বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > DC vs MI, IPL 2023: ফের নাটকীয় শেষ ওভার, প্রথম জয় মুম্বইয়ের, টানা চার ম্যাচে দিল্লির
দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।

DC vs MI, IPL 2023: ফের নাটকীয় শেষ ওভার, প্রথম জয় মুম্বইয়ের, টানা চার ম্যাচে দিল্লির

অবশেষে জয় পেল মুম্বই। তারা দিল্লির ঘরের মাঠে তাদেরকে ৬ উইকেটে হারাল। এ দিকে টানা চার ম্যাচ হেরে লজ্জার নজির দিল্লির। এ দিনও শেষ ওভারে রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়। শেষ বলে জয় পায় মুম্বই। সেই সঙ্গে পয়েন্টের খাতা খুলে লিগ টেবলের আটে উঠলেন রোহিতরা। দিল্লি লাস্টবয়। তারাই একমাত্র দল,যারা কোনও ম্যাচ জেতেনি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৭২ রানে আল আউট হয়ে গেল। পুরো ২০ ওভার তারা খেলতে পারল না। ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল দিল্লি। এ দিন দিল্লি নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারিয়েছে। যার জেরে তারা পুরো ২০ ওভারও খেলতে পারেনি। বড় অক্সিজেন বলতে সাতে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের ২৫ বলে ৫৪ রান। এ ছাড়া ওপেন করতে নেমে ৪৭ বলে ৫১ করেছিলেন ওয়ার্নার। মণিশ পাণ্ডে ১৮ বলে ২৬ করেন। ১০ বলে ১৫ করেন পৃথ্বী শ'। এর বাইরে বাকিরা দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। মুম্বইয়ে বেহরেনডর্ফ এবং পিযূষ চাওলা ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট নিয়েছেন মেরিডিথ। এক উইকেট নেন শোকিন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। ইশান ২৬ বলে ৩১ করে আউট হলেও রোহিত দলের হাল ধরে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন তিলক বর্মা। তবে তিলক আউট হন ২৯ বলে ৪১ করে। এর পর সূর্যকুমার যাদবও গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। পরের ওভারেই রোহিত আউট হন ৪৫ বলে ৬৫ করে। এর পর রোমহর্ষক পরিস্থিতি তৈরি হয়। শেষ ওভারে দরকার ছিল পাঁচ রান। কোনও মতে শেষ বলে ২ রান নিয়ে ম্যাচ ৬ উইকেটে জেতে মুম্বই। দিল্লির মুকেশ কুমার নিয়েছেন ২ উইকেট।

11 Apr 2023, 11:29:20 PM IST

নাটকীয় শেষ ওভারে ৬ উইকেটে জয় পেল মুম্বই

ম্যাচের শেষ ৬ বলে বাকি ছিল ৫ রান। বল করতে এসেছিলেন এনরিখ নরকিয়া। ক্যাচ ফেলা থেকে রানআউট মিস- নাটকীয় শেষ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই। প্রথম বলে ১ রান নেন ক্যামেরন গ্রিন। পরের বলে টিম ডেভিডের সহজ ক্যাচ ফেলেন মুকেশ কুমার। সেটা দিল্লির কাছে বড় ধাক্কা হয়। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে ১ রান নেন টিম ডেভিড। পঞ্চম বলে ১ রান নিতে গিয়ে রান-আউটের সুযোগ আসে। সেটা মিস করে মুম্বই। শেষ বলে ২ রান দরকার ছিল। ক্যামেরন গ্রিন বল মেরেই রানের জন্য ছোটেন। প্রথম রান ঠিক ভাবে নেওয়া হলেও, দ্বিতীয় রানের সময় রান-আউট করা যেত। কিন্তু বলটা আরও একটু আগে যদি পেত অভিষেক পোড়েল, তা হলে হয়তো ম্যাচটা ড্র হতে পারত। কিন্তু রান-আউট না হওয়ায়, ২ রান পূর্ণ হয়। ৬ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।

11 Apr 2023, 11:17:29 PM IST

টিম ডেভিডের সহজ ক্যাচ ছাড়লেন মুকেশ

২০তম ওভারে বল করতে আসেন নরকিয়া। দ্বিতীয় বলে টিম ডেভিডের সহজ ক্যাচ ছাড়লেন মুকেশ। ম্যাচ ফস্কে গেল না তো? 

