বাংলা নিউজ > ময়দান > India vs England: দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ২৪৯, হাতে রয়েছে ৯ উইকেট
বল হাতে ভারতের নায়ক অশ্বিন। ছবি- বিসিসিআই।

India vs England: দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ২৪৯, হাতে রয়েছে ৯ উইকেট

ভারতের ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৩৪ রানে।

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। এবার চিপকেই টিম ইন্ডিয়ার ঘুরে দাঁড়ানোর লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ভারত প্রথম ইনিংসে ৩২৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৩৪ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে।

14 Feb 2021, 04:36:15 PM IST

দ্বিতীয় দিনের খেলা শেষ

প্রথম ইনিংসের নিরিখে ১৯৫ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। রোহিত শর্মা ২৫ ও চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত রয়েছেন। ভারত আপাতত ইংল্যান্ডের থেকে ২৪৯ রানে এগিয়ে রয়েছে।

14 Feb 2021, 04:19:31 PM IST

ভারত ৫০

দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করে।

14 Feb 2021, 04:03:01 PM IST

গিল আউট

ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে গিলকে ফেরালেন লিচ। ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ১৪ রান করে এলবিডব্লিউ হন শুভমন। ভারত ৪২ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান পূজারা।

14 Feb 2021, 04:01:28 PM IST

১০ ওভারে ভারত ৩৭/০

১০ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩৭ রান তুলেছে।

14 Feb 2021, 03:23:29 PM IST

ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

ভারতের হয়ে যথারীতি দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। বোলিং শুরু করেন স্টোন।

14 Feb 2021, 03:22:13 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

প্রথম ইনিংসে ভারতের হয়ে ৪৩ রানে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট নেন ইশান্ত ও অক্ষর। ১টি উইকেট সিরাজের।

14 Feb 2021, 03:21:17 PM IST

ইংল্যান্ডের ব্যাটিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করে ্পরাজিত থাকেন ফোকস। এছাড়া ওলি পোপ ২২, বেন স্টোকস ১৮, ডমিনিক সিবলি ১৬, ড্যান লরেন্স ৯, রুট ৬, মঈন আলি ৬, জ্যাক লিচ ৫, ও ওলি স্টোন ১ রান করেন। খাতা খুলতে পারেননি বার্নস ও ব্রড।

14 Feb 2021, 03:11:50 PM IST

অল-আউট ইংল্যান্ড

ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৩৪ রানে। ১৯৫ রানের বড়সড় লিড পেয়ে যায় ভারত।

14 Feb 2021, 03:08:58 PM IST

ব্রড আউট

৬০তম ওভারের পঞ্চম বলে স্টুয়ার্ট ব্রডকে আউট করলেন অশ্বিন। খাতা খোলার আগেই বোল্ড হন ব্রড। ইনিংসে ৫ উইকেট অশ্বিনের।

14 Feb 2021, 03:00:43 PM IST

লিচ আউট

৫৯তম ওভারের পঞ্চম বলে ইশান্ত শর্মা আউট করেন জ্যাক লিচকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৫ রান করে পন্তের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৩১ রানে ৯ উইকেট হারায়। শেষ ব্যাটসম্যান ব্রড।

14 Feb 2021, 02:58:51 PM IST

ফলো-অন এড়িয়ে যায় ইংল্যান্ড

৫৯ ওভারে ফলো-অন এড়ানোর জন্য প্রয়োজনের ১৩০ রান টপকে যায় ইংল্যান্ড।

14 Feb 2021, 02:12:23 PM IST

চায়ের বিরতি

ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডে দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১০৬ রান তুলেছে। ফলো অন এড়াতে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৩০ রান তুলতে হবে। সুতরাং বাকি ২৪ রানের মধ্যে ২ উইকেট হারালে ভারত বাধ্য করতে পারে ইংল্যান্ডকে দ্বিতীয়বার ব্যাট করার জন্য।

14 Feb 2021, 02:10:13 PM IST

স্টোন আউট

অক্ষর প্যাটেল মঈনকে ফেরানোর পরের ওভারেই রবিচন্দ্রন অশ্বিন আউট করেন ওলি স্টোনকে। ৫০তম ওভারের দ্বিতীয় বলে রোহিতের হাতে ধরা পড়েন স্টোন। ৪ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ১০৬ রানে ৮ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসে চতুর্থ শিকার।

14 Feb 2021, 02:06:52 PM IST

মঈন আলি আউট

৪৯তম ওভারের প্রথম বলেই মঈন আলিকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। বল মঈনের ব্যাটের কানা নিয়ে উইকেটকিপার ঋষভ পন্তের প্যাডে লেগে স্লিপে দাঁড়ানো রাহানের হাতে চলে যায়। ১টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৬ রান করে আউট হন মঈন। ইংল্যান্ড ১০৫ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোন।

14 Feb 2021, 01:56:25 PM IST

ইংল্যান্ড ১০০

ইনিংসের ৪৭তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

14 Feb 2021, 01:22:59 PM IST

পোপ আউট

৩৯তম ওভারের প্রথম বলে পোপকে ফেরত পাঠালেন মহম্মদ সিরাজ। ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম বলেই উইকেট তুলে নিলেন তিনি। পোপ ১টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ২২ রান করে পন্তের হাতে ধরা পড়েন। দুরন্ত ক্যাচ ধরেন ঋষভ। ইংল্যান্ড ৮৭ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান মঈন আলি।

