বাংলা নিউজ > ময়দান > IND vs WI 1st T20I: তীরে এসে তরী ডুবল ভারতের, সহজ লক্ষ্য তাড়া করে জিততে পারলেন না হার্দিকরা
হার্দিক পান্ডিয়া বোল্ড। ছবি- এপি।

IND vs WI 1st T20I: তীরে এসে তরী ডুবল ভারতের, সহজ লক্ষ্য তাড়া করে জিততে পারলেন না হার্দিকরা

India vs West Indies 1st T20I Live Score: ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানের কমেই বেঁধে রাখে টিম ইন্ডিয়া। তবে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হোঁচট খান হার্দিকরা। ব্যাট হাতে কিছুটা লড়াই চালান অভিষেককারী তিলক বর্মা। তবে দলকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাঁর প্রয়াস।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ভারত। পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও আধিপত্য বজায় রাখে টিম ইন্ডিয়া। তারা ওয়ান ডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের লড়াইয়ে নামে ভারতীয় দল। টি-২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বরাবর ভয়ঙ্কর দল। তাই তারা ২০ ওভারের সিরিজ জিতে হৃত সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করবে জানাই ছিল। সেই মতোই প্রথম টি-২০ ম্যাচ জিতে অভিযান শুরু করে ক্যারিবিয়ান দল। হার দিয়ে টি-২০ সিরিজ শুরু করতে হয় হার্দিক পান্ডিয়াদের।

04 Aug 2023, 12:22:39 AM IST

ম্যাচের সেরা জেসন হোল্ডার

৪ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেওয়া জেসন হোল্ডার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।

03 Aug 2023, 11:52:33 PM IST

চার রানে হার ভারতের

ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৫ রানে আটকে যায়। ৪ রানে ম্য়াচ জিতে ৫ ম্যাচের সিরিজে ১-০ লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ।

03 Aug 2023, 11:49:16 PM IST

রান-আউট আর্শদীপ

শেষ ওভারের তৃতীয় বলে ২ রান নেন আর্শদীপ। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। সুতরাং, জিততে ২ বলে ৭ রান দরকার ভারতের। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন আর্শদীপ। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন আর্শদীপ। ভারত ১৪৪ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। জিততে শেষ বলে ছয় রান দরকার ভারতের। তবে শেষ বলে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি মুকেশ।

03 Aug 2023, 11:45:38 PM IST

কুলদীপ যাদব আউট

১৯.১ ওভারে রোমারিও শেফার্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কুলদীপ যাদব। ৯ বলে ৩ রান করেন কুলদীপ। ভারত ১৪০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। তিনি ক্রিজে এসে প্রথম বলেই ১ রান নিয়ে আর্শদীপকে ব্যাটিং দেন। জিততে ৪ বলে ৯ রান দরকার ভারতের।

03 Aug 2023, 11:40:28 PM IST

অক্ষর প্যাটেল আউট

১৮.১ ওভারে ওবেদের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৩ রান করেন তিনি। ভারত ১২৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শদীপ সিং। তিনি ওভারের তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৪০ রান। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ১০ রান। আর্শদীপ ৯ রানে ব্যাট করছেন। ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন ওবেদ।

03 Aug 2023, 11:38:06 PM IST

২ ওভারে ২১ রান দরকার ভারতের 

১৮তম ওভারে হোল্ডারের বলে ১টি ছক্কা মারেন অক্ষর প্যাটেল। ওভারে ১১ রান ওঠে। ভারতের স্কোর ৬ উইকেটে ১২৯ রান। জয়ের জন্য ১২ বলে ২১ রান দরকার টিম ইন্ডিয়ার। অক্ষর ১৩ রানে ব্যাট করছেন। হোল্ডার ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 11:35:06 PM IST

৩ ওভারে ৩২ রান দরকার ভারতের

১৭ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৮ রান। সুতরাং, জিততে শেষ ৩ ওভারে ৩২ রান দরকার ভারতের। অক্ষর ৩ ও কুলদীপ ১ রানে ব্যাট করছেন। জোসেফ ৪ ওভারে ৩৯ রান খরচ করেছেন।

