপকাল ভারত

২০ ওভারের শেষ ১০১ রান করল ভারত। চার উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে হলে ভারতের বাকি ৩০ ওভারে দরকার ১১৫ রান।

12 Jan 2023, 06:46:25 PM IST

১৭ ওভারে ভারতের স্কোর ৯১/৪

চাপের মধ্যে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে জিততে হলে এখনও ১২৫ রান করতে হবে। 

12 Jan 2023, 06:33:58 PM IST

চাপে টিম ইন্ডিয়া

১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়েছে ভারত। জিততে হলে এখনও ভারতের দরকার ১৩০ রান। তবে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে চারটি উইকেট হারিয়েছে।

12 Jan 2023, 06:32:41 PM IST

আউট শ্রেয়স আইয়ার

LBW আউট হলেন শ্রেয়স আইয়ার। ২৮ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। ভারতের স্কোর ১৪.২ ওভারে ৮৬/৪ রান।

12 Jan 2023, 06:26:19 PM IST

১৩ ওভারে ভারতের স্কোর ৮১/৩

শেষ দুটো ওভার থেকে বড় স্কোর করতে পারেনি ভারত। মাত্র দুই রান নিয়েছে রাহুল ও শ্রেয়স।

12 Jan 2023, 06:18:56 PM IST

১১ ওভারে ভারতের স্কোর ৭৯/৩

দারুণ ব্যাটিং করলেন শ্রেয়স আইয়ার। এই ওভারে ১২ রান নিল ভারত। টিম ইন্ডিয়ার দরকার আরও ১৩৭ রান।

12 Jan 2023, 06:12:51 PM IST

১০ ওভারে ভারতের স্কোর ৬৭/৩

লাহিরু কুমারার এই ওভারে সফল শ্রীলঙ্কা। এই ওভারে বিরাট কোহলির উইকেট পেয়েছে শ্রীলঙ্কা। তবে এই ওভারে ১১ রান দিলেন লাহিরু। জিততে হলে ভারতের দরকার ৪০ ওভারে ১৪৯ রান।

12 Jan 2023, 06:09:27 PM IST

বোল্ড বিরাট কোহলি

৯ বলে চার করে আউট হলেন বিরাট কোহলি। লাহিরু কুমারার বল বোল্ড হলেন বিরাট। ভারতের স্কোর ৯.৩ ওভারে ৬২/৩ রান।

12 Jan 2023, 06:06:31 PM IST

৯ ওভারে ভারতের স্কোর ৫৬/২

রোহিত-শুভমন আউট হয়ে যাওয়ার পরে বিরাট ও শ্রেয়স ইনিংসকে সামলাতে চাইছেন। জিততে হলে এখনও ভারতকে ১৬০ রান করতে হবে।

12 Jan 2023, 05:56:57 PM IST

৭ওভারে ভারতের স্কোর ৪৭/২

ভারতকে জিততে হলে এখনও ১৬৯ রান করতে হবে। উইকেটে রয়েছন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। এই ওভার থেকে মাত্র ২ রান করল ভারত।

12 Jan 2023, 05:51:26 PM IST

৬ ওভারে ভারতের স্কোর ৪৫/২

বিরাট কোহলির সঙ্গে ব্য়াট করছেন শ্রেয়স আইয়ার। রোহিত ও শুভমন দুজনেই সাজঘরে ফিরেছেন।

12 Jan 2023, 05:48:20 PM IST

আউট শুভমন গিল

লাহিরু কুমারার বলে অবিষ্কার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ১২ বলে করলেন ২১ রান। ভারতের স্কোর ৫.৩ ওভারে ৪১/২ রান।

12 Jan 2023, 05:44:03 PM IST

রোহিত আউট 

করনারত্নের বলে আউট হলেন রোহিত শর্মা। ৩৩ রানে প্রথম উইকেট হারাল ভারত। ২১ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেন তিনি। 

