বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs LSG: ঋদ্ধি-গিলের তাণ্ডবে IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল GT

GT vs LSG: ঋদ্ধি-গিলের তাণ্ডবে IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল GT

শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। ছবি- এপি (AP)

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। দুর্দান্ত ব্যাটিং উপহার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিলের। সেই সঙ্গে এই ম্যাচে রেকর্ড গড়ল গুজরাট।

সুপার সানডের ডবল হেডারের ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। আমদাবাদের নরেন্দ্রে মোদী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বেশ চাপেই পড়ে যায় তারা। কারণ শুরু থেকেই দাপট দেখাতে থাকেন গুজরাটের দুই ওপেনার শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। এই দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগিয়ে যায় গুজরাট টাইটানস।

এই ম্যাচে দুই ওপেনারই অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ঋদ্ধিমান সাহা ৪৩ বলে ৮১ রান করে ফিরে যান। এই বঙ্গ সন্তান ১০টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন। পাশাপাশি শুভমন গিল ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন। তাঁর সংগ্রহে মাত্র ২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি সংগ্রহ করেন। এই দুই ওপেনারের ব্যাটে ভর করে করে মাত্র ২ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে গুজরাট টাইটানস। এছাড়াও হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৫ রান করনে। এবং ডেভিড মিলার ১২ বলে মাত্র ২১ রান করেন।

এই রান তোলের সঙ্গে সঙ্গে রেকর্ড গড়ল আশিস নেহরার দল। এই মরশুমে সবচেয়ে বেশি রানের তালিকায় জায়গা করে নিল গুজরাট। এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে রয়েছে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস ম্যাচ। পাশাপাশি আইপিএলের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল গুজরাট। মোহালিতে সেই ম্যাচে লখনউ ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে। জবাবে ২০১ রানেই থেমে যায় পঞ্জাবের ইনিংস। ৫৬ রানে ম্যাচ জিতে নেয় লখনউ।

ঠিক পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। সেই ম্যাচে ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলতে সক্ষম হয়। ৪৯ রানে ম্যাচ জিতে নেন সিএসকে।

তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। সেই ম্যাচে কেকেআরের বিরুদ্ধে সানরা ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমে যায় কেকেআর। ২৩ রানে ম্যাচ জিতে নেয় সানরা। ঠিক তারপরই এবারের আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় জায়গা করে নিল গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন