পাকিস্তানকে হারিয়ে হকিতে চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার পাঁচজনের হকি বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ারের ফাইনালে পাকিস্তানকে ৬-৪ গোলে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। আর সেই হারের মধ্যেই জয় খুঁজতে বসেছিলেন পাকিস্তানের সমর্থকরা। তাঁরা বলতে থাকেন যে, আজকের আগে যখন একইদিনে ক্রিকেট এবং হকিতে ভারত-পাকিস্তান মহারণ হয়েছিল, সেইবার হকিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ক্রিকেটে জিতেছিল পাকিস্তান। হেরে গিয়েছিল ভারত। আজও সেরকমই ফলাফল হবে বলে আশাপ্রকাশ করছিলেন পাকিস্তানের সমর্থকরা। তাঁরা আশা করেছিলেন, হকিতে ভারত জিতেছে। কিন্তু এশিয়া কাপে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মাত দেবেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। যদিও শেষপর্যন্ত সেটা হয়নি। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে এশিয়া কাপের ভারত-পাকিস্তানের মহারণ।
শনিবার ওমানে পাঁচজনের হকি বিশ্বকাপের এশিয়ান কোয়ালিফায়ারের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নির্ধারিত সময় খেলার ফল ৪-৪ ছিল। পেনাল্টি শ্যুট-আউটে জিতে এশিয়ার সেরা হয়েছে টিম ইন্ডিয়া। আর ভারতের কাছে হারের ‘যন্ত্রণা’ ভোলাতে উদ্ভট যুক্তি পেশ করতে থাকেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিয়ো নিউজের এক সাংবাদিক বলেন, ‘(পেনাল্টি) শ্যুট-আউটে পাকিস্তানকে হারিয়ে পাঁচজনের হকি বিশ্বকাপের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শেষবার যখন একইদিনে হকি এবং ক্রিকেটে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল, সেইসময় হকিতে জিতেছিল ভারত। ক্রিকেটে কী হয়েছিল, সেটা তো আমাদের সকলের মনে আছে।’ যে টুইট দেখে হকিতে হারের মধ্যেও নিজেদের জয় খুঁজে পেয়েছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। এমনকী সেদিন ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়ে সচিন তেন্ডুলকর টুইট করার জন্য তাঁকেও অপমান করতে থাকেন কয়েকজন।
আরও পড়ুন: Asia Cup 2023: দ্রাবিড়-যুবরাজের রেকর্ডকে ভেঙে ইতিহাস গড়ল ইশান-হার্দিকের জুটি
কিন্তু আগেরবার এমন কী হয়েছিল যে পাকিস্তানের সমর্থকরা কার্যত উড়ছেন? আসলে পাকিস্তানের সমর্থকরা যে দিনটার কথা বলছেন, সেটা হল ২০১৭ সালের ১৮ জুন। সেদিন লন্ডনে পাকিস্তানকে ৭-১ গোলে ধ্বংস করে হকি ওয়ার্ল্ড লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছিল ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতেই দেননি হরমনপ্রীত সিং, আকাশদীপ সিংরা।
কিন্তু ক্রিকেট মাঠে সেদিন (২০১৭ সালের ১৮ জুন) পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের ১৮০ রানে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩৩৮ রান তুলেছিলেন বারর, ফখর জামানরা। জবাবে মাত্র ১৫৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। তাও হার্দিক পান্ডিয়ার ৪৩ বলে ৭৬ রানের সুবাদে লজ্জা থেকে কিছুটা মুক্ত হয়েছিল টিম ইন্ডিয়া।
আর সেদিন যে হার্দিক ভারতের মুখ কিছুটা রক্ষা করেছিলেন হার্দিক, আজও তিনি টিম ইন্ডিয়াকে বিপদ থেকে রক্ষা করেছেন। ৬৬ রানে ভারতের চার উইকেট পড়ে যাওয়ার পর ইশান কিষানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৩৮ রান যোগ করেন। ৯০ বলে ৮৭ রান করেন হার্দিক। ৮১ বলে ৮২ রান করেন ইশান। তবে শেষের দিকে ধস নামায় ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল-আউট হয়ে যায় ভারত। তারপর বৃষ্টির জন্য আর মাঠে নামতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।