এই ম্যাচে টিম ইন্ডিয়া জিতে টানা তিন ওয়ানডে সিরিজে হার এড়িয়েছে। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের কাছে ১-০ এবং বাংলাদেশের কাছে ২-১ পরাজিত হয়েছিল মেন ইন ব্লুজ। কিন্তু ইডেনে শ্রীলঙ্কাকে হারিয়ে সেই লজ্জা মুছে দিল ভারত।
চার উইকেটে জিতল ভারত
শেষ পর্যন্ত ১০৩ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন কেএল রাহুল। কুলদীপ যাদব ১০ বলে ১০ রান করলেন। ৪৩.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁচে যায় ভারত।
৪৩ ওভারে ভারতের স্কোর ২১৫/৬
জয়ের সামনে টিম ইন্ডিয়া। দরকার আর এক রান।
কেএল রাহুলের অর্ধশতরান
৯৩ বলে ৫০ রান করলেন কেএল রাহুল। ম্যাচ জিততে ৫৯ বলে ২৩ রান দরকার ভারতের।
৪০ ওভারে ভারতের স্কোর ১৯১/৫
ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ৬০ বলে ২৫ রান।
আউট অক্ষর প্যাটেল
৬ নম্বর উইকেট হারাল ভারত। ধনঞ্জয় ডি সিলভার বলে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেল। ২১ বলে ২১ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
৩৭ ওভারে ভারতের স্কোর ১৮৩/৫
বড় ওভার ছিল ভারতের। এই ওভারে ১৫ রান নিল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে হলে ভারতের ৭৮ বলে দরকার ৩৩ রান।
৩৫ ওভারে ভারতের স্কোর ১৬৫/৫
৯০ বলে ভারতের দরকার ৫১ রান। কেএল রাহুলের উপর অনেক চাপ।
হার্দিক আউট
১৬১ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। হার্দিককে আউট করলেন করুনারত্নে ভারতের জিততে হলে দরকার ৯৫ বলে ৫৫ রান।
১৫০ করল ভারত
৩২তম ওভারে ১৫০ রান করল ভারত। হার্দিক ৪৬ বলে ২৭ রান করেছেন, কেএল রাহুল ৭১ বলে ৪১ রান করেছেন।
৩০ ওভারে ভারতের স্কোর ১৪৫/৪
বাকি ২০ ওভারে ভারতের প্রয়োজন ৭১ রান। হার্দিক-কেএল রাহুল ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে।
২৮ ওভারে ভারতের স্কোর ১৩৫/৪
৫৮ বলে ৩২ করলেন রাহুল, হার্দিকের সংগ্রহ ৩৫ বলে ২২ রান। ভারতের জিততে দরকার ৮১ রান।
২৫ ওভারে ভারতের স্কোর ১২৪/৪
এই ওভারে মাত্র এক রান নিল ভারত। কেএল রাহুল ৪৬ বলে ২৪ রান করে খেলছেন, হার্দিক পান্ডিয়ার স্কোর ২৯ বলে ১৯ রান।
২২ ওভারে ভারতের স্কোর ১১৬/৪
এই ওভারে ৬ রান নিল ভারত। ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়ার আরও ১০০ রানের দরকার।
১০০ রান টপকাল ভারত
২০ ওভারের শেষ ১০১ রান করল ভারত। চার উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে হলে ভারতের বাকি ৩০ ওভারে দরকার ১১৫ রান।
১৭ ওভারে ভারতের স্কোর ৯১/৪
চাপের মধ্যে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতকে জিততে হলে এখনও ১২৫ রান করতে হবে।
চাপে টিম ইন্ডিয়া
১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়েছে ভারত। জিততে হলে এখনও ভারতের দরকার ১৩০ রান। তবে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে চারটি উইকেট হারিয়েছে।