03 Aug 2023, 11:23:05 PM IST

রান-আউট স্যামসন

১৫.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১২ রান করেন তিনি। ভারত ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুলদীপ যাদব। ১৬ ওভার শেষে ভারত আটকে ১১৩ রানেই। জয়ের জন্য ৪ ওভারে ৩৭ রান দরকার টিম ইন্ডিয়ার। হোল্ডার ৩ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 11:20:04 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

১৫.১ ওভারে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৯ রান করেন তিনি। ভারত ১১৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

03 Aug 2023, 11:17:49 PM IST

১০০ টপকাল ভারত

১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ওবেদের বলে ১টি ছক্কা মারেন স্যামসন। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৩ রান। হার্দিক ১৯ ও স্যামসন ১২ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 11:15:27 PM IST

শেফার্ডকে বাউন্ডারি হার্দিকের

১৪তম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৮ রান। হার্দিক ১৮ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 11:08:33 PM IST

৭ ওভারে ৬০ রান দরকার ভারতের

১৩তম ওভারে আকিল হোসেনের বলে ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ৭ রান ওঠে। ভারতের স্কোর ৪ উইকেটে ৯০ রান। হার্দিক ১৩ রানে ব্যাট করছেন। জিততে ৭ ওভারে ৬০ রান দরকার টিম ইন্ডিয়ার। আকিল ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 11:04:54 PM IST

জোসেফকে বাউন্ডারি হার্দিকের

১২তম ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া। ওভারে ৬ রান ওঠে। টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৮৩ রান। হার্দিক ৮ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 10:59:17 PM IST

তিলক বর্মা আউট

১০.৬ ওভারে রোমারিও শেফার্ডের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন তিলক বর্মা। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন তিলক। ভারত ৭৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।

03 Aug 2023, 10:48:34 PM IST

সূর্যকুমারকে ফেরালেন হোল্ডার

৯.২ ওভারে জেসন হোল্ডারের বলে সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাচ ধরেন শিমরন হেতমায়ের। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২১ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ৬৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৭০ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৮০ রান দরকার ভারতের। তিলক ৩৩ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 10:46:16 PM IST

কৃপণ ওভার আকিলের

নবম ওভারে মাত্র ৩ রান খরচ করেন আকিল হোসেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৬ রান। আকিল ৩ ওভার বল করে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন

03 Aug 2023, 10:42:18 PM IST

শেফার্ডকে চার-ছক্কা তিলকের

অষ্টম ওভারে রোমারিও শেফার্ডের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন তিলক বর্মা। ওভারে ১৩ রান ওঠে। ভারতের স্কোর ২ উইকেটে ৬৩ রান। তিলক ২৯ ও সূর্যকুমার ২০ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 10:36:35 PM IST

৫০ ছুঁল ভারত

সপ্তম ওভারে ৫ রান খরচ করেন জেসন হোল্ডার। ৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫০ রান। সূর্যকুমার যাদব ১৯ ও তিলক বর্মা ব্যক্তিগত ১৮ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 10:31:14 PM IST

জোড়া ছক্কায় আন্তর্জাতিক কেরিয়ার শুরু তিলকের

ষষ্ঠ ওভারে আলজারি জোসেফকে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রান করা শুরু করেন তিলক বর্মা। ওভারের শেষ বলে ওভার-থ্রো হিসেবে ৪ রান পেয়ে যান তিলক। ওভারে মোট ১৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৫ রান। সূর্য ১৭ ও তিলক ১৬ রানে ব্যাট করছেন। জোসেফ ২ ওভারে ২৯ রান খরচ করেছেন।

03 Aug 2023, 10:24:35 PM IST

ইশান কিষান আউট

৪.৫ ওভারে ওবেদ ম্যাককয়ের বলে পাওয়েলের হাতে ধরা পড়েন ইশান কিষান। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করেন তিনি। ভারত ২৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা।

03 Aug 2023, 10:18:33 PM IST

জোসেফের ওভারে চার-ছক্কা সূর্যকুমারের

চতুর্থ ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে ১২ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২২ রান। সূর্য ১৫ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 10:10:49 PM IST

