বাংলা নিউজ > ময়দান > IND vs SL: বাইশ গজে রেকর্ড গড়লেন শেন ওয়ার্নের ‘রকস্টার’ রবীন্দ্র জাদেজা

IND vs SL: বাইশ গজে রেকর্ড গড়লেন শেন ওয়ার্নের ‘রকস্টার’ রবীন্দ্র জাদেজা

শেন ওয়ার্নের ‘রকস্টার’ রবীন্দ্র জাদেজা

ব্যাট হাতে জাদেজার রেকর্ড, শেন ওয়ার্নের ‘রকস্টার’ কথা স্মরণ করাল রাজস্থান রয়্যালস।

রবীন্দ্র জাদেজাকে বিভিন্ন নামে ডাকেন টিম ইন্ডিয়ার সদস্যরা। কেউ ডাকে ‘জাড্ডু’ বলেন কেউ ডাকেন ‘সারজি’ নামে। অনেকে আবার রবীন্দ্র জাদেজা ডাকেন ‘রকস্টার’ নামে। কিন্তু এই ‘রকস্টার’ নামটা রবীন্দ্র জাদেজাকে দিয়েছিলেন শেন ওয়ার্ন। এই নামকরণের গল্পটি সেই সময়কার যখন রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতেন। শেন ওয়ার্ন সেই দলের অধিনায়ক ছিলেন। অর্থাৎ, আইপিএলের প্রথম মরশুমে শেন ওয়ার্ন রবীন্দ্র জাদেজার ক্ষমতা পরীক্ষা করেছিলেন এবং তাকে ‘রকস্টার’ নাম দিয়েছিলেন। শনিবার মোহালিতে শেন ওয়ার্নের রকস্টার তার জীবনের সর্বাধিক টেস্ট রান করলেন। তবে সেঞ্চুরু করার পরেই জাদেজাকে অভিনব ভাবে শুভেচ্ছা জানায় রাজস্থান রয়্যালস। 

রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় যিনি বল হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে চারশো উইকেট নেওয়ার পাশাপাশি পাঁচ হাজার রান করেছেন। রবীন্দ্র জাদেজা একজন স্পিন অলরাউন্ডার। শেন ওয়ার্নের মৃত্যুতে সবাই নিজের মতো করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে রকস্টার জাদেজা সেঞ্চুরি করে আন্তর্জাতিক রেকর্ড গড়ে শেন ওয়ার্নকে অভূতপূর্ব শ্রদ্ধা জানালেন।

মোহালির মাঠে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন রবীন্দ্র জাদেজা। ১৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটে নিজের সবচেয়ে বড় ইনিংসের চিত্রনাট্যও লিখেছেন তিনি। সেঞ্চুরির সময় তিনি ৬ষ্ঠ ও ৭ম উইকেটে দুটি সেঞ্চুরি পার্টনারশিপও করেন। তিনি প্রথমে পন্তের সাথে স্কোর বোর্ডে ১০৪ রান যোগ করেন। এরপর অশ্বিনের সঙ্গে যোগ করেন ১৩২ রান। এদজিন ২২৮ অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন জাদেজা। এদিনের ইনিংসে ১৭টি বাউন্ডারি ও তিনটি ওভারবাউন্ডারি মারেন হাঁকান জাদেজা। এই সেঞ্চুরির সময় তৈরি করা রেকর্ডও হবে, যেটি শেন ওয়ার্নের রকস্টার জাদেজা দ্বিতীয় ভারতীয় হিসেবে অর্জন করেছেন। আসলে, রবীন্দ্র জাদেজাও শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে তার পাঁচ হাজার রান পূর্ণ করেছেন।

বন্ধ করুন