আউট শ্রেয়স আইয়ার
LBW আউট হলেন শ্রেয়স আইয়ার। ২৮ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। ভারতের স্কোর ১৪.২ ওভারে ৮৬/৪ রান।
১৩ ওভারে ভারতের স্কোর ৮১/৩
শেষ দুটো ওভার থেকে বড় স্কোর করতে পারেনি ভারত। মাত্র দুই রান নিয়েছে রাহুল ও শ্রেয়স।
১১ ওভারে ভারতের স্কোর ৭৯/৩
দারুণ ব্যাটিং করলেন শ্রেয়স আইয়ার। এই ওভারে ১২ রান নিল ভারত। টিম ইন্ডিয়ার দরকার আরও ১৩৭ রান।
১০ ওভারে ভারতের স্কোর ৬৭/৩
লাহিরু কুমারার এই ওভারে সফল শ্রীলঙ্কা। এই ওভারে বিরাট কোহলির উইকেট পেয়েছে শ্রীলঙ্কা। তবে এই ওভারে ১১ রান দিলেন লাহিরু। জিততে হলে ভারতের দরকার ৪০ ওভারে ১৪৯ রান।
বোল্ড বিরাট কোহলি
৯ বলে চার করে আউট হলেন বিরাট কোহলি। লাহিরু কুমারার বল বোল্ড হলেন বিরাট। ভারতের স্কোর ৯.৩ ওভারে ৬২/৩ রান।
৯ ওভারে ভারতের স্কোর ৫৬/২
রোহিত-শুভমন আউট হয়ে যাওয়ার পরে বিরাট ও শ্রেয়স ইনিংসকে সামলাতে চাইছেন। জিততে হলে এখনও ভারতকে ১৬০ রান করতে হবে।
৭ওভারে ভারতের স্কোর ৪৭/২
ভারতকে জিততে হলে এখনও ১৬৯ রান করতে হবে। উইকেটে রয়েছন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। এই ওভার থেকে মাত্র ২ রান করল ভারত।
৬ ওভারে ভারতের স্কোর ৪৫/২
বিরাট কোহলির সঙ্গে ব্য়াট করছেন শ্রেয়স আইয়ার। রোহিত ও শুভমন দুজনেই সাজঘরে ফিরেছেন।
আউট শুভমন গিল
লাহিরু কুমারার বলে অবিষ্কার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। ১২ বলে করলেন ২১ রান। ভারতের স্কোর ৫.৩ ওভারে ৪১/২ রান।
রোহিত আউট
করনারত্নের বলে আউট হলেন রোহিত শর্মা। ৩৩ রানে প্রথম উইকেট হারাল ভারত। ২১ বলে ১৭ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
৪ ওভারে ভারতের স্কোর ৩০/০
লাহিরুর এই ওভারের প্রথমেই ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। এই ওভার থেকে সাত রান নেয় টিম ইন্ডিয়া।
৩ ওভারে ভারতের স্কোর ২৪/০
রাজিথার এই ওভারে ১১ রান নিল ভারত। ৮ বলে গিল করেছেন ১২ রান, রোহিত শর্মার সংগ্রহ ১০ বলে ৯ রান।
২ ওভারে ভারতের স্কোর ১৩/০
দ্বিতীয় ওভারের শেষে ভারতের স্কোর ১৩/০ রান। গিল করেছেন ৬ বলে ৮ রান। রোহিত করেছেন ৬ বলে চার রান।
চার মেরে খাতা খুললেন রোহিত
ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি। কাসুন রাজিথার দ্বিতীয় বলে চার মারলেন রোহিত শর্মা।
ভারতের সামনে ২১৬ রানের লক্ষ্য
২১৬ রান তাড়া করতে নামল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামলেন শুভমন গিল।
আবার আউটটটট
লাহিরু কুমারাকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ৩৯.৪ ওভারেই শেষ শ্রীলঙ্কার ইনিংস। স্কোর বোর্ডে ২১৫ রান তুলল শ্রীলঙ্কা।
আউটটটট
দুনিথ ওয়েলালাগ ৩৪ বলে ৩২ রান করে আউট হলেন। শ্রীলঙ্কার স্কোর ২১৫ রানে ৯ উইকেট। সিরাজের বলে অক্ষরের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়েলালাগ।
