এ মরশুমের শুরুটা দারুণভাবে করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মরশুম যত এগোচ্ছে ততই দলের পারফরম্যান্স নীচের দিকে নামছে। গুজরাট টাইটানস ম্যাচ মিলিয়ে এ মরশুমে নাগাড়ে নিজেদের চতুর্থ ম্যাচে পরাজিত হল নাইট বাহিনী। মাত্র ১৫৭ রান তাড়া করতে নেমেও ব্যর্থ হয় কেকেআর।
একেবারে শুরু থেকেই নাইট ইনিংস কোনও সময়ই তেমন গতি পায়নি। মাত্র ৩৪ রানে চার উইকেট হারানোর পর মূলত আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪৮ রানের সৌজন্যেই শেষ অবধি ম্যাচে ছিল কেকেআর। তবে ম্যাচের শেষ ওভারে বড় শট হাঁকাতে গিয়ে রাসেল আউট হওয়ার পরে আর জয়ের আশা ছিলও না। শেষমেশ আট রানে পরাজিত হয় কেকেআর। দলের এই ব্যাটিং ব্যর্থতা নিয়ে একেবারেই চিন্তিত নন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বরং, তাঁর মত তাঁর দলের ব্যাটাররা নাকি ভালই পারফর্ম করছেন।
ম্যাচ শেষে নাইট কোচ বলেন, ‘আমাদের ব্যাটাররা তো ভালই পারফর্ম করছে। আমরা গত ম্যাচে ২১০ মতো করেছিলাম, প্রথমে ব্যাট করে (সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে) ১৭০-র অধিক রান করেছিলাম। আমাদের ব্যাটাররা মোটামুটি তো ভালই খেলছে। ৩৪ রানে চার উইকেট হারানোর পর, ইনিংস আবার তৈরি করে শেষের দিকে রাসেলের ব্যাট হাতে ঝড় তোলাটা দারুণ ছিল। তবে দুর্ভাগ্যবশত তা যথেষ্ট ছিল না।’ আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতলেও, ম্যাকালাম আশাবাদী তাঁর দল এখনও প্লে-অফের যোগ্যতাঅর্জন করতে পারবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচে নামবে কেকেআর।