বাংলা নিউজ > ময়দান > India vs England: রুটের সেঞ্চুরি, শতরান হাতছাড়া সিবলির, বড় রানের পথে ইংল্যান্ড
আগ্রাসী মেজাজে ইংল্যান্ড অধিনায়ক। ছবি- টুইটার। 

India vs England: রুটের সেঞ্চুরি, শতরান হাতছাড়া সিবলির, বড় রানের পথে ইংল্যান্ড

জোড়া উইকেট বুমরাহর, একটি উইকেট নেন অশ্বিন।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু টিম ইন্ডিয়ার। জো রুটদের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু চেন্নাইয়ে।

05 Feb 2021, 05:07:42 PM IST

ভারতের বোলিং

জসপ্রীত বুমরাহ ১৮.৩ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ২৪ ওভারে ৬৮ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন অশ্বিন। ইশান্ত ১৫ ওভারে ২৭, নদিম ২০ ওভারে ৬৯ ও ওয়াশিংটন ১২ ওভারে ৫৫ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

05 Feb 2021, 05:05:34 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং

ইংল্যান্ডের হয়ে ররি বার্নস ৩৩, ড্যান লরেন্স ০ ও সিবলি ৮৭ রান করে সাজঘরে ফেরেন। জো রুট ব্যাট করছেন ১২৮ রান করে।

05 Feb 2021, 05:04:10 PM IST

প্রথম দিনের খেলা শেষ

৮৯.৩ ওভারে সিবলি আউট হওয়া মাত্রই প্রথম দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ড প্রথম দিনের শেষে আপাতত ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রান তুলেছে। কেরিয়ারের শততম টেস্টে মাঠে নেমে দুরন্ত সেঞ্চুরি করেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯৭ বলে ১২৮ রান করে অপরাজিত রয়েছেন।

05 Feb 2021, 05:02:01 PM IST

সিবলি আউট

দিনের শেষ ওভারে ডমিনিক সিবলিকে এলবিডব্লিউর ফাঁদে জড়ালেন জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফিরলেন ইংল্যান্ড ওপেনার। ১২টি বাউন্ডারির সাহায্যে ২৮৬ বলে ৮৭ রান করে ক্রিজ ছাড়েন সিবলি।

05 Feb 2021, 04:40:42 PM IST

২৫০ পার করল ইংল্যান্ড

ইনিংসের ৮৫তম ওভারে দলগত ২৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৮৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ২৫০ রান তুলেছে। জো রুট ১১৭ ও সিবলি ৮৫ রান করে অপরাজিত রয়েছেন।

05 Feb 2021, 04:03:56 PM IST

রুটের সেঞ্চুরি

সেঞ্চুরি দিয়েই কেরিয়ারের শততম টেস্ট স্মরণীয় করে রাখলেন জো রুট। ইনিংসের ৭৮তম ওভারে তিন অঙ্কের রানে পৌঁছে যান ইংল্যান্ড অধিনায়ক। ১২টি বাউন্ডারির সাহায্যে ১৬৪ বলে সেঞ্চুরি করেন রুট।

05 Feb 2021, 03:47:02 PM IST

২০০ রান পূর্ণ করল ইংল্যান্ড

ইনিংসের ৭৪তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। ৭৪ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২০৫ রান। রুট ৯৪ ও সিবলি ৬৭ রানে ব্যাট করছেন।

05 Feb 2021, 03:05:23 PM IST

১০০ রানের পার্টনারশিপ রুট-সিবলির

তৃতীয় উইকেটের জুটিতে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন জো রুট ও ডমিনি সিবলি। ৬৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে।

05 Feb 2021, 02:43:42 PM IST

রুটের হাফ-সেঞ্চুরি

কেরিয়ারের ১০০তম টেস্টে মাঠে নেমে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন জো রুট। ইনিংসের ৫৭তম ওভারে শাহবাজ নদিমকে বাউন্ডারি মেরে অর্ধশতরানের গণ্ডি টপকে যান ব্রিটিশ অধিনায়ক। ৬টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি।

05 Feb 2021, 02:18:15 PM IST

চায়ের বিরতি

চেন্নাই টেস্টে প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড ৫৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। জো রুট ৪৫ ও ডমিনিক সিবলি ৫৩ রানে ব্যাট করছেন।

05 Feb 2021, 01:51:02 PM IST

সিবলির হাফ-সেঞ্চুরি

ইনিংসের ৫১তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডমিনিক সিডলি। ১৫৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে অর্ধশতরান করেন ইংল্যান্ড ওপেনার। ইংল্যান্ড ৫১ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলেছে। সিবলি ৫১ ও রুট ৩৩ রান করেছেন।

05 Feb 2021, 01:27:37 PM IST

১০০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড

৪৪তম ওভারে প্রথম ইনিংসে ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড। ৪৪ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটে ১০০ রান তুলেছে। রুট ২২ ও সিবলি ৩৯ রানে ব্যাট করছেন।

05 Feb 2021, 01:15:26 PM IST

ইংল্যান্ড ৪০ ওভারে ৮৬/২

৪০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। রুট ১২ ও সিবলি ৩৫ রান করে ব্যাট করছেন।

