যেটার ভয় হচ্ছিল, সেটাই ঘটল। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে ভেসে গেল। এবং ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ভারতের হোয়াইটওয়াশ করার স্বপ্নভঙ্গ হল। পঞ্চম তথা শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট, কিন্তু বৃষ্টি সব আশা ধুইয়ে দিল। প্রথম কয়েক ঘণ্টা বৃষ্টি এবং রোদের লুকোচুরি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত শেষ দিনের খেলা বাতিলের সিদ্ধান্ত নিতে হয় এবং ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
আমরা জেতার উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম: রোহিত
ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করতে না পারলেও এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বোলিং, ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়েও ভালো করেছে ভারত। ম্যাচের পর সিরিজ জয় নিয়েভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রতিটি জয়ই আলাদা। ওয়েস্ট ইন্ডিজ বা ভারতে খেলার নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে। আমি খুব খুশি যে, যে ভাবে চেয়েছি, জিনিসগুলি সে ভাবেই ঘটেছে। দুর্ভাগ্যবশত শেষ দিনের খেলা ভেস্তে গিয়েছে। রবিবারের খেলা শেষ হওয়ার পরে আমাদের সত্যিই একটি ইতিবাচক মানসিকতা ছিল। এবং আমরা ফলাফল চেয়েছিলাম। আমরা বেশ নিশ্চিত ছিলাম। এই উইকেটে শেষ পর্যন্ত ব্যাট করা কতটা কঠিন, সেটা জানতাম। আমরা সব সময়ে এমন স্কোর চেয়েছিলাম, যাতে জেতার জায়গায় থাকতে পারি।’
আরও পড়ুন: শুধু এবার নয়, শেষ ৯টি টেস্ট সিরিজেই উইন্ডিজকে কাঁদিয়ে ছেড়েছে ভারত
‘সিরাজ দুর্দান্ত বোলিং করেছেন’
রোহিত আরও বলেছেন, ‘পিচে খুব বেশি কিছু ছিল না। রুক্ষ প্যাচে পড়ার পর কিছু বল টার্ন করছিল, উইকেটে আর কিছুই ছিল না। তবে গত কয়েক বছর ধরে সিরাজ ওর ক্যারিয়ারে একটি বড় ভূমিকা পেয়েছে। এবং বুমরাহ-শামির অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আপনি এক বা দুই ব্যক্তির উপর নির্ভর করতে পারেন না। আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলেছি এবং আমি আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’
আরও পড়ুন: শুধু রোহিত নয়, বিরাটেরও স্নেহের পাত্র ইশান! তরুণ ব্যাটারের কথায় জানা গেল পুরো কাহিনি
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যোগ করেছেন, ‘এই টেস্ট সিরিজে প্রত্যেক খেলোয়াড়ের পারফরম্যান্স ভালো ছিল। দ্বিতীয় টেস্টে, যখন আমাদের দ্রুত রান করার দরকার ছিল, ইশানকে আগে নামাই এবং ও দ্রুত রান করে। বিরাট কোহলিও দুর্দান্ত ব্যাটিং করেছে। অর্থাৎ তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় উভয়েই তাদের ভূমিকা খুব ভালো ভাবে বুঝেছে এবং সেই অনুযায়ী ব্যাটিং করেছে। আমরা খেলার তিনটি বিভাগেই ভালো হতে চাই।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের আক্ষেপ
টেস্ট সিরিজে ভালো করলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও, সেখানে বারবার হেরে বসে থাকছে ভারত। সেই আক্ষেপটা রয়ে গিয়েছে রোহিতেরও। তবে তিনি বলছিলেন, ‘ডব্লিউটিসি ফাইনাল বাদে আমরা সেই পর্বেও (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের চক্রে) ভালো ক্রিকেট খেলেছি। তিনটি বিভাগেই উন্নতি করার জন্য আমরা ফোকাস করতে চাই। আমরা সব ক্যাচ নিতে চাই, সব পরিস্থিতিতে ভালো খেলতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।