বাংলা নিউজ > ময়দান > 'পাকাপাকি নয়', হঠাৎই ঋষভ পন্তকে ওপেন করানোর কারণ খোলসা করলেন রোহিত

'পাকাপাকি নয়', হঠাৎই ঋষভ পন্তকে ওপেন করানোর কারণ খোলসা করলেন রোহিত

রোহিতের সঙ্গে ওপেন করতে নামছেন পন্ত। ছবি- টুইটার।

পরীক্ষা-নিরীক্ষা চলবে, জানালেন হিটম্যান।

শুভব্রত মুখার্জি

আমদাবাদে চলতি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচের অন্যতম আলোচনার বিষয় ছিল ভারতের হয়ে মারকুটে স্বভাবের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্তের ওপেন করা। ভারতের সিনিয়র দলের অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বের একেবারে শুরুর দিকেই এই চমকপ্রদ সিদ্ধান্তের নেপথ্য কারণ জানতে উৎসাহী বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থক সকলেই। ম্যাচ শেষে তাঁদের আগ্রহের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্তের নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন স্বয়ং অধিনায়ক রোহিত শর্মা।

বছরের শেষদিকে রয়েছে টি-২০ বিশ্বকাপ সেকথা মাথাতে রেখেই হাতে থাকা অপশন নিয়ে কার্যত দলের তরফে বেশ কিছু পরীক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার অন্যতম ঋষভ পন্তকে দিয়ে ইনিংস ওপেন করানো। তবে এদিন ইনিংস ওপেন করে একেবারেই সুবিধা করতে পারেননি ঋষভ। ৩৪ বল খেলে আউট হওয়ার আগে করেছেন মাত্র ১৮ রান। তবে ম্যাচে কার্যত সহজ জয় পেয়েছে ভারতীয় দল। ফলে ২-০ এগিয়ে তাদের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। অধিনায়ক রোহিত ওয়ান ডেতে তাঁর যাত্রা শুরু করলেন বেশ মধুরভাবেই।

ঋষভ প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত বলেছেন, 'আমাকে ভিন্ন ভিন্ন জিনিস করতে বলা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে পন্তকে দিয়ে ওপেন করানোটা তাঁর অঙ্গ ছিল। আজ আমরা কিছু একটা ইউনিক করতে চেয়েছিলাম। আমরা পরের ম্যাচে শিখরকে ফিরে পাচ্ছি। ও ম্যাচ খেলার সুযোগ পাবে। মাঝে মধ্যে একটা দুটো ম্যাচ হারাটা কোনও ব্যাপার নয়। তবে আমরা পরীক্ষা নিরীক্ষা করব।'

বন্ধ করুন