আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয়েছে সদ্য। দেশের জার্সিতে মোটে ১টি টেস্ট ও ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুকেশ কুমার। সীমিত সুযোগেই টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেন বাংলার তারকা পেসার। বিশেষ করে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্য়াচে মুকেশ যেভাবে শুরুতেই ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথম স্পেলে বল করতে এসেই ৩টি উইকেট তুলে নেন মুকেশ। এমনিতেই ঘাড়ের উপর বিশাল রানের বোঝা চাপিয়ে দেয় টিম ইন্ডিয়া। তার উপর শুরুতেই পরপর উইকেট হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি ক্যারিবিয়ান দল। সুতরাং, মুকেশের প্রথম স্পেলই তৃতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আত্মসমর্পণ করতে বাধ্য করে।
ত্রিনিদাদে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ইশান কিষান, শুভমন গিল, সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার হাফ-সেঞ্চুরিতে ভর করে টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৫১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ইশান ৭৭, গিল ৮৫, স্যামসন ৫১ ও হার্দিক অপরাজিত ৭০ রান করেন। ৩৫ রান করেন সূর্যকুমার।
ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে ভারত শুরুতেই বোলিং আক্রমণে নিয়ে আসে মুকেশ কুমারকে। প্রথম ওভারের পঞ্চম বলে মুকেশ সাজঘরে ফেরান ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিংকে। ইশানের দস্তানায় ধরা দিয়ে সাজঘরে ফেরেন কিং। ওয়েস্ট ইন্ডিজ ১ রানে ১ উইকেট হারায়।
নিজের দ্বিতীয় তথা দলের তৃতীয় ওভারে বল করতে এসে মুকেশ ফের ধাক্কা দেন ক্যারিবিয়ান শিবিরে। ২.৬ ওভারে মুকেশের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাইল মায়ের্স। মাত্র ৭ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ।
নিজের তৃতীয় তথা দলের পঞ্চম ওভারে বল করতে এসে মুকেশ কোনও উইকেট নিতে পারেননি। তবে নিজের চতুর্থ তথা দলের সপ্তম ওভারে বাংলার পেসার তৃতীয়বার সাফল্যের মুখ দেখেন। ৬.৩ ওভারে মুকেশের বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন ক্যারিবিয়ান দলনায়ক শাই হোপ। ক্যাপ্টেন ফিরতেই হোপলেস হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তারা দলগত ১৭ রানে ৩ উইকেট হারায়। শেষমেশ ওয়েস্ট ইন্ডিজ অল-আউট হয় ১৫১ রানে।
মুকেশ ৩.৩ ওভার, অর্থাৎ প্রথম ২১টি বলেই তুলে নেন ৩টি উইকেট। নিজের প্রথম ৪ ওভারে মুকেশ ১টি মেডেন-সহ মাত্র ১২ রান খরচ করে ওয়েস্ট ইন্ডিজের তিনজন ব্যাটারকে সাজঘরে ফেরান। শেষমেশ ম্যাচে মুকেশ ৭ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকেন। পরে শার্দুল ঠাকুর ৪টি উইকেট নিলেও এটা অস্বীকার করার উপায় নেই যে মুকেশ কুমারই ওয়েস্ট ইন্ডিজকে মাথা নোয়াতে বাধ্য করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।