12 Jan 2023, 05:39:39 PM IST

৪ ওভারে ভারতের স্কোর ৩০/০

লাহিরুর এই ওভারের প্রথমেই ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। এই ওভার থেকে সাত রান নেয় টিম ইন্ডিয়া। 

12 Jan 2023, 05:34:44 PM IST

৩ ওভারে ভারতের স্কোর ২৪/০

রাজিথার এই ওভারে ১১ রান নিল ভারত। ৮ বলে গিল করেছেন ১২ রান, রোহিত শর্মার সংগ্রহ ১০ বলে ৯ রান।

12 Jan 2023, 05:30:16 PM IST

২ ওভারে ভারতের স্কোর ১৩/০

দ্বিতীয় ওভারের শেষে ভারতের স্কোর ১৩/০ রান। গিল করেছেন ৬ বলে ৮ রান। রোহিত করেছেন ৬ বলে চার রান।

12 Jan 2023, 05:22:31 PM IST

চার মেরে খাতা খুললেন রোহিত

ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি। কাসুন রাজিথার দ্বিতীয় বলে চার মারলেন রোহিত শর্মা।

12 Jan 2023, 05:20:18 PM IST

ভারতের সামনে ২১৬ রানের লক্ষ্য

২১৬ রান তাড়া করতে নামল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামলেন শুভমন গিল।

12 Jan 2023, 04:36:11 PM IST

আবার আউটটটট

লাহিরু কুমারাকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ৩৯.৪ ওভারেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। স্কোর বোর্ডে ২১৫ রান তুলল শ্রীলঙ্কা। 

12 Jan 2023, 04:33:37 PM IST

আউটটটট

দুনিথ ওয়েলালাগ ৩৪ বলে ৩২ রান করে আউট হলেন। শ্রীলঙ্কার স্কোর ২১৫ রানে ৯ উইকেট। সিরাজের বলে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়েলালাগ।

12 Jan 2023, 04:25:41 PM IST

২০০ টপকাল শ্রীলঙ্কা

৩৭. ৩ ওভারে ২০০ ক্রস করল শ্রীলঙ্কা। খারাপ ফিল্ডিং করলেন হার্দিক।

12 Jan 2023, 04:22:53 PM IST

৩৭ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৯৯/৮ রান

২০০-র কাছে শ্রীলঙ্কা। মহম্মদ শামির এই ওভারে ১৪ রান নিলেন শ্রীলঙ্কার ব্যাটার

12 Jan 2023, 04:15:34 PM IST

৩৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৮১/৮ রান

শ্রীলঙ্কা ব্যাটারদের উপর রাশ ধরে রেখেছে ভারতীয় দলের বোলাররা।

12 Jan 2023, 04:13:59 PM IST

আউট করুনারত্নে 

উমরান মালিকের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ১৭ রান করে ফিরলেন করুনারত্নে।

12 Jan 2023, 04:04:12 PM IST

৩৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬৮/৭ রান

শ্রীলঙ্কার ইনিংসকে সামলাচ্ছেন দুনিথ ওয়েলালাগ ও চামিকা করুণারত্নে। এখন দেখার এই দুই ব্যাটার লঙ্কান ইনিংসকে কতটা নিয়ে যেতে পারেন। 

12 Jan 2023, 03:55:43 PM IST

ড্রিঙ্কস বিরতি

স্পিন বোলিং-এর মাধ্যমে ফের ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া। আবার শ্রীলঙ্কার উপরে চাপ তৈরি করেছে কুলদীপ-অক্ষর-উমরানরা। ১০২ রান থেকে ১২৬ রানের মধ্যে শ্রীলঙ্কা মোট পাঁচটি উইকেট হারিয়েছিল

12 Jan 2023, 03:49:49 PM IST

৩০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৮/৭ রান

ম্যাচে নিজের পাঁচ নম্বর ওভারে মাত্র ২ রান দিলেন উমরান মালিক। শ্রীলঙ্কার উপরে চাপ তৈরি করেছে টিম ইন্ডিয়া।