শুভমন গিল আউট

২.২ ওভারে আকিল হোসেনের বলে শুভমন গিলকে স্টাম্প আউট করেন চার্লস। ৯ বলে ৩ রান করেন গিল। ভারত ৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান।

03 Aug 2023, 10:08:39 PM IST

সতর্ক শুরু ভারতের

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ওবেদ ম্য়াককয়। তিনি মাত্র ২ রান খরচ করেন। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫ রান। গিল ৩ ও ইশান ২ রান করেছেন।

03 Aug 2023, 10:04:13 PM IST

রান তাড়া শুরু ভারতের

গিলকে নিয়ে ওপেন করতে নামেন ইশান কিষান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন আকিল হোসেন। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। পঞ্চন বলে ২ রান নেন গিল। প্রথম ওভারে ৩ রান সংগ্রহ করে ভারত।

03 Aug 2023, 09:49:22 PM IST

ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ টপকাতে দিল না ভারত

শেষ ওভারে ৯ রান খরচ করেন মুকেশ কুমার। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ১৫০ রান। শেফার্ড ৪ ও হোল্ডার ৬ রানে অপরাজিত থাকেন। মুকেশ ৩ ওভারে ২৪ রান খরচ করেন।

03 Aug 2023, 09:40:32 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া পাওয়েলের

১৮.৫ ওভারে আর্শদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন রোভম্যান পাওয়েল। ৩২ বলে ৪৮ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজ ১৩৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ১৪০ রান। আর্শদীপ ৪ ওভারে ৩১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। 

03 Aug 2023, 09:35:47 PM IST

হেতমায়েরকে ফেরালেন আর্শদীপ

১৮.১ ওভারে আর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন শিমরন হেতমায়ের। ১২ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৩৪ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নামেন রোমারিও শেফর্ড।

03 Aug 2023, 09:33:30 PM IST

মুকেশের ওভারে ৬ রান

১৮তম ওভারে মাত্র ৬ রান খরচ করেন মুকেশ কুমার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৩৪ রান। পাওয়েল ৪৮ রানে ব্যাট করছেন। মুকেশ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।

03 Aug 2023, 09:30:06 PM IST

আর্শদীপের ওভারে চার-ছক্কা পাওয়েলের

১৭তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ১৩ রান ওঠে। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১২৮ রান। পাওয়েল ৪৫ রানে ব্যাট করছেন। আর্শদীপ ৩ ওভারে ২৫ রান খরচ করেছেন।

03 Aug 2023, 09:22:59 PM IST

চাহালকে ছক্কা হাঁকালেন পাওয়েল

১৬তম ওভারে চাহালের বলে ১টি ছক্কা মারেন পাওয়েল। ওভারে ৮ রান ওঠে। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১১৫ রান। পাওয়েল ৩৩ রানে ব্যাট করছেন। হেতমায়ের করেছেন ৬ রান। চাহাল ৩ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 09:19:53 PM IST

হার্দিকের বলে পাওয়েলের ক্যাচ ছাড়েন চাহাল

১৪.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে রোভম্যান পাওয়েলের সহজ ক্যাচ ছাড়েন যুজবেন্দ্র চাহাল। জীবনদান পেয়ে ওভারের শেষ বলে ছক্কা হাঁকান পাওয়েল। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১০৭ রান। পাওয়েল ২৬ ও হেতমায়ের ৫ রানে ব্যাট করছেন। হার্দিক ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 09:14:57 PM IST

পুরানকে ফেরালেন হার্দিক

১৪.১ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ৯৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে তিন অঙ্কের রানে পৌঁছে দেন।

03 Aug 2023, 09:12:07 PM IST

পাওয়েলের ক্যাচ ছাড়লেন গিল

১৩.২ ওভারে কুলদীপ যাদবের বলে রোভম্যান পাওয়েলের ক্যাচ ছাড়েন শুভমন গিল। যদিও নিতান্ত সহজ ছিল না ক্যাচ। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। পুরান ৪১ ও পাওয়েল ২০ রানে ব্যাট করছেন। কুলদীপ ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 09:08:49 PM IST