11 Apr 2023, 11:13:10 PM IST

শেষ ওভারে মুম্বইয়ের চাই ৫ রান

১৫ রান এল ১৯তম ওভারে। মুস্তাফিজুরের ওভারের শেষ ২ বলে দু'টি ছক্কা হাঁকান ক্যামেরন গ্রিন। ৬ বলে ১৫ রান করেছেন ক্যামেরন। ৭ বলে ১০ রান ডেভিডের। শেষ ওভারে ৫ রান চাই।

11 Apr 2023, 11:08:35 PM IST

১৮ ওভারে ১৫০ পার মুম্বইয়ের

১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ করল মুম্বই। ৩ বলে ৭ রান ক্যামেরন গ্রিনের। টিম ডেভিড করেছেন ৪ বলে ৩ রান।

11 Apr 2023, 11:05:21 PM IST

রোহিত আউট

দুরন্ত ক্যাচ ধরলেন অভিষেক পোড়েল। ডাইভ দিয়ে একবারে চিলের মতো ছোঁ মেরে ক্যাচ নেন অভিষেক। ৪৫ বলে ৬৫ করে আউট হলেন রোহিত। মুস্তাফিজুরের বল ব্যাটের কোণায় লেগে ক্যাচ ওঠে। অভিষেকের জন্য নিঃসন্দেহে কঠিন ক্যাচ ছিল। কিন্তু অবিশ্বাস্য ক্যাচটি ধরেন অভিষেক। রোহিতের উইকেট হারিয়ে বড় ধাক্কা খেল মুম্বই। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৪৭ রান মুম্বইয়ের। রোহিতের পরিবর্তে ক্যামেরন গ্রিন ক্রিজে এসেই প্রথম বলে চার মেরেছেন।

11 Apr 2023, 10:57:58 PM IST

পরপর ২ বলে তিলক এবং সূর্যকে ফেরালেন মুকেশ

১৬তম ওভারে বল করতে এসেছিলেন মুকেশ। প্রথম বলেই তাঁকে চার মারেন তিলক। পরের ২টি বলে ২টি ছক্কা। কিন্তু এই মার হজম করে হাল ছাড়েনি মুকেশ। চতুর্থ বল ডট দেন। পঞ্চম বলে তিলককে ফেরান। ২৯ বলে ৪১ করে মণিশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিলক। পরিবর্তে সূর্যকুমার যাদব নামেন চারে। কিন্তু প্রথম বলেই তিনি কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পরপর ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ খোলা রেখেছেন মুকেশ। ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান মুম্বইয়ের। ৪০ বলে ৬১ রান রোহিতের।

11 Apr 2023, 10:47:20 PM IST

গুরুত্বপূর্ণ ওভার মুস্তাফিজুরের

১৫তম ওভারে মাত্র ২ রান দিলেন মুস্তাফিজুর। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ ওভার হয়ে গেল। ওভার শেষে ১ উইকেটে ১২৩ রান মুম্বইয়ের। ২৪ বলে ২৫ রান তিলক বর্মার। রোহিত শর্মার সংগ্রহ ৪০ বলে ৬১ রান।

11 Apr 2023, 10:29:00 PM IST

রোহিত ৫০ টপকাল, ১০০-র গণ্ডি পার করল মুম্বই

১২তম ওভারে হাফসেঞ্চুরি পূরণ করলেন রোহিত। ২৯ বলে তিনি ৫০ করেন। এই ওভারে আবার ১০০ ছাড়াল মুম্বইয়ের স্কোর। ১২ ওভার শেষে ১ উইকেটে ১১২ রান মুম্বইয়ের। ৩১ বলে ৫৫ রান রোহিতের। তিলক বর্মা করেছেন ১৫ বলে ২০ রান।

11 Apr 2023, 10:21:26 PM IST

 ১০ ওভারে হল ৯১ রান

১০ ওভার শেষে ১ উইকেটে ৯১ রান মুম্বইয়ের। ২৪ বলে ৪৮ রান রোহিতের। ১০ বলে ১১ রান তিলক বর্মার। ইশান আউট হলেও, আপাতত অ্যাডভান্টেজে রোহিতের মুম্বই।

11 Apr 2023, 10:09:09 PM IST

রানআউট হলেন ইশান

ইশান কিষাণ রানআউট। ২৬ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন তিনি। সিঙ্গলস নিতে গিয়ে তাঁকে রানআউট করেন মুকেশ। অষ্টম ওভারে হয় মাত্র ৩ রান। ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৩ রান মুম্বইয়ের। রোহিতের সংগ্রহ ২০ বলে ৪০ রান। ইশানের পরিবর্তে নামা তিলক বর্মা করেছেন ২ বলে ১ রান।

