বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs KKR: 'আমার ৪৩ বছরের কেরিয়ারে রিঙ্কুর থেকে ভালো ইনিংস ২ টি দেখেছি', অভিভূত KKR কোচ

GT vs KKR: 'আমার ৪৩ বছরের কেরিয়ারে রিঙ্কুর থেকে ভালো ইনিংস ২ টি দেখেছি', অভিভূত KKR কোচ

ম্যাচ শেষে রিঙ্কুকে জড়িয়ে ধরলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ছবি- কেকেআর 

৯ এপ্রিল দিনটা হয়ত সারাজীবন মনে রাখবেন নাইট সমর্থক থেকে কোচিং স্টাফরা। এমন ম্যাচ হাতে গোনা ধরা পড়েছে ক্রিকেট বিশ্বে। কেকেআর কোচও তাঁর ৮৩ বছরের কেরিয়ারে মাত্র ২টি এই ইনিংস দেখেছেন।

মিডল-অর্ডার ব্যাটার রিঙ্কু সিং রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ইতিহাস তৈরি করেছেন। তাঁর দাপুটে ব্যাটিংয়ের সাহায্যে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসকে বধ করেছে কেকেআর। রিঙ্কু তাঁর এই ইনিংসের মাধ্যমে প্রত্যেক ভারতীয়দের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর এই পারফরম্য়ান্সের পর সবমহল থেকে শুভেচ্ছা আসতে শুরু করে।

কেকেআর দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও রিঙ্কুর এই ইনিংসের প্রশংসা করেছেন। সোশ্য়াল মিডায়ায় কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে তিনি বলেন, 'আমার ৪৩ বছরের ক্রিকেট কেরিয়ারে প্লেয়ার থেকে কোচ হয়েছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে আমার দুটো ইনিংস এখনও মনে রয়েছে। একটি রবি শাস্ত্রীর রঞ্জি ট্রফিতে ছয়টি ওভার বাউন্ডারি মারে। দ্বিতীয়টি ছিল, দুবাইতে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা। তারপর আমি দেখলাম তোমাকে।'

গুজরাটের বিরুদ্ধে খেলতে নেমে ২০৫ রানের লক্ষ্যমাত্রা পায় কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন হয় ৬ বলে ২৯ রান। উমেশ যাদব যশ দয়ালের বলে একটি সিঙ্গেল নেওয়ার পর রিঙ্কুকে খেলতে দেন। শেষ পাঁচ বলে পরপর পাঁচটি ওভার বাউন্ডারি মেরে ম্যাচ জেতান তিনি। ৪৮ বলে অপরাজিতা থাকেন নাইট ব্যাটার। রিঙ্কুর এই অসাধারণ পারম্য়ান্স বহুদিন ধরে যে ক্রিকেট বিশ্বে আলোচিত হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত প্রথম বলে এক রান নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেওয়ার বিষয়ে উমেশ যাদবের প্রশংসা করেন। তার সঙ্গে সঙ্গেই ভেঙ্কটেশ আইয়ারের অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্রশংসা করেন। ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ। অধিনায়ক নীতিশ রানারও প্রশংসা করতে ভুলিনি তিনি। পণ্ডিত স্যার বলেন, 'শেষ ওভারে প্রথম বলে একরান করে উমেশ। ফলে স্ট্রাইকে আসে রিঙ্কু। খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। রিঙ্কু তখন অনেক বল খেলে ফেলে। সেট হয়ে যায় ও। এছাড়াও আমাদের নীতিশ এবং আইয়ারের প্রশংসা করতেই হবে।'

পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিল এর দ্বিতীয় স্থানে রয়েছে নাইট বাহিনী। প্রথমে থাকা রাজস্থান রয়্য়ালসও দুটি ম্যাচ জিতেছে। কিন্তু এখানে তফাৎ গড়ে দিয়েছে রান রেট। রান রেটের বিচারে কলকাতা রাজস্থানের থেকে পিছিয়ে রয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে ১৪ এপ্রিল ঘরের মাঠ ইডেনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সবার প্রতি আমার…’ পিআর বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অপারশক্তি ‘ মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি, পদ চাইনা, ’, নবান্ন থেকে বার্তা মমতার স্নান পোশাক পরে বালিতে বসে রুক্মিণী! টেক্কার টিজার আসার আগে লিখলেন... 'ইটস টাইম ফর কলকাতা, সেরো ওঠো কলকাতা...', শাকিরার সুরে গান লিখলেন শ্রুতি বাংলা থেকেই রাজ্যসভায়, বুদ্ধের পর চলে গেলেন ইয়েচুরি, শূন্যতা বঙ্গ সিপিএমে জুনিয়র ডাক্তারকে হাতপাখা করছেন বৃদ্ধ, বলছেন, 'পাশে আছি, আন্দোলন চালিয়ে যাও' সেরা ছাত্র থেকে ছাত্রনেতা! বারবার রাজনীতির 'প্রথা' ভেঙেছেন ইয়েচুরি জেমির সতীর্থকে দলে নিয়ে ISL-এ চমক মহামেডানের, উচ্ছ্বসিত সমর্থকরা ISSF বিশ্বকাপ ফাইনালের জন্য দল ঘোষণা ভারতের, বিশ্রাম দেওয়া হল মনু ভাকেরকে লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.