২০০ টপকাল শ্রীলঙ্কা
৩৭. ৩ ওভারে ২০০ ক্রস করল শ্রীলঙ্কা। খারাপ ফিল্ডিং করলেন হার্দিক।
৩৭ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৯৯/৮ রান
২০০-র কাছে শ্রীলঙ্কা। মহম্মদ শামির এই ওভারে ১৪ রান নিলেন শ্রীলঙ্কার ব্যাটার
৩৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৮১/৮ রান
শ্রীলঙ্কা ব্যাটারদের উপর রাশ ধরে রেখেছে ভারতীয় দলের বোলাররা।
আউট করুনারত্নে
উমরান মালিকের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ২৫ বলে ১৭ রান করে ফিরলেন করুনারত্নে।
৩৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬৮/৭ রান
শ্রীলঙ্কার ইনিংসকে সামলাচ্ছেন দুনিথ ওয়েলালাগ ও চামিকা করুণারত্নে। এখন দেখার এই দুই ব্যাটার লঙ্কান ইনিংসকে কতটা নিয়ে যেতে পারেন।
ড্রিঙ্কস বিরতি
স্পিন বোলিং-এর মাধ্যমে ফের ছন্দে ফিরেছে টিম ইন্ডিয়া। আবার শ্রীলঙ্কার উপরে চাপ তৈরি করেছে কুলদীপ-অক্ষর-উমরানরা। ১০২ রান থেকে ১২৬ রানের মধ্যে শ্রীলঙ্কা মোট পাঁচটি উইকেট হারিয়েছিল
৩০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৮/৭ রান
ম্যাচে নিজের পাঁচ নম্বর ওভারে মাত্র ২ রান দিলেন উমরান মালিক। শ্রীলঙ্কার উপরে চাপ তৈরি করেছে টিম ইন্ডিয়া।
২৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৫৬/৭ রান
দুনিথ ওয়েলালাগের সঙ্গে ক্রিজে রয়েছেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার হাতে রয়েছে তিন উইকেট।
হাসারাঙ্গা আউটটট
সাত নম্বর উইকেটের পতন হল। হাসারাঙ্গাকে আউট করলেন উমরান মালিক। অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ওয়ানিন্দু। ১৭ বলে ২১ রান করেছেন তিনি।
২৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৪৯/৬ রান
কুলদীপ যাদবের এই ওবারে ১৪ রান নিল শ্রীলঙ্কা। হাসারাঙ্গা এই ওভারে একটি ছক্কা ও দুটি চার মারলেন।
আবার উইকেট পেলেন কুলদীপ
২১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন চারিথ আসালাঙ্কা। ম্যাচে তৃতীয় উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার স্কোর ২৪.২ ওভারে ১২৬/৬ রান।
১০২/২ থেকে ১২৫/৫
মাত্র ২৪ রানের মধ্যে চারটি উইকেট হারাল শ্রীলঙ্কা। কুলদীপ-অক্ষর বেশ চাপ তৈরি করেছে।
আউট শানাকা
মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন দাসুন শানাকা। ১২৫ রানে পাঁচ উইকেট হারাল শ্রীলঙ্কা। কুলদীপ যাদব এই ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট শিকার করলেন। বোল্ড করলেন শানাকাকে।
অর্ধশতরান করেই আউট নুওয়ানিদু
নুওয়ানিদু ফার্নান্দো ৫০ করেই আউট হলেন। দারুণ ফিল্ডিং করে নুওয়ানিদুকে রান আউট করলেন শুভমন গিল।
অভিষেকেই অর্ধশতরান
নুওয়ানিদু ফার্নান্দো ৬২ বলে ৫০ করলেন। ছয় নম্বর শ্রীলঙ্কার ব্যাটার যিনি অভিষেকেই ৫০ করলেন।