12 Jan 2023, 03:44:46 PM IST

২৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৬/৭ রান

দুনিথ ওয়েলালাগের সঙ্গে ক্রিজে রয়েছেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার হাতে রয়েছে তিন উইকেট।

12 Jan 2023, 03:39:34 PM IST

হাসারাঙ্গা আউটটট

সাত নম্বর উইকেটের পতন হল। হাসারাঙ্গাকে আউট করলেন উমরান মালিক। অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ানিন্দু। ১৭ বলে ২১ রান করেছেন তিনি। 

12 Jan 2023, 03:36:52 PM IST

২৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৪৯/৬ রান

কুলদীপ যাদবের এই ওবারে ১৪ রান নিল শ্রীলঙ্কা। হাসারাঙ্গা এই ওভারে একটি ছক্কা ও দুটি চার মারলেন।

12 Jan 2023, 03:26:45 PM IST

আবার উইকেট পেলেন কুলদীপ

২১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন চারিথ আসালাঙ্কা। ম্যাচে তৃতীয় উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার স্কোর ২৪.২ ওভারে ১২৬/৬ রান।

12 Jan 2023, 03:22:29 PM IST

১০২/২ থেকে ১২৫/৫

মাত্র ২৪ রানের মধ্যে চারটি উইকেট হারাল শ্রীলঙ্কা। কুলদীপ-অক্ষর বেশ চাপ তৈরি করেছে।

12 Jan 2023, 03:20:44 PM IST

আউট শানাকা

মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন দাসুন শানাকা। ১২৫ রানে পাঁচ উইকেট হারাল শ্রীলঙ্কা। কুলদীপ যাদব এই ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করলেন। বোল্ড করলেন শানাকাকে।

12 Jan 2023, 03:14:11 PM IST

অর্ধশতরান করেই আউট নুওয়ানিদু

নুওয়ানিদু ফার্নান্দো ৫০ করেই আউট হলেন। দারুণ ফিল্ডিং করে নুওয়ানিদুকে রান আউট করলেন শুভমন গিল।

12 Jan 2023, 03:11:40 PM IST

অভিষেকেই অর্ধশতরান

নুওয়ানিদু ফার্নান্দো ৬২ বলে ৫০ করলেন। ছয় নম্বর শ্রীলঙ্কার ব্যাটার যিনি অভিষেকেই ৫০ করলেন। 

12 Jan 2023, 03:09:53 PM IST

২০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১১৬/৩ রান

ভারতীয় স্পিনার কুলদীপ ও অক্ষর শ্রীলঙ্কার রানে ব্রেক কোষে দিলেন। ২০ ওভার শেষ শ্রীলঙ্কার স্কোর ১১৬/৩ রান। নুওয়ানিদু ফার্নান্দো ৫০ এর পথে।

12 Jan 2023, 02:59:25 PM IST

আবার আউটটটট

ধনঞ্জয়কে শূন্য রানে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। গোল্ডেন ডাক হলেন ধনঞ্জয়। অক্ষরের গুগলি বলে বোল্ড হলেন ধনঞ্জয়। শ্রীলঙ্কার স্কোর ১৭.২ ওভারে ১০৩/৩ রান।

12 Jan 2023, 02:57:48 PM IST

আউটটটট

৩৪ রান করে সাজঘরে ফিরলেন কুসল মেন্ডিস। ১৬.৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১০২/২ রান। কুসল মেন্ডিসকে LBW আউট করলেন কুলদীপ যাদব।

12 Jan 2023, 02:45:04 PM IST

১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৮/১ রান

বড় রানের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। কুসল-নুওয়ানিদুর ৫০ রানের জুটির পরে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা । কুসল করেছেন ৩০ বলে ২৬ রান এবং নুওয়ানিদু ৪৩ বলে ৩৭ রানে অপরাজিত রয়েছেন। 

12 Jan 2023, 02:37:33 PM IST

কুসল-নুওয়ানিদুর ৫০ রানের জুটি

কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ৫০ রানের পার্টনারশিপ গড়লেন। ভারতের এই জুটিকে ভাঙতে হবে।

