২০১৭ থেকে এ পর্যন্ত মোট ৭টি আইপিএল মরশুমে মাঠে নামছেন রশিদ খান। আজ পর্যন্ত আর কোনও ভারতীয় ব্যাটসম্যান তাঁর বিরুদ্ধে যে স্পর্ধা দেখাতে পারেননি, তেমনই দুঃসাহসিক কাজ অনায়াসে করে দেখালেন সঞ্জু স্যামসন। রবিবার আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করার পথে রাজস্থান দলনায়ক রশিদের এক ওভারে পরপর ৩টি ছক্কা মারেন।
উল্লেখ্য, এর আগে আইপিএলে একজন মাত্র ক্রিকেটার রশিদের ওভারে ছক্কা মারার হ্যাটট্রিক করেছেন। যদিও তিনি তিনটি ছক্কায় সন্তুষ্ট হননি। ২০১৮ সালে আইপিএলে আফগান স্পিনারকে এক ওভারে পরপর ৪টি ছক্কা হাঁকান ক্রিস গেইল। সুতরাং ক্যারিবিয়ান কিংবদন্তির পরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এমন বিরল কৃতিত্ব অর্জন করেন স্যামসন।
এমনিতে টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের এক ওভারে পরপর ৩টি ছক্কা হাঁকানো অতি স্বাভাবিক বিষয়। আইপিএলে এমন ছবি দেখা যায় হামেশাই। চলতি মরশুমেই যশ দয়ালের এক ওভারে পরপর ৫টি ছক্কা মারেন রিঙ্কু সিং। তবে রশিদের বিরুদ্ধে এমন আগ্রাসী ব্যাটিং করার নজির খুব বেশি নেই।
শুরু থেকেই রশিদ খান আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক বোলার। তাঁর বিরুদ্ধে ব্যাট চালানোর আগে নিশ্চিতভাবেই দু'বার ভাবেন ব্যাটসম্যানরা। আসলে রশিদকে আক্রমণ করতে গিয়ে উইকেট খোয়ানোর আশঙ্কা থাকে ব্যাটসম্যানদের। সে কারণেই বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচিত হন আফগান তারকা। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-২০ বোলার তিনি। সুতরাং, আমদাবাদে বিন্দুমাত্র সমীহ না করে রশিদ খানকে সাধারণের পর্যায়ে নামিয়ে আনেন সঞ্জু।
গুজরাটের বিরুদ্ধে স্যামসন ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৬০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন। রশিদ খান ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৪৬ রান খরচ করেন।
উল্লেখ্য, রবিবার আমদাবাদে টস জিতে গুজরাটকে শুরুতে ব্যাট করতে পাঠায় রাজস্থান। গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৭ রান সংগ্রহ করে। শুভমন গিল ৩৪ বলে ৪৫ রান করে আউট হন। ৩০ বলে ৪৬ রান করেন ডেভিড মিলার।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৯.২ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। স্যামসনের হাফ-সেঞ্চুরি ছাড়া শিমরন হেতমায়ের ২৬ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। ম্যাচের সেরা হন হেতমায়ের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।