চাহালের ওভারে ৫ রান

১৩তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন যুজবেন্দ্র চাহাল। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৯২ রান। পুরান ৩৯ রানে ব্যাট করছেন। পাওয়েল করেছেন ১৯ রান। চাহাল ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 09:03:40 PM IST

কুলদীপকে বাউন্ডারি পাওয়েলের

১২তম ওভারে কুলদীপ যাদবের বলে ১টি চার মারেন রোভম্যান পাওয়েল। ওভারে ৭ রান ওঠে। ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৮৭ রান। পাওয়েল ১৭ ও পুরান ৩৬ রানে ব্যাট করছেন। কুলদীপ ৩ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 08:59:46 PM IST

হার্দিকের বলে পাওয়েলের বাউন্ডারি

১১তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ১টি চার মারেন পাওয়েল। ওভারে ১১ রান ওঠে। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৮০ রান। পুরান ৩৪ ও পাওয়েল ১২ রানে ব্যাট করছেন। হার্দিক ৩ ওভারে ১৬ রান খরচ করেছেন।

03 Aug 2023, 08:52:04 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৯ রান। পুরান ২১ বলে ৩৩ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ২টি ছক্কা। কুলদীপ ২ ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

03 Aug 2023, 08:48:20 PM IST

রানের গতিতে বাঁধ দিলেন হার্দিক

নবম ওভারে বল করতে এসে মাত্র ২ রান খরচ করেন হার্দিক পান্ডিয়া। ৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৩ রান। হার্দিক ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেছেন। পুরান ২৮ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 08:39:19 PM IST

চার্লসকে ফেরালেন কুলদীপ

অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন কুলদীপ যাদব। নিজের প্রথম ওভারেই তিনি তুলে নেন জনসন চার্লসের উইকেট। ৭.৩ ওভারে কুলদীপের বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন চার্লস। ৬ বলে ৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রোভম্যান পাওয়েল। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬১ রান। পুরান ২৭ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 08:36:21 PM IST

কৃপণ ওভার হার্দিকের

সপ্তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩ রান খরচ করেন তিনি। ৭ ওভার শেষে ওয়েস্টে ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৭ রান। পুরান ২৫ ও চার্লস ৩ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 08:32:26 PM IST

৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ

ষষ্ঠ ওভারে অক্ষর প্যাটেলের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন পুরান। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৫৪ রান। পুরান ৭ বলে ২৩ রান করেছেন।

03 Aug 2023, 08:25:35 PM IST

কিংকে ফেরালেন চাহাল

নিজের প্রথম ওভারেই দুই ক্যারিবিয়ান ওপেনারকে সাজঘরে ফেরান যুজবেন্দ্র চাহাল। ৪.৩ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কিং। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন ব্র্যান্ডন। ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নিকোলাস পুরান। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান পুরান। ৫ ওভার শেষ ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৪০ রান। পুরান ১০ রানে ব্যাট করছেন।

03 Aug 2023, 08:21:49 PM IST

মায়ের্সকে ফেরালেন চাহাল

পঞ্চম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। প্রথম বলেই তিনি কাইল মায়ের্সের উইকেট তুলে নেন। ৪.১ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মায়ের্স। ৭ বলে ১ রান করে মাঠ ছাড়েন কাইল। ওয়েস্ট ইন্ডিজ ২৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনসন চার্লস।

03 Aug 2023, 08:18:53 PM IST

অক্ষরকে ছক্কা হাঁকালেন কিং

চতুর্থ ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় ভারত। বল করতে আসেন অক্ষর প্যাটেল। ওভারে ১টি ছক্কা মারেন কিং। ৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২৯ রান। ১৮ বলে ২৮ রান করেছেন কিং।

03 Aug 2023, 08:15:00 PM IST

আর্শদীপকে বাউন্ডারি কিংয়ের

তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের বলে ১টি চার মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ৫ রান ওঠে। ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২১ রান। সব রান করেছেন কিং। ৫ বল খেলেও এখনও খাতা খোলেননি মায়ের্স। আর্শদীপ ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