11 Apr 2023, 10:03:22 PM IST

অক্ষর প্যাটেল দিলেন মাত্র ২ রান

পাওয়ার প্লে শেষ হতেই মুম্বইয়ের রানের গতি হঠাৎ করেই ধাক্কা খেল। সপ্তম ওভারে এল মাত্র ২ রান। ওভার শেষে ৭০ রান রান মুম্বইয়ের। কোনও উইকেট পড়েনি। ২৪ বলে ৩১ রান ইশানের। ১৮ বলে ৩৮ রোহিতের।

11 Apr 2023, 10:01:13 PM IST

পাওয়ার প্লে-তে হল ৬৮ রান

১৭ বলে ৩৭ করে ফেললেন রোহিত শর্মা। ১৯ বলে ৩০ রান ইশানের। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে মুম্বইয়ের সংগ্রহ ৬৮ রান।

11 Apr 2023, 09:56:52 PM IST

৫০ পার মুম্বইয়ের

পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ৫০ করে ফেলল মুম্বই। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৫৯ রান মুম্বইয়ের। ১৫ বলে ৩০ রান রোহিতের। ইশানের সংগ্রহ ১৫ বলে ২৮ রান।

11 Apr 2023, 09:54:19 PM IST

ললিত যাদব রাশ টানলেন মুম্বইয়ের রানের

চতুর্থ ওভারে কম রান উঠল। কিছুটা রাশ টানলেন ললিত যাদব। ৭ রান হল এই ওভারে। ৪ ওভার শেষে বিনা উইকেটে ৪৯ রান মুম্বইয়ের। রোহিত করেছেন ১২ বলে ২৫ রান। ইশানের সংগ্রহ ১২ বলে ২৩ রান।

11 Apr 2023, 09:48:43 PM IST

তৃতীয় ওভারে এল ১৫ রান

১১ বলে ২৪ করে ফেললেন রোহিত। ৭ বলে ১৮ রান ইশানের। ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৪২ রান মুম্বইয়ের।

11 Apr 2023, 09:42:33 PM IST

২ ওভার শেষে ২৭ রান মুম্বইয়ের

এই ওভারে ইশান আবার ৫ বল খেলে ১৩ রান করেন। মুম্বইয়ের স্কোর ২ ওভারে পৌঁছে যায় ২৭ রানে। ৭ বলে ১৪ রান রোহিতের।

11 Apr 2023, 09:41:20 PM IST

শুরু থেকেই আক্রমণাত্মক রোহিত

ওপেন করতে নেমে আক্রমণের মেজাজে রোহিত শর্মা। তিনি প্রথম ৬ বলে ১৪ রান করেন। দলের রানও তাই। এই ওভারে রোহিত ২টি চার এবং একটি ছক্কা হাঁকান। ইশান এই ওভারে একটি বলও খেলেননি। 

11 Apr 2023, 09:31:58 PM IST

রান তাড়া করা শুরু মুম্বইয়ের

রান তাড়া করা শুরু মুম্বইয়ের। ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। তাদের সামনে লক্ষ্য ১৭৩ রানের। খুব কঠিন লক্ষ্য নয়। তবে খুব সহজও নয়।দিল্লির হয়ে বল হাতে ওপেন করেছেন মুকেশ কুমার।

11 Apr 2023, 09:25:04 PM IST

১৭২ রানে অলআউট দিল্লি

১৭২ রানে অলআউট হয়ে গেল দিল্লি। শেষ ওভারে বল করতে এসেছিলেন রিলি মেরিডিথ। চতুর্থ বলে তিনি আউট করেন এনরিখ নরকিয়াকে। তার আগের বলেই চার মেরেছিলেন নরকিয়া। কিন্তু চতুর্থ বলে বোল্ড হন তিনি। ৩ বল খেলে ৫ করেন নরকিয়া। 

11 Apr 2023, 09:22:21 PM IST

১৯তম ওভারে দিল্লির ৪ উইকেট পড়ল

১৯তম ওভারে ৪ উইকেট পড়ল দিল্লির। বেহরেনডর্ফ বল করতে এসে প্রথম বলেই আউট করে অক্ষরকে। ২৫ বলে ৫৪ করে আর্শাদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অক্ষর। তৃতীয় বলে বেহরেনডর্ফ ফেরান ওয়ার্নারকে। ৪৭ বলে ৫১ করে মেরিডিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। পরের বলেই কুলদীপ যাদবকে রানআউট করেন নেহাল ওয়াধেরা। প্রথম বলে শূন্য করে তিনি সাজঘরে ফেরেন। ওভারের শেষ বলে ৩ বল খেলে ১ করে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল। এই ওভারে হয় মাত্র ১ রান। পড়ল ৪ উইকেট। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ৯ উইকেটে ১৬৬ রান।

