পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতের নয় উইকেটের পরাজয়ের পরে, তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা বলেছিলেন যে তাদের দল মূর্খের মতো ভুল করেছে সেই কারণেই তারা ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছিল ভারত, কিন্তু তাদের ফিল্ডিং খুবই খারাপ ছিল। রাধা যাদব বেথ মুনিকে একটি লাইফলাইন দিয়েছিলেন, যেটি অস্ট্রেলিয়ান ওপেনার ৫৭ বলে ম্যাচজয়ী ৮৯ রান করার সুযোগ পেয়ে যান।
আরও পড়ুন… INDW vs AUSW: ১৭২ ভালো স্কোর, ১৩ ওভার পর্যন্ত ম্যাচে টিকেও ছিলাম, ফিল্ডিং ভালো হয়নি- দাবি হরমনের
প্রথমে ব্যাট করে ভারত পাঁচ উইকেটে ১৭২ রান করেছিল। এই রানের পিছনে দীপ্তি শর্মার ১৫ বলে অপরাজিত ৩৬ রানের অবদান ছিল। ম্যাচের পরে দীপ্তি শর্মা সাংবাদিকদের বলেন, ‘আমরা ভালো স্কোর করেছি কিন্তু আমার মনে হয় আমরা ফিল্ডিংয়ে আরও ভালো করতে পারতাম। আমরা কিছু আলগা বোলিংও করেছি। সিরিজে ফিরে আসার জন্য আমাদের মূর্খের মতো ভুল গুলোকে এড়াতে হবে। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: ইশান কিষাণের ডাবল সেঞ্চুরি সেলিব্রেশন করতে মাঠেই ভাঙড়া করলেন কোহলি
দীপ্তি শর্মা আরও বলেন, ‘তবে জয়-পরাজয় খেলার একটি অংশ। আমরা ব্যাটিং এবং বোলিংয়ে একটি সহজ পদ্ধতি নিয়েছিলাম এবং আমরা অনুকূল ফলাফল পেতে চেয়েছিলাম। আমাদের কৌশল ভালোভাবে বাস্তবায়ন করতে হবে।’ ভারতীয় অলরাউন্ডার অবশ্য এই হারের জন্য শিশিরকে দায়ী করেননি। দীপ্তি শর্মা বলেন, ‘এটি শিশির ছিল এবং সাত-আট ওভারের পরে এর প্রভাব দৃশ্যমান ছিল তবে এটি একটি অজুহাত হতে পারে না।’
ম্যাচের কথা বললে, এ দিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা। রিচা আউট হলেও, দীপ্তি অপরাজিত ছিলেন। অজিদের হয়ে এলিস পেরি ম্যাচে দু'টি উইকেট নেন। এ দিকে রান তাড়া করতে নেমে, দারুণ ব্যাটিং উপহার দেয় অস্ট্রেলিয়া দল। মাত্র ১ উইকেট হারিয়ে ১১ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৭ বলে ৮৯ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন বেথ মুনি। তাঁকে যোগ্য সঙ্গত কেন অ্যালিসা হিলি। তাঁর সংগ্রহ ৩৭ রান। এবং তাহিলা ম্যাকগ্রাথ ৪০ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।