বাংলা নিউজ > ময়দান > অসুস্থ মায়ের জন্যই এই পারফরম্যান্স- ৬ উইকেট নিয়ে নজির গড়েও মন খারাপ ম্যাকয়ের

অসুস্থ মায়ের জন্যই এই পারফরম্যান্স- ৬ উইকেট নিয়ে নজির গড়েও মন খারাপ ম্যাকয়ের

৬ উইকেট নিয়ে ম্যাকয়ের রেকর্ড।

৪ ওভারে ১ মেডেন সহ ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে ১৩৮ রানে গুড়িয়ে দিয়েছেন ম্যাকয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই ছিল সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এত বিপজ্জনক বোলিং করেননি কোনও বোলার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওবেদ ম্যাকয়ে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ ওভারে ১ মেডেন সহ ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে ১৩৮ রানে গুড়িয়ে দিয়েছেন ম্যাকয়েই। সেই সঙ্গে বড় রেকর্ড নিজের নামে করে ফেলেছেন এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই ছিল সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ড। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এত বিপজ্জনক বোলিং করেননি কোনও বোলার। এ ছাড়াও এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাকয়েরও সেরা বোলিং পারফরম্যান্স। ম্যাকয়ের জন্যই ভারতকে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হারতে হয়েছে।

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যাটিং, আর কী কারণে হারতে হল রোহিতের দলকে?

ম্যাচের শেষে ম্যাকয়ে বলেছেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি এটা আমার মায়ের জন্য করেছি, তিনি বাড়িতে খুব অসুস্থ৷ মা-ই আমাকে আরও ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করে। এর জন্য আমি কৃতজ্ঞ।’

রোহিত শর্মাকে শূন্য রানে ফেরান ম্যাকয়ে। যা ম্যাচের শুরুতেই সবচেয়ে বড় ধাক্কা ছিল ভারতের জন্য। ম্যাকয়ে নিজেও বলেছেন, ‘এটা ওদের ব্যাটারদের উপর অনেক চাপ সৃষ্টি করেছে। আমি সব সময় পাওয়ারপ্লে-তে উইকেট খুঁজি কারণ এতে পাওয়ারপ্লে-তে ব্যাটসম্যানরাও রান করতে দ্বিধা করেন।’

আরও পড়ুন: পরীক্ষা করার জন্য আবেশকে শেষ ওভার, হারের পর ব্যাখ্যা রোহিতের

দ্বিতীয় দিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৩৮ রানে অল আউট হয়ে যায় ভারত। ওবেদ ম্যাকয়ের বোলিংয়ে একেবারে ল্যাজেগোবরে হয় ভারতের ব্যাটিং অর্ডার। রোহিত (০) ছাড়াও সূর্যকুমার যাদব (১১), রবীন্দ্র জাদেজার (২৭), দীনেশ কার্তিক (৭), রবিচন্দ্রন অশ্বিন (১০), ভুবনেশ্বর কুমারকে (১) ফেরান তিনি।

এ দিন ভারতের হয়ে কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর সংগ্রহ ৩১। বাকিদের অবস্থা তথৈবচ। ৪০ রানে ৩ উইকেট আর ৬১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত। তার পর তাদের ইনিংস ১৩৮ রানে শেষ হয়।

জবাবে ব্যাট করতে নামলে ওয়েস্ট ইন্ডিজ চার বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। সেই সঙ্গে সিরিজে ১-১ সমতা ফেরায়। ভারতীয় বোলাররা যে খুব বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিল, তা নয়। ওপেন করতে নেমে ব্রেন্ডন কিং-এর ৫২ বলে ৬৮ রান ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত মজবুত করে। এ ছাড়া ডেভন থমাস ১৯ বলে অপরাজিত ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ১৯.২ ওভারে ৫ উইকেটে ১৪১ করে ম্যাচ জিতে যায় ক্যারিবিয়ান ব্রিগেড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌যে যা খাবার দিচ্ছে খাবেন না’‌, ধরনা মঞ্চে দিদির সতর্কবার্তা জুনিয়র ডাক্তারদের দলীপে পরপর উইকেট হারালেও বুক চিতিয়ে লড়লেন অভিমন্যু!দলের লজ্জা ঢাকলেন শতরানে… 'মানুষের মধ্যেই দেবতা খুঁজে পাই', ডাক্তারদের জন্য সিদ্ধ ডিম বিতরণ মহিলার ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী 'ত্রিপলগুলো গুনে নেবেন', ডাক্তারদের কাছে মমতা যাওয়ার পরে বললেন ‘বং গাই’, শতরূপরা তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর ছোট্ট 'দীপজ্যোতি'র সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটিতে মজল নেট দুনিয়া!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.