সদ্য সমাপ্ত হওয়া রঞ্জি মরশুমে প্রথমবার ট্রফি ঘরে তুলেছে মধ্যপ্রদেশ। দল প্রথমবার ট্রফি জিতলেও, কোচ হিসাবে কিন্তু এর আগেও মুম্বইকে তিনবার এবং বিদর্ভকে দুইবার রঞ্জি চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে বর্তমান মধ্যপ্রদেশ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের। তবে ঘরোয়া ক্রিকেটে এত সাফল্য সত্ত্বেও আইপিএলে কিন্তু তাঁকে দেখা যায়নি।
কোচ হিসাবে ছয় ছয়টি রঞ্জি ট্রফি জেতা রেকর্ড নিঃসন্দেহে ঈর্ষণীয়। কিন্তু ১৫ মরশুমে আইপিএলে একবারও কোনও দলের সঙ্গে কোনও ভূমিকায় কাজ করতে দেখা যায়নি কিংবদন্তি কোচকে। এই নিয়ে অবশ্য খুব বেশি আক্ষেপ নেই পণ্ডিতের। PTI-কে তিনি জানান, ‘ফোন করলে হয়তো কিছু না কিছু পেয়েই যাব। তবে সেটা কোনওসময়ই আমার স্টাইল ছিল না, আজও নেই। তবে আইপিএলে কাজ করার প্রস্তাব যে তিনি পাননি, তেমনটা কিন্তু নয়।’
২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সই তাঁকে প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব পণ্ডিত কেন ফিরিয়ে দিয়েছিলেন? পণ্ডিত বলেন, ‘আমি সেইসময় শাহরুখ খানের (কেকেআরের প্রধান মালিক) সঙ্গে ওর বাড়িতে দেখা করেছিলাম বটে। তবে বিদেশি কোচের অধীনে কাজ করার বিষয়টা ঠিক মন থেকে মেনে নিতে পারিনি। তাই আর বিষয়টা এগোয়নি।’ রঞ্জি পণ্ডিতের সাফল্য এবং দেশি কোচ আশিস নেহরার অধীনে গুজরাট টাইটানসের আইপিএল জয়ের পর ভবিষ্যতে ভারতীয় কোচরা আরও বেশি করে আইপিএলে প্রধান কোচের দায়িত্ব পাবেন, এমন কিন্তু আশা করা যেতই পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।