12 Jan 2023, 02:33:22 PM IST

১৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৮/১ রান

ধীরে ধীরে বড় স্কোরের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। অভিষ্কা ফার্নান্দো আউট হওয়ার পরে কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছে।  কুসল মেন্ডিস ২৩ বলে ২০ রান ও নুওয়ানিদু ফার্নান্দো ৩৮ বলে ৩৩ রান করেছেন।

12 Jan 2023, 02:18:29 PM IST

১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫১/১ রান

কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ইনিংসকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৫.১ রান রেটে রান করছে শ্রীলঙ্কা।

12 Jan 2023, 01:59:19 PM IST

বোল্ডডড

অভিষ্কা ফার্নান্দোকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ভারত প্রথম উইকেট শিকার করল। ১৭ বলে ২০ রান করলেন অভিষ্কা ফার্নান্দো। 

12 Jan 2023, 01:55:02 PM IST

৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৭ রান

ক্রিজে রয়েছেন অভিষ্কা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দো। শ্রীলঙ্কার দুই ওপেনার ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। অভিষ্কা ফার্নান্দো করেছেন ২০ রান, নুওয়ানিদু ফার্নান্দো করেছেন ৫ রান।

12 Jan 2023, 01:36:12 PM IST

চার দিয়ে ইনিংস শুরু শ্রীলঙ্কার

চার দিয়ে ইনিংস শুরু করল শ্রীলঙ্কা। শামির প্রথম বলেই শামিকে চার হাঁকান অভিষ্কা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে হল ৫ রান। ৩ বলে ৫ করেছেন অভিষ্কা। নুওয়ানিদু ৩ বল খেললেও, রানের খাতা খোলেননি।

12 Jan 2023, 01:33:56 PM IST

ব্যাটিং শুরু শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে পড়েছে। অভিষ্কা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দো ওপেন করেছেন। বল হাতে মহম্মদ শামি ওপেন করেছেন।

12 Jan 2023, 01:14:04 PM IST

চাহাল বাদ কেন? কী বললেন রোহিত?

টস হেরে রোহিত শর্মা বলেন, ‘গত ম্যাচের কথা মাথায় রেখে আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু এই মাঠ দেখে ফিল্ডিং করতে চেয়েছিলাম। সামগ্রিকভাবে, উন্নতি একটি দল হিসাবে, বিশেষ কিছু নয়। আমরা অতীতে যা করেছি তা অতীত, আমাদের সামনে তাকাতে হবে এবং আরও ভালো করতে হবে। আমি এখানে খেলতে ভালোবাসি, এখানকার দর্শকরা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। কিন্তু এটা অতীত, আমাকে নতুন করে শুরু করতে হবে। আমাদের জন্য একটি জোরদার পরিবর্তন, শেষ খেলায় চাহাল ডাইভ দিয়েছিলেন এবং আজ ভালো অনুভব করছেন না। মানে তিনি সেরে উঠতে পারেননি, তাই কুলদীপ যাদব দলে এসেছেন।’

12 Jan 2023, 01:10:20 PM IST

দুটি পরিবর্তন করল শ্রীলঙ্কা

টস জিতে শানাকা বললেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। এখানে প্রথমে খুব ভালো উইকেট থাকে। ভেন্যু পরিসংখ্যানও তাই বলছে। স্কোর করা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। দুটি পরিবর্তন করা হয়েছে মাদুশঙ্কা এবং পথুম নিসাঙ্কা ছিটকে (কাঁধের চোট) গিয়েছেন। তাদের জায়গায় নুওয়ানিদু ফার্নান্দো অভিষেক হবে এবং লাহিরু কুমারা ফিরে এসেছেন।

