HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > INDw vs NZw: রেকর্ড গড়েও ভারতকে জেতাতে পারলেন না বাংলার রিচা, হোয়াইটওয়াশের আশঙ্কায় মিতালিরা

INDw vs NZw: রেকর্ড গড়েও ভারতকে জেতাতে পারলেন না বাংলার রিচা, হোয়াইটওয়াশের আশঙ্কায় মিতালিরা

বৃষ্টির জন্য ২০ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে ভারতকে হারাল নিউজিল্যান্ড।

রিচাকে অভিনন্দন ক্যাপ্টেন মিতালির। ছবি- বিসিসিআই।

নিউজিল্যান্ড সফরের শুরুতেই সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে। বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজের প্রথম ৩টি ওয়ান ডে ম্যাচেও হেরেছেন মিতালিরা। সুতরাং, দু'ম্যাচ বাকি থাকতেই ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। এবার সম্মান রক্ষার চতুর্থ ওয়ান ডে ম্যাচেও হোয়াইট ফার্নসদের কাছে হার মানে ভারতের মেয়েরা।

22 Feb 2022, 11:29 AM IST

ম্যাচের সেরা অ্যামেলিয়া কের

ব্যাট হাতে ৩৩ বলে অপরাজিত ৬৮ রান করেন অ্যামেলিয়া। পরে বল হাতে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। সঙ্গে ২টি ক্যাচও ধরেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।

22 Feb 2022, 11:28 AM IST

হোয়াইটওয়াশের আশঙ্কায় মিতালিরা

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬২ রানে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মিতালিরা হেরে বসেন ৩ উইকেটের ব্যবধানে। তৃতীয় ওয়ান ডে ম্যাচ ৩ উইকেটে হেরে ৫ ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজ হার নিশ্চিত করে পেলে ভারতের মহিলা ক্রিকেট দল। এবার নিয়মরক্ষার চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ৬৩ রানে হারের মুখ দেখতে হয় ভারতের মেয়েদের। সুতরাং, সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে হেরে বসলে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হবে মিতালিদের।

22 Feb 2022, 11:21 AM IST

৬৩ রানে হার ভারতের

বৃষ্টির জন্য ২০ ওভারে কমে দাঁড়ানো ম্যাচে শুরুতে ব্যাট করে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৯১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.৫ ওভারে ১২৮ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

22 Feb 2022, 11:20 AM IST

রাজেশ্বরী আউট

১৭.৫ ওভারে অ্যামেলিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রাজেশ্বরী গায়কোয়াড়। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন গায়কোয়াড়। ভারত ১২৮ রানে অল-আউট হয়ে যায়। মেঘনা সিং কোনও বল খেলার সুযোগ পাননি।

22 Feb 2022, 11:15 AM IST

রেনুকা আউট

১৭.২ ওভারে অ্যামেলিয়া বোল্ড করেন রেনুকা সিংকে। সুতরাং, ভারত পরপর ৩ বলে ৩টি উইকেট হারিয়ে বসে। ১ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রেনুকা। ভারত ১২৪ রানে ৯ উইকেট হারায়।

22 Feb 2022, 11:15 AM IST

দীপ্তি আউট

১৭.১ ওভারে অ্যামেলিয়া কেরের বলে বোল্ড হন দীপ্তি শর্মা। ৯ বলে ৯ রান করে আউট হন দীপ্তি। ভারত ১২৪ রানে ৭ উইকেট হারায়।

22 Feb 2022, 11:13 AM IST

স্নেহ রানা আউট

১৬.৬ ওভারে ম্যাকায়ের বলে মায়ারের হাতে ধরা পড়েন স্নেহ রানা। ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন স্নেহ। ভারত ১২৪ রানে ৭ উইকেট হারায়।

22 Feb 2022, 10:59 AM IST

মিতালি আউট

১৩.৪ ওভারে জেস কেরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মিতালি রাজ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত ১০৫ রানে ৬ উইকেট হারায়।

22 Feb 2022, 10:54 AM IST

হাফ-সেঞ্চুরি করে আউট রিচা

১২.৫ ওভারে জেনসেনের বলে অ্যামেলিয়া কেরের হাতে ধরা পড়েন রিচা। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ৯৬ রানে ৫ উইকেট হারায়। ১৩ ওভারে ভারতের স্কোর ১০২/৫। মিতালি ২৬ বলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন।  

22 Feb 2022, 10:50 AM IST

রেকর্ড গড়লেন রিচা

৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিচা ঘোষ। ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে এটিই সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড। ভারত ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে।