২০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১১৬/৩ রান
ভারতীয় স্পিনার কুলদীপ ও অক্ষর শ্রীলঙ্কার রানে ব্রেক কোষে দিলেন। ২০ ওভার শেষ শ্রীলঙ্কার স্কোর ১১৬/৩ রান। নুওয়ানিদু ফার্নান্দো ৫০ এর পথে।
আবার আউটটটট
ধনঞ্জয়কে শূন্য রানে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। গোল্ডেন ডাক হলেন ধনঞ্জয়। অক্ষরের গুগলি বলে বোল্ড হলেন ধনঞ্জয়। শ্রীলঙ্কার স্কোর ১৭.২ ওভারে ১০৩/৩ রান।
আউটটটট
৩৪ রান করে সাজঘরে ফিরলেন কুসল মেন্ডিস। ১৬.৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১০২/২ রান। কুসল মেন্ডিসকে LBW আউট করলেন কুলদীপ যাদব।
১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৮/১ রান
বড় রানের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। কুসল-নুওয়ানিদুর ৫০ রানের জুটির পরে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা । কুসল করেছেন ৩০ বলে ২৬ রান এবং নুওয়ানিদু ৪৩ বলে ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
কুসল-নুওয়ানিদুর ৫০ রানের জুটি
কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ৫০ রানের পার্টনারশিপ গড়লেন। ভারতের এই জুটিকে ভাঙতে হবে।
১৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৭৮/১ রান
ধীরে ধীরে বড় স্কোরের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। অভিষ্কা ফার্নান্দো আউট হওয়ার পরে কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কুসল মেন্ডিস ২৩ বলে ২০ রান ও নুওয়ানিদু ফার্নান্দো ৩৮ বলে ৩৩ রান করেছেন।
১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫১/১ রান
কুসল মেন্ডিস ও নুওয়ানিদু ফার্নান্দো ইনিংসকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ৫.১ রান রেটে রান করছে শ্রীলঙ্কা।
বোল্ডডড
অভিষ্কা ফার্নান্দোকে বোল্ড করলেন মহম্মদ সিরাজ। ভারত প্রথম উইকেট শিকার করল। ১৭ বলে ২০ রান করলেন অভিষ্কা ফার্নান্দো।
৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৭ রান
ক্রিজে রয়েছেন অভিষ্কা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দো। শ্রীলঙ্কার দুই ওপেনার ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। অভিষ্কা ফার্নান্দো করেছেন ২০ রান, নুওয়ানিদু ফার্নান্দো করেছেন ৫ রান।
চার দিয়ে ইনিংস শুরু শ্রীলঙ্কার
চার দিয়ে ইনিংস শুরু করল শ্রীলঙ্কা। শামির প্রথম বলেই শামিকে চার হাঁকান অভিষ্কা। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে হল ৫ রান। ৩ বলে ৫ করেছেন অভিষ্কা। নুওয়ানিদু ৩ বল খেললেও, রানের খাতা খোলেননি।
ব্যাটিং শুরু শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে পড়েছে। অভিষ্কা ফার্নান্দো এবং নুওয়ানিদু ফার্নান্দো ওপেন করেছেন। বল হাতে মহম্মদ শামি ওপেন করেছেন।
চাহাল বাদ কেন? কী বললেন রোহিত?