11 Apr 2023, 09:11:19 PM IST

অক্ষরের হাফসেঞ্চুরি

মেরিডিথকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূরণ করলেন অক্ষর। তাও নো-বলে ছক্কা হাঁকান তিনি। ২২ বলে তিনি তাঁর হাফসেঞ্চুরি পূরণ করেন। ১৮ ওভার শেষে ৫ উইকেটে ১৬৫ রান দিল্লির। ২৪ বলে ৫৪ রান অক্ষরের, ৪৬ বলে ৫১ রান ওয়ার্নারের।

11 Apr 2023, 09:02:44 PM IST

অক্ষরের ক্যাচ ধরতে গিয়ে নিজে চোট পেলেন সূর্য

বেহরেনডর্ফ ১৭তম ওভারে বল করতে এসেছিলেন। তাঁর ওভারের তৃতীয় বলে একটি ছক্কা হাঁকান অক্ষর। চতুর্থ বলেও লম্বা শট হাঁকান তিনি। তবে বাউন্ডারি লাইনের কাছে সূর্যকুমার যাদব ক্যাচটি সহজে ধরতে পারতেন। কিন্তু সেটা সূর্যের হাত থেকে ফস্কে যায়। উল্টে বল দিয়ে তাঁর কপালো সজোরে লাগে। আর বলটি ওভার বাউন্ডারিতে চলে যায়। ছক্কা হয়ে যায়। সূর্যের তবে বেশ জোরেই লেগেছিল। মেডিক্যাল টিম আসে মাঠে। তাঁকে কপালে হাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। ২টি ছক্কার হাত ধরে এই ওভারে হয় ১৫ রান। ১৫০ টপকে যায় দিল্লি। অক্ষর-ওয়ার্নারের পার্টনারশিপও ৫০ ছাড়িয়ে গেল। ওভার শেষে ৫ উইকেটে ১৫১ রান দিল্লির। ১৯ বলে ৪২ রান অক্ষরের। ৪৪ বলে ৫১ রান ওয়ার্নারের।

11 Apr 2023, 08:51:02 PM IST

৪৩ বলে হাফসেঞ্চুরি করলেন ওয়ার্নার

৪৩ বলে হাফসেঞ্চুরি করলেন ৫০। ওয়ার্নার রান করলেও, তাঁর ধীর গতিতে স্কোরবোর্ডে রান যোগ করা নিয়ে সমালোচনা হচ্ছে। তবে অপর প্রান্তে যে ভাবে একের পর এক উইকেট পড়ছে, তাতে ওয়ার্নার ধরে না খেললে, দিল্লির হাল আরও খারাপ হবে। এ দিকে ১৬ ওভার শেষে ৫ উইকেটে ১৩৬ রান দিল্লির। ওয়ার্নারের ৫০ ছাড়াও ১৪ বলে ২৮ করে ফেলেছেন অক্ষর।

11 Apr 2023, 08:46:06 PM IST

দিল্লিকে চাপে ফেলে তিন নম্বর উইকেট নিলেন পিযূষ

আগের ওভারে ভুল ১৩তম ওভারে শুধরে ৪ বলে নেন পিযূষ। তিনি বোল্ড করেন ললিত যাদবকে। ৪ বলে ২ রান করে সাজঘরে ফেরেন। যদিও এই ওভারেই ১০০ পার করে দিল্লি। তারা ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান করে। ৩৭ বলে ৪৬ রান ওয়ার্নারের। ললিতের বদলে ক্রিজে এসেছেন অক্ষর প্যাটেল (২ বলে ১ রান)।

11 Apr 2023, 08:42:21 PM IST

ওয়ার্নারকে আউটের সুযোগ হাতছাড়া করলেন পিযূষ

ক্যামেরন গ্রিনের বলে ওয়ার্নার ক্যাচ তুলেছিলেন। পিযূষ চাওলা সেই সহজ ক্যাচ মিস করেন। তার পরেও রানআউট করার সুযোগ এসেছিল। ওয়াার্নার রানের জন্য দৌড়ালেও ললিত যাদব ক্রিজ ছেড়ে বের হননি। কিন্তু পিযূষ বল ছুড়তেও দেরী করায় রান আউটের সুযোগ হাতছাড়া হয়। ঘটনাটি ঘটেছে ১২তম ওভারের তৃতীয় বলে। 