12 Jan 2023, 01:07:30 PM IST

ভারতীয় দলে পরিবর্তন

যুজবেন্দ্র চাহালের জায়গায় দলে এলেন কুলদীপ যাদব। বাকি দল একই রাখল ভারত।

12 Jan 2023, 01:03:26 PM IST

টস জিতল শ্রীলঙ্কা

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। রোহিত টস হারার পরে জানালেন তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন।

12 Jan 2023, 12:44:18 PM IST

এই তথ্য গুলো জেনে নিন

শেষবার রোহিত শর্মা ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে ওডিআইয়ে সর্বোচ্চ ২৬৪ রানের স্কোর করেছিলেন। ২০২১ সালের জানুয়ারী থেকে, ভারত ঘরের মাঠে খেলা ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৮টি জিতেছে। তারপর থেকে শ্রীলঙ্কা হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ২৭টি ওয়ানডে খেলেছে।  এর মধ্যে তারা ১৫টিতে হেরেছে।

12 Jan 2023, 12:19:57 PM IST

দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, চারিত আসলাঙ্কা, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিতা, দুনিত ভেলালগে, দিলশান কুমার/দিলশান মাদুসঙ্কা।

12 Jan 2023, 12:03:33 PM IST

২০১৭ সালের পর কলকাতায় ODI খেলবে টিম ইন্ডিয়া

ভারতীয় দল ২০১৭ সালের সেপ্টেম্বরের পরে প্রথমবার ইডেন গার্ডেন্সে ODI ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। ভারত এখন পর্যন্ত এই মাঠে ২১টি একদিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে ১২টি ম্যাচে জিতেছে এবং ৮টি ম্যাচে পরাজিত হয়েছে। একটি ম্যাচের ফল হয়নি।

12 Jan 2023, 12:03:33 PM IST

আজই কি সিরিজ জিতবে ভারত

হোম গ্রাউন্ডের কথা বললে, গত পাঁচ ওয়ানডে সিরিজে হারেনি ভারতীয় দল। সবকটি সিরিজই জিতেছেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিও সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত, উভয় দল ১০ টি সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছে এবং টিম ইন্ডিয়া নয়টি জিতেছে। একটি সিরিজ ড্র ​​হয়েছে। সামগ্রিক রেকর্ডের দিকে তাকালে, ভারত ১৯৯৭ সাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারেনি। দুই দলের মধ্যে মোট ১৯টি ওয়ানডে সিরিজ খেলা হয়েছে। এই সময়ে ভারত ১৪টি জিতেছে এবং দুটি হেরেছে। তিনটি সিরিজ টাই হয়েছে।

12 Jan 2023, 12:03:34 PM IST

HT বাংলার লাইভ ব্লগে স্বাগত

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া জিতলে টানা তিন ওয়ানডে সিরিজে হার এড়াবে ভারত। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের কাছে ১-০ এবং বাংলাদেশের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল মেন ইন ব্লুজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ভোটে টাকার ছড়াছড়ি, ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ, কার্শিয়াঙে আটক GNLF নেতা আজ দ্বিতীয় দফায় ৮৮ কেন্দ্রে ভোট, ২০১৯ সালের নির্বাচনে ক'টা আসনে জিতেছিল BJP? ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? জ্যোতিষমতে ২৬ এপ্রিলের রাশিফল রইল ৩.২ ওভারে কোনও রান না দিয়ে ৭ উইকেট,T20I-তে নতুন বিশ্ব রেকর্ড ইন্দোনেশিয়ার তরুণীর ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর অরেঞ্জ ক্যাপের দখল রাখলেন কোহলিই, বেগুনি টুপির লড়াইয়ে প্রথম পাঁচে ঢুকলেন নটরাজন ‘আমার খারাপ সময়ে…’! বিয়ের আগেই গর্ভবতী, ইলিয়ানা মুখ খুললেন বর মাইকেলকে নিয়ে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে আজ লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন LIVE Lok Sabha Vote: নিজের নেতা বেছে নিন, ভোট দিয়ে বললেন নারায়ণ ও সুধা মূর্তি

Latest IPL News

স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.