03 Aug 2023, 08:10:42 PM IST

মুকেশকে জোড়া বাউন্ডারি কিংয়ের

দ্বিতীয় ওভারে মুকেশ কুমারের বলে ২টি চার মারেন ব্র্যান্ডন কিং। ওভারে ৯ রান ওঠে। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ১৬ রানই এসেছে কিংয়ের ব্যাট থেকে।

03 Aug 2023, 08:02:59 PM IST

কিংয়ের বাউন্ডারিতে লড়াই শুরু ওয়েস্ট ইন্ডিজের

কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্র্যান্ডন কিং। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন আর্শদীপ সিং। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন কিং। তৃতীয় বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

03 Aug 2023, 07:50:31 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

ব্র্যান্ডন কিং, কাইল মায়ের্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরান, শিমরন হেতমায়ের, রোভম্যান পাওয়েল (ক্যাপ্টেন), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ ও ওবেদ ম্যাককয়।

03 Aug 2023, 07:44:38 PM IST

ভারতের প্রথম একাদশ

শুভমন গিল, ইশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং ও মুকেশ কুমার।

03 Aug 2023, 07:36:17 PM IST

টস হারল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস হারল ভারত। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক রোভম্যান পাওয়েল শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ব্রায়ান লারা স্টেডিয়ামে রান তাড়া করবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

03 Aug 2023, 07:29:34 PM IST

ভারতের হয়ে টি-২০ অভিষেক দুই তারকার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অভিষেক হচ্ছে তিলক বর্মা ও মুকেশ কুমারের। দু'জনেই ভারতের টি-২০ ক্যাপ হাতে পান। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করেছেন মুকেশ। অর্থাৎ, এই সফরেই তিন ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সি গায়ে চাপালেন বাংলার পেসার।

03 Aug 2023, 07:17:37 PM IST

মাইলস্টোন ম্যাচে মাঠে নামছে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি ভারতের ২০০তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। পাকিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে ২০০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই জয় দিয়ে মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে মরিয়া ভারত। বিস্তারিত পড়ুন:- IND vs WI: T20-র ডাবল সেঞ্চুরি, পাকিস্তানের বিরাট কৃতিত্বে ভাগ বসাচ্ছে টিম ইন্ডিয়া

03 Aug 2023, 07:15:40 PM IST

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)।
দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)।
তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)।
চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)।
পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)।

03 Aug 2023, 07:14:13 PM IST

টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড

ইশান কিষান (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জসওয়াল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ভাইস ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অনুরাগ-কন্যার ককটেল পার্টিতে খুশি খাদানের মধ্যমগ্রাম সফরের ঝলক পোস্ট দেবের, পরবর্তী গন্তব্য কোথায়? মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি চললেন আলিয়া-রণবীর কলকাতায় প্রথমবার, কনসার্টের ফাঁকে কী কী ঘুরে দেখলেন ব্রায়ান অ্যাডামস? হায় বন্ধুরা! কলকাতার রাস্তায় ভিক্ষে করে দেখলাম ২৪ ঘণ্টায় কত আয় হতে পারে? শনিদেব ডিসেম্বরই নক্ষত্র পাল্টাচ্ছেন, ভাগ্যের চাকা ঘুরে সুখ পাবে মিথুন সহ ৩ রাশি হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম বদল, আজ নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী তৃতীয় বিবাহবার্ষিকী জঙ্গলেই কাটালেন ক্যাটরিনা-ভিকি! কী কী করলেন সাফারিতে? জানেন কি, ট্রেনের পিছনে কেন ‘X’ বা 'ক্রস' চিহ্ন থাকে? ধনখড়ই একসূত্রে বাঁধলেন ‘ইন্ডিয়া’-কে! ‘আর সুযোগ না থাকায়’ আনল অনাস্থা প্রস্তাব

IPL 2025 News in Bangla

পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.