14 Feb 2021, 01:11:24 PM IST

৩৫ ওভারে ইংল্যান্ড ৭৭/৫

৩৫ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলেছে।

14 Feb 2021, 12:33:17 PM IST

স্টোকস আউট

২৪তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিন বোল্ড করেন বেন স্টোকসকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন স্টোকস। ইংল্যান্ড ৫২ রানে ৫ উইকেট হারায়। অশ্বিনের এটি ইনিংসে তৃতীয় উইকেট। নতুন ব্যাটসম্যান ফোসক।

14 Feb 2021, 12:24:00 PM IST

ইংল্যান্ড ৫০

ইনিংসের ২২তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড।

14 Feb 2021, 11:39:51 AM IST

লাঞ্চের বিরতি

ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছে। স্টোকস ব্যাট করছেন ৮ রানে।

14 Feb 2021, 11:34:14 AM IST

লরেন্স আউট

ইনিংসের ১৮তম ওভারের শেষ বলে অশ্বিন ফেরালেন লরেন্সকে। ৫২ বলে ৯ রান করে গিলের হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড৩৯ রানে ৪ উইকেট হারায়।

14 Feb 2021, 11:08:58 AM IST

রুট আউট

টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট অক্ষর প্যাটেলের। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে জো রুটকে অশ্বিনের হাতে ধরা দিতে বাধ্য করেন অক্ষর। নিজের দ্বিতীয় ওভারেই রুটের মতো মহাতারকাকে ছেঁটে ফেলেন প্যাটেল। ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রুট। ইংল্যান্ড ২৩ রানে ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টোকস।

14 Feb 2021, 11:05:06 AM IST

সিবলি আউট

ইনিংসের অষ্টম ওভারের দ্বিতীয় বলে সিবলিকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৬ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। ইংল্যান্ড ১৬ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রুট।

14 Feb 2021, 10:28:02 AM IST

বার্নস আউট

প্রথম ওভারের তৃতীয় বলেই ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হন ররি বার্নস। খাতা খোলার আগেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। নতুন ব্যাটসম্যান লরেন্স।

14 Feb 2021, 10:26:48 AM IST

ইংল্যান্ডের ব্যাটিং শুরু

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন ররি বার্নস ও ডমিনিক সিবলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন ইশান্ত শর্মা।

14 Feb 2021, 10:26:08 AM IST

ইংল্যান্ডের বোলিং পারফর্ম্যান্স

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সবথেকে বেশি ৪টি উইকেট নেন মঈন আলি। এছাড়া ওলি স্টোন ৩টি, জ্যাক লিচ ২টি ও জো রুট ১টি উইকেট নেন। উইকেট পাননি স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস।

14 Feb 2021, 10:25:27 AM IST

ভারতের ব্যাটিং পারর্ম্যান্স

ভারতের হয়ে প্রথম ইনিংসে সবথেকে বেশি ১৬১ রান করেন রোহিত শর্মা। অজিঙ্কা রাহানে করেন ৬৭ রান। ৫৮ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্ত। এছাড়া চেতেশ্বর পূজারা ২১, রবিচন্দ্রন অশ্বিন ১৩, অক্ষর প্যাটেল ৫ ও মহম্মদ সিরাজ ৪ রান করেন। খাতা খুলতে পারেননি শুভমন গিল, বিরাট কোহলি, ইশান্ত শর্মা ও কুলদীপ যাদব। 

14 Feb 2021, 10:09:56 AM IST

ভারত অল-আউট

চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত অল-আউট হয়ে যায় ৩২৯ রানে। ঋষভ পন্ত অপরাজিত থাকেন ৫৮ রানে। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন।

14 Feb 2021, 10:08:56 AM IST

সিরাজ আউট

৯৬তম ওভারের পঞ্চম বলেই মহম্মদ সিরাজকে সাজঘরে ফেরান স্টোন। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে ফোকসের দস্তানায় ধরা পড়েন সিরাজ।

14 Feb 2021, 10:08:20 AM IST

কুলদীপ আউট

ইনিংসের ৯৬তম ওভারের তৃতীয় বলে ওলি স্টোন আউট করেন কুলদীপ যাদবকে। ১৫টি বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। উইকেটকিপার ফোকসের হাতে ধরা পড়েন কুলদীপ। ভারত ৩২৫ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।

14 Feb 2021, 09:50:27 AM IST

পন্তের হাফ-সেঞ্চুরি

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ঋষভ পন্ত।

14 Feb 2021, 09:45:40 AM IST

ইশান্ত আউট

অক্ষরকে ফেরানোর পর একই ওভারে ইশান্ত শর্মাকেও আউট করেন মঈন আলি। ৯০তম ওভারের চতুর্থ বলে খাতা খোলার আগেই ররি বার্নসের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৩০১ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান কুলদীপ।

14 Feb 2021, 09:43:53 AM IST

অক্ষর আউট

দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই আউট হলেন অক্ষর প্যাটেল। ৯০তম ওভারে মঈন আলির বলে স্টাম্প হন প্যাটেল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন তিনি। ভারত ৩০১ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ইশান্ত শর্মা।

14 Feb 2021, 09:36:08 AM IST

দ্বিতীয় দিনের খেলা শুরু

দ্বিতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করেন পন্ত ও অক্ষর। ইংল্যান্ডের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন  জ্যাক লিচ।

14 Feb 2021, 09:36:09 AM IST

প্রথম দিনের স্কোর

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারত তাদের প্রথম ইনিংসে ৮৮ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৩০০ রান তোলে। ঋষভ পন্ত ৩৫ ও অক্ষর প্যাটেল ব্যক্তিগত ৫ রানে ব্যাট করছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.