টস হেরে রোহিত শর্মা বলেন, ‘গত ম্যাচের কথা মাথায় রেখে আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু এই মাঠ দেখে ফিল্ডিং করতে চেয়েছিলাম। সামগ্রিকভাবে, উন্নতি একটি দল হিসাবে, বিশেষ কিছু নয়। আমরা অতীতে যা করেছি তা অতীত, আমাদের সামনে তাকাতে হবে এবং আরও ভালো করতে হবে। আমি এখানে খেলতে ভালোবাসি, এখানকার দর্শকরা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। কিন্তু এটা অতীত, আমাকে নতুন করে শুরু করতে হবে। আমাদের জন্য একটি জোরদার পরিবর্তন, শেষ খেলায় চাহাল ডাইভ দিয়েছিলেন এবং আজ ভালো অনুভব করছেন না। মানে তিনি সেরে উঠতে পারেননি, তাই কুলদীপ যাদব দলে এসেছেন।’
দুটি পরিবর্তন করল শ্রীলঙ্কা
টস জিতে শানাকা বললেন, ‘আমরা প্রথমে ব্যাট করব। এখানে প্রথমে খুব ভালো উইকেট থাকে। ভেন্যু পরিসংখ্যানও তাই বলছে। স্কোর করা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। দুটি পরিবর্তন করা হয়েছে মাদুশঙ্কা এবং পথুম নিসাঙ্কা ছিটকে (কাঁধের চোট) গিয়েছেন। তাদের জায়গায় নুওয়ানিদু ফার্নান্দো অভিষেক হবে এবং লাহিরু কুমারা ফিরে এসেছেন।
ভারতীয় দলে পরিবর্তন
যুজবেন্দ্র চাহালের জায়গায় দলে এলেন কুলদীপ যাদব। বাকি দল একই রাখল ভারত।
টস জিতল শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কা। রোহিত টস হারার পরে জানালেন তিনিও টস জিতলে ব্যাটিং নিতেন।
এই তথ্য গুলো জেনে নিন
শেষবার রোহিত শর্মা ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে ওডিআইয়ে সর্বোচ্চ ২৬৪ রানের স্কোর করেছিলেন। ২০২১ সালের জানুয়ারী থেকে, ভারত ঘরের মাঠে খেলা ১০টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৮টি জিতেছে। তারপর থেকে শ্রীলঙ্কা হোম এবং অ্যাওয়ে মিলিয়ে ২৭টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে তারা ১৫টিতে হেরেছে।
দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, চারিত আসলাঙ্কা, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, কাসুন রাজিতা, দুনিত ভেলালগে, দিলশান কুমার/দিলশান মাদুসঙ্কা।
২০১৭ সালের পর কলকাতায় ODI খেলবে টিম ইন্ডিয়া
ভারতীয় দল ২০১৭ সালের সেপ্টেম্বরের পরে প্রথমবার ইডেন গার্ডেন্সে ODI ম্যাচ খেলতে নামবে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়ে ছিল টিম ইন্ডিয়া। ভারত এখন পর্যন্ত এই মাঠে ২১টি একদিনের ম্যাচ খেলেছে। এর মধ্যে ১২টি ম্যাচে জিতেছে এবং ৮টি ম্যাচে পরাজিত হয়েছে। একটি ম্যাচের ফল হয়নি।
আজই কি সিরিজ জিতবে ভারত
হোম গ্রাউন্ডের কথা বললে, গত পাঁচ ওয়ানডে সিরিজে হারেনি ভারতীয় দল। সবকটি সিরিজই জিতেছেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটিও সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত, উভয় দল ১০ টি সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছে এবং টিম ইন্ডিয়া নয়টি জিতেছে। একটি সিরিজ ড্র হয়েছে। সামগ্রিক রেকর্ডের দিকে তাকালে, ভারত ১৯৯৭ সাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারেনি। দুই দলের মধ্যে মোট ১৯টি ওয়ানডে সিরিজ খেলা হয়েছে। এই সময়ে ভারত ১৪টি জিতেছে এবং দুটি হেরেছে। তিনটি সিরিজ টাই হয়েছে।
HT বাংলার লাইভ ব্লগে স্বাগত
বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে টিম ইন্ডিয়া জিতলে টানা তিন ওয়ানডে সিরিজে হার এড়াবে ভারত। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের কাছে ১-০ এবং বাংলাদেশের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল মেন ইন ব্লুজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।