22 Feb 2022, 10:35 AM IST

৫০ টপকাল ভারত

৭.৬ ওভারে ম্যাকায়কে ছক্কা হাঁকিয়ে ভারতকে দলগত ৫০ রানের গণ্ডি পার করালেন রিচা ঘোষ। ৯ ওভার শেষে ভারত ৪ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। রিচা ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৪ রান করেছেন। মিতালি ব্যাট করছেন ১৬ বলে ১৪ রান করে।

22 Feb 2022, 10:18 AM IST

সাজঘরে ফিরলেন মন্ধনা

ঘোর ব্যাটিং বিপর্যয়ে ভারত। ৪.৪ ওভারে জেনসেনের বলে অ্যামেলিয়ার হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেন তিনি। ভারত ১৯ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে এসেই বাউন্ডারি মারেন রিচা ঘোষ। ভারত ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৪ রান তুলেছে।

22 Feb 2022, 10:09 AM IST

সাজঘরে ফিরলেন পূজা

৩ ওভারে ৩ উইকেট হারাল ভারত। ২.৫ ওভারে জেনসেনের বলে স্যাটার্থওয়েটের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়েন পূজা। ভারত ১২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন মিতালি রাজ।

22 Feb 2022, 10:04 AM IST

যস্তিকা ভাটিয়া আউট

১.৪ ওভারে জেস কেরের বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ১টি মাত্র বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। ভারত ৮ রানে ২ উইকেট হারায়।

22 Feb 2022, 10:01 AM IST

শুরুতেই আউট শেফালি

এমন কঠিন টার্গেট তাড়া করতে হলে শেফালির মতো আগ্রাসী ব্যাটারের রান করা কতটা প্রয়োজন, তা আলাদা করে বলে দিতে হয় না। তবে ইনিংসের প্রথম ওভারেই আউট হয়ে বসেন তিনি। প্রথম ওভারে ম্যাকায়ের শেষ বলে সুজি বেটসের হাতে ধরা পড়েন ভারতের আগ্রাসী ওপেনার। ভারত ৭ রানে ১ উইকেট হারায়।

22 Feb 2022, 09:58 AM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ফ্রান্সেস ম্যাকায়।

22 Feb 2022, 09:41 AM IST

২০ ওভারে নিউজিল্যান্ড ১৯১/৫

নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে। সুতরাং ২০ ওভারে কমে দাঁড়ানো চতুর্থ ওয়ান ডে ম্যাচে জয়ের জন্য ভারতের দরকার ১৯২ রান। অ্যামেলিয়া কের ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন জেস কের। ভারতের হয়ে ৩৩ রানে ২ উইকেট নেন রেনুকা সিং। ১টি করে উইকেট নেন মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও দীপ্তি শর্মা।

22 Feb 2022, 09:39 AM IST

ডাউনকে ফেরালেন দীপ্তি

১৯.১ ওভারে দীপ্তি শর্মার বলে বোল্ড হন লরেন ডাউন। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে মাঠ ছাড়েন ডাউন। নিউজিল্যান্ড ১৭৬ রানে ৫ উইকেট হারায়।

22 Feb 2022, 09:39 AM IST

ম্যাকায়কে ফেরালেন রেনুকা

১৮.২ ওভারে রেনুকা সিংয়ের বলে বোল্ড হন ফ্রান্সেস ম্যাকায়। ১৬ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন তিনি। কোনও বাউন্ডারি মারতে পারেননি ফ্রান্সেস। নিউজিল্যান্ড ১৬৪ রানে ৪ উইকেট হারায়।

22 Feb 2022, 09:37 AM IST

হাফ-সেঞ্চুরি অ্যামেলিয়ার

৯টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যামেলিয়া কের। সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত শতরান করেছিলেন অ্যামেলিয়া। তৃতীয় ম্যাচেও হাফ-সেঞ্চুরি করেন তিনি। সুতরাং, এই নিয়ে টানা তৃতীয় ম্যাচে ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকালেন অ্যামেলিয়া।

22 Feb 2022, 09:26 AM IST

১৭ ওভারে নিউজিল্যান্ড ১৫৬/৩

১৭ ওভার শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। ৮টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রান করেছেন অ্যামেলিয়া কের।

22 Feb 2022, 09:10 AM IST

অ্যামি ঝড় থামালেন মেঘনা

১৩.৪ ওভারে অ্যামি স্যাটার্থওয়েটকে আউট করেন মেঘনা সিং। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে বোল্ড হন অ্যামি। নিউজিল্যান্ড ১৩২ রানে ৩ উইকেট হারায়।

