রোহিত শর্মার ভারত যেন অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটে চলেছে। তাদের আটকায় কার সাধ্য। ওয়েস্ট ইন্ডিজের পর এ বার শ্রীলঙ্কাকেও একেবারে গুড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ানদের যেমন টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। শ্রীলঙ্কাকে আবার টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করলেন রোহিতরা। সঙ্গে ২৮ বছর আগের পুরনো রেকর্ড ভেঙে গড়়লেন নতুন নজির।
এই প্রথম বার ভারত ঘরের মাঠে টানা চার বার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেল। প্রথম বার ২০০৫ সালে ২-০ জিতেছিল ভারত। ২০০৯ সালেও ফের ২-০ জেতে মেন ইন ব্লু। এর পর ৮ বছরের ব্যবধানে ভারতে ফের টেস্ট সিরিজ খেলতে আসে শ্রীলঙ্কা। সেই সিরিজে ১-০ হারে তারা। আর এ বার তো ২-০ লঙ্কা বাহিনী হোয়াইটওয়াশ হল। টানা চার বার ঘরের মাঠে টেস্টে সিরিজে শ্রীলঙ্কাকে হারাল ভারত। যা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে রেকর্ড।
এর আগে ১৯৮৬-'৯৪ – এই ৮ বছরে টানা তিন বার ঘরের মাঠে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। ২৮ বছর আগের সেই নজির সোমবার ভেঙে দিল রোহিত শর্মার টিম।
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫২ রানে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে ৩০৩ রানে ইনিংসের সমাপ্তির ঘোষণা করে। শ্রীলঙ্কার সামনে ৪৪৭ রানের লক্ষ্য রাখে ভারত। কিন্তু শ্রীলঙ্কাকে ২০৮ রানে অল আউট করে ২৩৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।