বাংলা নিউজ > ময়দান > INDW vs PAKW: পাকিস্তানকে উড়িয়ে অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড ভাঙলেন হরমনপ্রীত

INDW vs PAKW: পাকিস্তানকে উড়িয়ে অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড ভাঙলেন হরমনপ্রীত

হরমনপ্রীত কাউর এবং মহেন্দ্র সিং ধোনি।

টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ১৮ ওভারে ৯৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে স্মৃতি মান্ধানার অপরাজিত ৬৩ রানের সৌজন্যে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নিল ভারত।

কমনওয়েলথ গেমসের দ্বিতীয় ম্যাচে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ালেন স্মৃতি মান্ধানারা। পাকিস্তানকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন। রবিবার বোলিং-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্সের হাত ধরে ভারত ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল পাকিস্তানকে। সেই সঙ্গেই নতুন পালক যোগ হল হরমনপ্রীত কাউরের মুকুটে।

আরও পড়ুন: পাকিস্তানকে উড়িয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ভারত

টি-টোয়েন্টিতে ভারত অধিনায়ক হিসেবে, পুরুষ এবং মহিলা মিলিয়েই হরমনপ্রীত কাউর সর্বাধিক জয়ের নজির গড়েছেন। শুধু তাই নয়, তিনি রবিবার ছাপিয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে।

কমনওয়েলথ গেমসের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে: https://bangla.hindustantimes.com/sports/cwg-2022-day-3-live-live-update-of-2022-birmingham-commonwealth-games-day-3-31659252351115.html

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্দিষ্ট ১৮ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় তারা। মুনিবা আলির ৩২ ছাড়া বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা এবং রাধা যাদব।

ভারত বনাম পাকিস্তানের মেয়েদের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে: https://bangla.hindustantimes.com/sports/cwg-2022-day-3-live-live-update-of-2022-birmingham-commonwealth-games-day-3-31659252351115.html

জবাবে স্মৃতি মান্ধানার অপরাজিত ৬৩ রানের (৪২ বলে)সৌজন্যে সহজ জয় ছিনিয়ে নেয় ভারত। ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ করে ফেলে ভারত। একই সঙ্গে নেট রান রেটও বাড়িয়ে নিল ভারত। গ্রুপে চারটি দল। সেরা দুই দল সেমিফাইনালে যাবে। এ দিনের জয়ে জায়গা মজবুত করল ভারত।

প্রসঙ্গত গেমসের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। আশা জাগিয়েও হেরে যায় ভারত। পাকিস্তানও প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। স্বাভাবিক ভাবেই পরপর ২ ম্যাচ হেরে পাকিস্তানের সেমিতে যাওয়ার আর কোনও আশা থাকল না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন