আইপিএল ২০২৩-র মিনি নিলামে রীতিমতো জ্যাকপট লাগে মুকেশ কুমারের। আনক্যাপড ঘরোয়া ক্রিকেট হিসেবে মুকেশের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেখান থেকে দাম বাড়তে বাড়তে মুকেশ শুধু কোটিপতি হয়ে ওঠেন এমন নয়, বরং তাঁর দাম ছাড়িয়ে যায় ৫ কোটি। শেষমেশ দিল্লি ক্যাপিটালস মুকেশকে দলে নেয় ৫ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল অঙ্কে।
আইপিএল নিলামে মুকেশ এমন বড় অঙ্কে দল পাওয়ায় উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটমহল। যদিও মুকেশ ছাড়া এবারের আইপিএল নিলামে বাংলার প্রাপ্তির ভাঁড়ার কার্যত শূন্য। বরাবরের মতো এবারও বাংলার ক্রিকেটাররা উপেক্ষিত থাকেন আইপিএল নিলামে।
এবছর আইপিএল নিলামে নাম দিয়েছিলেন বাংলার মোট ১১ জন ক্রিকেটার। ভারতীয়-এ দলের আঙিনায় ঘুরে বেড়ানো মুকেশ ও অভিমন্যু ঈশ্বরন দল পেয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছিল। তাছাড়া ইতিমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মনোসংযোগ কেড়ে নেওয়া ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়দের জন্যও নিলামে দর হাঁকতে পারে কোনও দল, এমনটাই ধারণা ছিল বাংলার ক্রিকেটমহলের।
যদিও নিলামের আসরে সেই ধারণা ভুল প্রমাণিত হয় পুরোপুরি। মুকেশকে নিয়ে টানাটানি চলে। তিনি চড়া দামে বিক্রি হয়ে যান। তবে কেউ দর হাঁকেনি অভিমন্যু ঈশ্বরনের জন্য। বাকিরা নথিভুক্ত ক্রিকেটারদের তালিকায় থাকলেও নিলামে উপেক্ষিত থাকেন।
যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য রবি কুমার এবার নিলামে নাম দিলেও দল পেলেন না। সুদীপ ঘরামি ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক। আগ্রাসী মেজাজের জন্য অভিষেক পোড়েলকে আইপিএলের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছিল। যদিও তাঁদের এবার হতাশ হতে হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, প্রত্যাশা মতোই কলকাতা নাইট রাইডার্স বাংলার ক্রিকেটারদের আইপিএল খেলার যোগ্য বলে বিবেচনা করেনি এবারও।
এবার আইপিএল নিলামে নাম দিয়েছিলেন বাংলার কোন কোন ক্রিকেটার:- অভিমন্যু ঈশ্বরন, মুকেশ কুমার, রবি কুমার, ইশান পোড়েল, সুদীপ ঘরামি, অগ্নিভ পান, অভিষেক পোড়েল, প্রয়াস রায় বর্মণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, গীত পুরী ও ঋত্বিক রায়চৌধুরী। ঘরোয়া ক্রিকেটার হিসেবে বাংলার সবার বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা।
আইপিএল ২০২৩-এ দেখা যাবে বাংলার কোন কোন ক্রিকেটারকে:- ঋদ্ধিমান সাহা (ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন এবার) ও মহম্মদ শামি খেলবেন গুজরাট টাইটানসের হয়ে। শাহবাজ আহমেদ ও আকাশ দীপ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। মুকেশ কুমার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।