11 Apr 2023, 08:34:46 PM IST

রোভম্যান আউট

ত১১দিল্লি যেন প্রতি ওভারে নিয়ম করে উইকেট হারাবে, এমন পণ করে মাঠে নেমেছে। ১১তম ওভারের চতুর্থ বলে আউট হলেন রোভম্যান পাওয়েল। পিযূষ চাওলা তাঁকে এলবিডব্লিউ করেন। ৪ বলে ৪ করে আউট হন রোভম্যান। ১১ ওভার শেষে ৪ উইকেটে ৮৮ রান দিল্লির। ৩০ বলে ৩৩ রান ওয়ার্নারের। রোভম্যানের বদলে নেমে ১ বলে ১ রান করেছেন ললিত যাদব।

11 Apr 2023, 08:28:50 PM IST

অভিষেক ম্যাচে নিরাশ করলেন যশ

অভিষেক ম্যাচে হতাশ করলেন যশ ধুল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে তাঁর অভিষেক হল। কিন্তু অভিষেক ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হলেন। মণিশের আউট হলে নেমেছিলেন যশ। রিলি মেরিডিথের ওভারে ৪ বলে ২ রান করে নেহাল ওয়াধেরার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন যশ। ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান দিল্লির। ২৮ বলে ৩১ রান ওয়ার্নারের। যশের পরিবর্তে নেমে রোভম্যান প্রথম বলেই চার হাঁকিয়েছেন।

11 Apr 2023, 08:17:06 PM IST

আউট মণিশ পাণ্ডে

নবম ওভারের তৃতীয় বলে আউট হলেন মণিশ পাণ্ডে। ১৮ বলে ২৬ করে আউট হলেন মণিশ। পিযূষ চাওলার বলে লম্বা শট খেলতে গিয়ে বেহরেনডর্ফের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মণিশ। ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৮ রান দিল্লির। এই ওভারে পিযূষ মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নেন। ওভারটি দিল্লির কাছে বড় ধাক্কা। ২৫ বলে ২৯ করে লড়াই চালাচ্ছেন ওয়ার্নার।

11 Apr 2023, 08:08:49 PM IST

অষ্টম ওভারে এল ১৬ রান

শোকিন অষ্টম ওভারে বল করতে এসে ১৬ রান দিলেন। ৮ ওভার শেষে ১ উইকেটে ৭৫ রান দিল্লির। ২৩ বলে ২৭ রান ওয়ার্নারের। ১৬ বলে ২৬ রান মণিশ পাণ্ডের।

11 Apr 2023, 08:02:40 PM IST

পাওয়ার প্লে-তে দিল্লির সংগ্রহ ৫১/১

পাওয়ার প্লে-তে পৃথ্বীর উইকেট হারালেও, দিল্লি কিন্তু খুব খারাপ জায়গায় নেই। ৬ ওভার শেষে তারা করে ফেলেছে ৫১ রান। ১৬ বলে ১৮ রান ওয়ার্নারের। মণিশ পাণ্ডে ১০ বলে ১৭ করে ফেলেছেন।

11 Apr 2023, 07:53:33 PM IST

শোকিন ফেরালেন পৃথ্বীকে

চতুর্থ ওভারের চতুর্থ বলে শোকিন ফেরান পৃথ্বীকে। এ দিন ফের ব্যর্থ হন পৃথ্বী। ১০ বলে ১৫ করে সাজঘরে ফেরেন পৃথ্বী। শোকিনের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন পৃথ্বী। চার ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান দিল্লির। ১২ বলে ১৭ রান ওয়ার্নারের।

11 Apr 2023, 07:46:10 PM IST

৩ ওভারে দিল্লির সংগ্রহ ২৯/০

তৃতীয় ওভারের শেষ ২টি বলে ক্যামেরন গ্রিনকে ২টি চার হাঁকান ওয়ার্নার। এই ওভার থেকে আসে ১০ রান। তিন ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে দিল্লির সংগ্রহ ২৯ রান। ১২ বলে ১৭ রান ওয়ার্নারের। ৬ বলে ১১ রান পৃথ্বীর।

