বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: আমি নিজেকে অলরাউন্ডারই মনে করি, ‘স্মরণীয় দিনে’ বিধ্বংসী ইনিংস খেলে দাবি রশিদের

IPL 2022: আমি নিজেকে অলরাউন্ডারই মনে করি, ‘স্মরণীয় দিনে’ বিধ্বংসী ইনিংস খেলে দাবি রশিদের

সিএসকের বিরুদ্ধে ব্যাটিংরত রশিদ খান। ছবি- পিটিআই। (PTI)

সিএসকের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলেন রশিদ খান।

শুভব্রত মুখার্জি

চলতি আইপিএলের ২৯তম ম্যাচ আফগান ক্রিকেটার রশিদ খানের ক্রিকেট কেরিয়ারে চিরস্মরণীয় হয়ে থাকবে। চেন্নাই সুপার কিংস দলের বিরুদ্ধে গুজরাট টাইটানস দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে এদিন দলকে নেতৃত্ব দেন রশিদ খান। নেতৃত্ব দেওয়াই শুধু নয় এদিন ব্যাট, বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে দুরন্ত এক জয় এনে দিলেন রশিদ। ম্যাচ শেষে রশিদের অকপট স্বীকারোক্তি নেতৃত্ব দেওয়াটা ছিল স্বপ্ন আর সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল এই জয়।

গুজরাট টাইটানস দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন রশিদ খান জানান, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সবমিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব গভীরে নিয়ে যাব। আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। ডেভিডকে বলেছিলাম বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও। আমাদের লোয়ার অর্ডারটা খুব ভাল অনেকেই বড় শট মারতে পারে।’

একজন ব্যাটার কম খেলানো প্রসঙ্গে রশিদের দাবি, ‘আমি প্রথম পাচটা ম্যাচে একেবারেই ব্যাট করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই। হ্যাঁ, আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার উপর ভরসা রেখেছিলাম। মিলারের সঙ্গে আলোচনাও করি। মাথা ঠান্ডা রেখে নিজের জায়গায় বল পেলেই বড় শট মারার চেষ্টা করেছি।’

তিন ওভারে ৪৮ রান বাকি থাকা অবস্থায়, ক্রিস জর্ডনের বিরুদ্ধে ১৮তম ওভারে রশিদ ২৫ রান করেন। এই ওভারই খেলার মোড় ঘুরিয়ে দেয়। এই প্রসঙ্গে রশিদর জবাব, ‘জর্ডনের তৃতীয় ওভারের ওই সময়টায় আমাকে রান করার ক্ষেত্রে এগিয়ে আসতে হত। তার একটা বড় কারণ ছিল বাউন্ডারিগুলো বেশ ছোট ছিল। আমি মিলারকে বলেছিলাম এই ওভারে ২০ রান করতে পারলে পরবর্তী দুই ওভারে আমরা ৩০ রান করতে পারব। সৌভাগ্যবশত আমি যেখানে চেয়েছিলাম ওদের (চেন্নাই) বোলাররা সেখানেই বল করেছে।’

বন্ধ করুন