05 Feb 2021, 12:55:12 PM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ৭৯/২

চিপকে ৩৫ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে। রুট ১১ ও সিবলি ৩০ রান করে ব্যাট করছেন।

05 Feb 2021, 12:39:12 PM IST

ইংল্যান্ড ৩০ ওভারে ৭০/২

৩০ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। রুট ৬ ও সিবলি ২৬ রানে ব্যাট করছেন।

05 Feb 2021, 11:41:31 AM IST

লাঞ্চের বিরতি

প্রথম দিনের লাঞ্চে ইংল্যান্ড ২৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। জো রুট ৪ ও সিবলি ২৬ রানে ব্যাট করছেন।

05 Feb 2021, 11:29:33 AM IST

লরেন্স আউট

কোহলির মাস্টারস্ট্রোক। অশ্বিন ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙার পরেই বিরাট আক্রমণে আনেন জসপ্রীত বুমরাহকে। সদ্য ক্রিজে আসা লরেন্সকে আউট করে বুমরাহ ক্যাপ্টেনের আস্থার মর্যাদা দেন। ২৬তম ওভারে বুমরাহর চতুর্থ বলে এলবিডব্লিউ হন লরেন্স। ৫ বলে খেলে খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ৬৩ রানের মাথাতেই ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জো রুট।

05 Feb 2021, 11:23:52 AM IST

বার্নস আউট

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের ২৪তম ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন ররি বার্নসকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৩৩ রান করে ঋষভ পন্তের দস্তানায় ধরা দেন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড দলগত ৬৩ রানে প্রথম উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান লরেন্স।

05 Feb 2021, 11:14:58 AM IST

দু'প্রান্ত দিয়েই স্পিন আক্রমণ

ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে মরিয়া ভারত। উভয় প্রান্ত দিয়েই স্পিন আক্রমণের সিদ্ধান্ত কোহলিদের। একপ্রান্ত দিয়ে বল করছেন নদিম। অপর প্রান্তের দায়িত্ব সামলাচ্ছেন অশ্বিন।

05 Feb 2021, 11:06:09 AM IST

৫০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড

ইনিংসের ২০তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। ২০ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৫১ রান তুলেছে। বার্নস ২৫ ও সিবলি ২৪ রান করেছেন।

05 Feb 2021, 10:51:26 AM IST

১৫ ওভারে ইংল্যান্ড ৩৭/০

১৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৩৭ রান তুলেছে। বার্নস ১৫ ও সিবলি ২০ রান করে অপরাজিত রয়েছেন।

05 Feb 2021, 10:26:29 AM IST

১০ ওভারে ইংল্যান্ড ২০/০

১০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ২০ রান তুলেছে। বার্নস ১১ ও সিবলি ৮ রান করে অপরাজিত রয়েছেন।

05 Feb 2021, 10:11:38 AM IST

ভারতের স্পিন আক্রমণ শুরু

ইনিংসের অষ্টম ওভারেই কোহলি বল হাতে তুলে দেন রবিচন্দ্রন অশ্বিনের। স্পিন আক্রমণ শুরু ভারতের। দ্বিতীয় বলেই চার মারেন সিবলি। ইংল্যান্ড ইনিংসের এটিই প্রথম বাউন্ডারি।

05 Feb 2021, 09:58:38 AM IST

সতর্ক শুরু ইংল্যান্ডের

ইংল্যান্ড ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০ রান তুলেছে। সিবলি ২ ও বার্নস ৭ রান করে ব্যাট করছেন।

05 Feb 2021, 09:56:29 AM IST

ক্যাচ ছাড়লেন পন্ত

ইনিংসের দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহর প্রথম বলেই ররি বার্নসের ক্যাচ মিস করেন ঋষভ পন্ত।

05 Feb 2021, 09:39:44 AM IST

ম্যাচ শুরু

ইংল্যান্ডের হয়ে ইনিংসের ওপেন করতে নামেন সিবলি ও বার্নস। নতুন বলে দৌড় শুরু করেন ইশান্ত।

05 Feb 2021, 09:13:37 AM IST

ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন

ডমিনিক সিবলি, ররি বার্নস, ড্যান লরেন্স, জো রুট, বেন স্টোকস, ওলি পোপ, জোস বাটলার, ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

05 Feb 2021, 09:12:10 AM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নদিম, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ।

05 Feb 2021, 09:08:15 AM IST

মাঠে নামছেন নদিম ও ওয়াশিংটন

ভারত চেন্নাই টেস্টের প্রথম একাদশে জায়গা করে দেয় শাহবাজ নদিম ও ওয়াশিংটন সুন্দরকে।

05 Feb 2021, 09:03:13 AM IST

টস জিতলেন রুট

চিপকের প্রথম টেস্টে টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। টস জিতে তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

05 Feb 2021, 09:03:13 AM IST

ছিটকে গেলেন অক্ষর প্যাটেল

টেস্ট শুরুর ঠিক আগে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, হাঁটুতে ব্যথা অনুভব করায় প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। ভারতীয় নির্বাচকরা টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছেন শাহবাজ নদিন ও রাহুল চাহারকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.