22 Feb 2022, 08:55 AM IST

গায়কোয়াড় ফেরালেন সুজিকে

৯.২ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে সুজি বেটসকে স্টাম্প-আউট করেন রিচা ঘোষ। ৭টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন সুজি। নিউজিল্যান্ড দলগত ৮৪ রানে ২ উইকেট হারায়। ১০ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। ১৪ রানে ব্যাট করছেন অ্যামেলিয়া কের।

22 Feb 2022, 08:38 AM IST

ডিভাইনকে ফেরালেন রেনুকা

৫.৬ ওভারে রেনুকা সিংয়ের বলে স্মৃতি মন্ধনার হাতে ধরা পড়েন সোফি ডিভাইন। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন ডিভাইন। নিউজিল্যান্ড ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে।

22 Feb 2022, 08:29 AM IST

৪ ওভারে নিউজিল্যান্ড ৩০/০

৪ ওভার শেষে নিউজিল্যান্ডের মেয়েরা কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে। সোফি ডিভাইন ১৭ বলে ২০ রান করেছেন। ৭ বলে ৯ রান করেছেন সুজি বেটস।

22 Feb 2022, 08:15 AM IST

ম্যাচ শুরু

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন সোফি ডিভাইন ও সুজি বেটস। ভারতের হয়ে বোলিং শুরু করেন মেঘনা সিং। প্রথম ওভারে ১১ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন ডিভাইন। কোনও উইকেট হারায়নি নিউজিল্যান্ড।

22 Feb 2022, 08:14 AM IST

দলে ফিরলেন মন্ধনা

কোয়ারান্টাইনের জন্য সিরিজের প্রথন তিনটি ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারেননি স্মৃতি মন্ধনা। তবে চতুর্থ ম্যাচে মাঠে ফিরলেন তিনি। ভারত প্রথম একাদশে পাঁচটি রদবদল করে। যদিও ক্যাপ্টেন মিতালি টসের সময় ৬টি বদলের কথা উল্লেখ করেছিলেন। বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চকে যাচাই করতেই এই ম্যাচে বসানো হয়েছে মেঘানা, হরমনপ্রীত, একত বিস্ট, ঝুলন ও তানিয়া ভাটিয়াকে।

প্রথম একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং।

22 Feb 2022, 08:11 AM IST

টস জিতল ভারত

সিরিজের চতুর্থ ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। ক্যাপ্টেন মিতালি রাজ টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। সুতরাং, জন ডেভিস ওভালে রান তাড়া করবে ভারত।

22 Feb 2022, 08:10 AM IST

২০ ওভারে কমে দাঁড়াল ম্যাচ

বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের চতুর্থ ওয়ান ডে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এক ইনিংসেরও বেশি সময় নষ্ট হয়ে যায় বৃষ্টিত। ফলে ওভার সংখ্যা কমিয়ে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচ হবে ২০ ওভার প্রতি ইনিংসের। সুতরাং, ওয়ান ডে ম্যাচ রূপ নিয়েছে টি-২০ ক্রিকেটের।

Latest News

বৃষ্টিতে কলকাতায় স্বস্তি ফিরলেও,ভোগান্তি হল KKR-এর, নামাই হল না দমদম বিমানবন্দরে রাহুল গান্ধীর সই জাল করা চিঠি ভাইরাল, কমিশনে গেল মালদা কংগ্রেস ভোট এসেছে ওড়িশায়, প্রথম দফায় ২৯ শতাংশ প্রার্থীই কোটিপতি: এডিআর রিপোর্ট ১৪ ওভারের ম্যাচে হরমনদের কাছে পাত্তাই পেলেন না নিগাররা, চুনকামের আতঙ্কে বাংলাদেশ শুরুতে বলেছিলেন, ‘ওঁরা যৌনপল্লী খুলেছেন’, কপিলের শো শেষ হওয়ায় সুনীল পাল বলছেন… মেসির বিরুদ্ধে বিশ্বকাপে খেলা অজি তারকা মোহনবাগানে যোগ দেওয়ার পথে BJP কর্মীর মুক্তির দাবিতে থানার সামনেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন হিরণ ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, যানজট, তার ছিঁড়ে ট্রেন বন্ধ, ফুটপাতে মর্মান্তিক মৃত্যু ‘ভক্তরা ঢপ রান্না হচ্ছে!’ দেখুন তৃণমূল কী সব কার্টুন বানিয়েছে, নালিশ করল বিজেপি নীল মসজিদ থেকে হাগিয়া সোফিয়া, তুরস্কের থেকে ছবি পোস্ট অনুপম-প্রশ্মিতার

Latest IPL News

‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