বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs SRH: এক দশক পর সিএসকের হলুদ জার্সিতে শ্রীলঙ্কান তারকা, অভিষেক মাহিশের

CSK vs SRH: এক দশক পর সিএসকের হলুদ জার্সিতে শ্রীলঙ্কান তারকা, অভিষেক মাহিশের

সিএসকে জার্সিতে মাহিশ থিকসানা। ছবি- টুইটার (@ChennaiIPL)।

২০১২ সালে শেষবার কোনও শ্রীলঙ্কানকে সিএসকে জার্সিতে খেলতে দেখা গিয়েছিল।

নিজেদের মরশুমের প্রথম তিন ম্যাচ হেরে ভীষণ চাপে চেন্নাই সুপার কিংস। মরশুমের প্রথম জয়ের খোঁজে ডিয়াই পাতিল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে ম্যাচে নেমেছে সিএসকে। এই ম্যাচেই হলুদ ব্রিগেডের হয়ে নিজের অভিষেক ঘটাচ্ছেন মাহিশ থিকসানা।

ডোয়েন প্রিটোরিয়াসের বদলে সানরাইজার্সের বিরুদ্ধে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সি শ্রীলঙ্কান তারকা। থিকশানা এই ম্যাচে সিএসকের হয়ে মাঠে নামে এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাচ্ছেন। ২০১২ সালে শেষবার সিএসকে জার্সিতে এক শ্রীলঙ্কান তারকাকে খেলতে দেখা গিয়েছিল। সেই মরশুমে সিএসকের হয়ে লঙ্কান তারকা পেসার নুয়ান কুলশেখরা খেলেছিলেন। তারপর দীর্ঘ ১০ বছরের অপেক্ষা। ১০ বছর পর সিএসকের জার্সিতে এবার লঙ্কান তারকা থিকসানাকে খেলতে দেখা যাচ্ছে।

থিকসানা ডান হাতি অফ স্পিনার। মিস্ট্রি স্পিনার হিসাবে সুখ্যাতি রয়েছে থিকসানার। এই ম্যাচের আগে তিনি ৪৯ ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন। ডিয়াই পাতিলে এখনও অবধি ম্যাচে যেমন পিচ দেখা গিয়েছে, তাতে স্পিনাররা মদতই পেয়েছেন। তাই ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারেই বল করতে থিকসানাকে ডেকে নেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা। তিনি অভিষেক ম্যাচে কেমন বল করেন, এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন