বদলা নিল গুজরাট টাইটানস। প্রথম পর্বে আমদাবাদে গিয়ে গুজরাট টাইটানসকে হারিয়ে দিয়ে আসে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের স্মৃতি এখনও নাইট সমর্থকদের কাছে টাটকা। শেষ ওভারে ৫টি ওভার বাউন্ডারি মেরে গুজরাটকে হারিয়ে ম্যাচ জিতে নেয় কেকেআর। এবার ফিরতি পর্বে কলকাতায় এসে নীতীশ রানাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল হার্দিক পান্ডিয়ার দল।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক। বৃষ্টিস্নাত ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে কেকেআর। দুর্দান্ত ব্যাটিং করেন রহমানউল্লাহ গুরবাজ।৩৯ বলে ৮১ রান করেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৫টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। শুধু রহমানউল্লাহ একাই নন, একই সঙ্গে বড় শট খেলতে থাকেন আন্দ্রে রাসেলও। মাত্র ১৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। ক্যারিবিয়ান তারকা তাঁর ইনিংসটি সাজান ২টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির মাধ্যমে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় গুজরাট। দুর্দান্ত ব্যাটিং করেন শুভমন গিল। ৮টি বাউন্ডারির সৌজন্যে ৩৫ বলে ৪৯ রান করেন তিনি। এছাড়াও বিজয় শংকর ২৪ বলে ২টি বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৫১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ডেভিড মিলার। ২টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১৮ বলে ৩২ রানে অপরাজিত থেকে গুজরাটকে জিতিয়ে দেন তারা।
পাশাপাশি গুজরাটের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জশ লিটল এবং নুর আহমেদ। তারা দুই বোলার ২ উইকেট করে নিয়েছেন। ম্যাচ শেষে এই দুই বোলারদের প্রশংসা করেন অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি জানান, 'এই পিচ পুরোপুরি ব্য়াটারদের জন্য। টি-টোয়েন্টিতে ১৮০ রান তোলে এই পিচে খুব একটা কঠিন কাজ নয়। কেকেআরও ভালো ব্যাটিং করেছে। গুরবাজ খুব ভালো ইনিংস খেলেছে। বল বুঝে শট খেলেছে। সেই সঙ্গে পাল্লা দিয়েছে আমাদের জশ ও নুর। দুর্দান্ত বল করেছে ওরা। খুব ভালো জায়গায় বল রেখে উইকেট তুলে নিয়েছে।'
গুজরাটকে এই ম্যাচ জিততে সাহায্য করেছেন বিজয় শংকরও। এই ব্যাটারেরও প্রশংসা করেছেন হার্দিক। তিনি বলেন, 'বিজয় শঙ্করের কথা অবশ্যই বলতে হবে। ও ফাইটার বিজয় শংকর। ও লড়াকু ইনিংস ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। বড় শট খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে। আমরা ওর থেকে এই ধরণের আরও ইনিংসের অপেক্ষার রয়েছি। আর ভালো লোকেদের সঙ্গে ভালো জিনিসই হয়। পাশাপাশি মিলারও খুব ভালো ইনিংস খেলেছে।সর্বোপরি খুব ভালো একটা ম্যাচ খেলা হয়েছে।'
এদিন বল হাতে একেবারেই ফর্মে ছিলেন না তারকা স্পিনার রশিদ খান। ৪ ওভার বল করে ৫৪ রান দেন তিনি। রশিদের পারফরম্যান্স নিয়ে হার্দিক বলেন, 'রশিদ আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সব ম্যাচ ভালো যাবে এমনটা কোথাও লেখা নেই। টি-টোয়েন্টিতে ৫০ রান দেওয়া অবশ্যই চিন্তার। তবে আমরা জিতেছি, এটাই আন্দের। আপাতত আমরা একেবারেই এই সব নিয়ে ভাবছি না। তবে এটা অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। সবাই ভালো খেলেছে, তাই আমরা জিততে পেরেছি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।