11 Apr 2023, 07:41:45 PM IST

১২ রান দিলেন আর্শাদ

দ্বিতীয় ওভারে হল ১২ রান। আর্শাদ খানকে ওয়ার্নার এবং পৃথ্বী একটি করে ছয় মারেন। ২ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান দিল্লির। ৮ বলে ৮ রান ওয়ার্নারের। ৪ বলে ১০ রান পৃথ্বীর।

11 Apr 2023, 07:36:54 PM IST

প্রথম ওভারে হল ৭ রান

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে হল ৭ রান। এই ওভারে পৃথ্বী শ' একটি চার হাঁকিয়েছেন। ২ বলে ৫ রান পৃথ্বীর। ৪ বলে ২ রান ওয়ার্নারের। 

11 Apr 2023, 07:33:05 PM IST

খেলা শুরু

দিল্লির হয়ে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ' ওপেন করতে নেমেছেন। পৃথ্বী এই মরশুমে এখনও পর্যন্ত সে ভাবে নজর কাড়তে পারেননি। আজ কি পারবেন? বোলিং শুরু করেছেন মুম্বইয়ের জেসন বেহরেনডর্ফ।

11 Apr 2023, 07:26:31 PM IST

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

যশ ধুলের আইপিএলে অভিষেক হতে চলেছে। দিল্লির ঘরের মাঠে কি ঘুরে দাঁড়াতে পারবেন দিল্লি?দিল্লির একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ', মণিশ পাণ্ডে, যশ ধুল, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, এনরিখ নরকিয়া। 

11 Apr 2023, 07:20:38 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

দিল্লির বিরুদ্ধে ম্যাচে স্টাবসের জায়গায় মেরেডিথ খেলবেন। স্টাবস থাকবেন ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকায়। জোফ্রা আর্চারকে এই ম্যাচেও পাওয়া যাবে না।মুম্বইয়ের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হৃত্বিক শোকিন, আর্শাদ খান, পিযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, রিলি মেরিডিথ।

11 Apr 2023, 07:08:34 PM IST

টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স টস জিতে ফিল্ডিং নিল। টস জেতার পর রোহিত শর্মা বলেছেন, ‘আমরা প্রথম দুই ম্যাচে ব্যাট করেছি এবং যথেষ্ট ভালো করতে পারিনি। আমার মনে হয় শিশির একটা ফ্যাক্টর হবে। গত কাল (সোমবার) রাতে আমাকে এটাই বলা হয়েছিল। ’

11 Apr 2023, 06:08:50 PM IST

দিল্লির হকিকত

দিল্লির অবস্থা খুবই খারাপ। তারা হারের হ্যাটট্রিক করে ফেলেছে। লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে দলকে। দিল্লির প্রধান সমস্যা ব্যাটিং। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান করলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছে। পৃথ্বী শ ছন্দে নেই। মিচেল মার্শ দেশে ফিরে গিয়েছেন। তার ফলে বড় রান করতে সমস্যায় পড়ছে দিল্লি। হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে তাদের। মঙ্গলবার সামনে মুম্বই। জয়ে ফেরার এর থেকে সহজ সুযোগ পাবে না দিল্লি। কারণ, জোড়া হারে মুম্বই ক্রিকেটারদেরও মনোবল তলানিতে। তার সুবিধা নিতে হবে দিল্লিকে।

11 Apr 2023, 06:08:50 PM IST

মুম্বইয়ের হাল

মুম্বই নিজেদের প্রথম ২টি ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। দলের বোলিং ছন্দে নেই। জসপ্রীত বুমরা চোটের কারণে আইপিএলে নেই। জোফ্রা আর্চারকেও সব ম্যাচে খেলতে পারছেন না। ফলে প্রতিপক্ষের রান আটকাতে সমস্যায় পড়ছে মুম্বই। শুধু বোলাররা নন, তিলক বর্মা ছাড়া ব্যাটাররাও রানের মধ্যে নেই। রোহিত নিজে স্বীকার করে নিয়েছেন, ব্যাটাররা রান করতে না পারলে ম্যাচ জেতা কঠিন। দিল্লির বিরুদ্ধে ভুল শুধরে নামতে চাইছেন রোহিতরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হঠাৎ ভেঙে যাওয়া সম্পর্ক দেবে মানসিক কষ্ট, দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল T20 বিশ্বকাপে এক দশক পর জয়! স্কটল্যান্ডকে হারিয়ে চোখে জল বাংলাদেশের সুলতানাদের… সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.