বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ছেলের জন্যই এখনও খেলছি- পিযূষের বিধ্বংসী পারফরম্যান্সের আসল রহস্য ফাঁস হল এবার

IPL 2023: ছেলের জন্যই এখনও খেলছি- পিযূষের বিধ্বংসী পারফরম্যান্সের আসল রহস্য ফাঁস হল এবার

ছেলেই অনুপ্রেরণী পিযূষ চাওলার।

ভারতীয় দলে এখন আর সুযোগই পান না পীযূষ। তবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই দাপট দেখাচ্ছেন তিনি। পিযূষ বলেছেন, এখন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা তাঁর ছেলে।

পিযূষ চাওলা এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তবু তিনি আইপিএল মাতিয়ে রেখেছেন। তাঁর ভেল্কিতেই কুপোকাত হচ্ছে বিপক্ষের ব্যাটাররা। ১২ ম্যাচে ১৯টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় তিনে রয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁর দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট মহল। তবে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে ৩৪ বছরের তারকার এমন বিধ্বংসী পারফরম্যান্সের পিছনে আসল রহস্য কী? নিজেই খোলসা করেছেন পিযূষ।

ভারতীয় দলে এখন আর সুযোগই পান না পীযূষ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই দাপট দেখাচ্ছেন তিনি। পিযূষ বলেছেন, এখন ক্রিকেট খেলাটা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা তাঁর ছেলে। মুম্বই ইন্ডিয়ান্সের তারকা স্পিনার বলেছেন, ‘আমি আমার ছেলের জন্য খেলছি। আমি যখন আমার প্রাইম টাইমে খেলতাম, তখন ও খুব ছোট ছিল। এখন ও খেলাটা বুঝতে শুরু করেছে। যদিও ওর বয়স এখন সবে ৬। কিন্তু ও সত্যিই ক্রিকেট অনুসরণ করে এবং খেলা বোঝেও। তাই আমি ওর জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। ও ম্যাচের পরপরই এটা নিয়ে পর্যালোচনা করে। ও আমার সবচেয়ে বড় সমালোচক।’

আরও পড়ুন: 6-1w-6-W-6-6-6- এই এক ওভারেই বদলাল ম্যাচের রং, সানরাইজার্সের হাত থেকে গলল ম্যাচ

গত বারের আইপিএলে খেলেননি পিযূষ চাওলা। মুম্বই ইন্ডিয়ান্স ৫০ লক্ষ টাকা দিয়ে মিনি নিলামে এই মরশুমে কেনে তাঁকে। মুম্বই দলের একাধিক বোলারের চোট। এমন অবস্থায় দলের ভরসা হয়ে উঠেছেন চাওলা। তিনিই নেতৃত্ব দিচ্ছেন মুম্বই দলের বোলিং আক্রমণকে। পিযূষ এর আগে একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে রোজ বল করি। যাতে ও ভাল ব্যাটার হতে পারে। আমি চাই না ও বোলার হোক। ব্যাটার হয়ে আইপিএলে বিরাট টাকা পাক।’ মুম্বই দলে পিযূষ চাওলার সঙ্গে তাঁর পরিবারও রয়েছে। ছেলেও রোজ খেলা দেখতে যায় বাবার। গ্যালারিতে বসে ‘পাপা পাপা’ বলে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। আর সেটাই এখন পিযূষের অনুপ্রেরণা।

আরও পড়ুন: MI জিতে তিনে লাফ, কঠিন হল RR, LSG এবং RCB-র পথ

ভারতের হয়ে তিনটি টেস্ট, ২৫টি এক দিনের ম্যাচ এবং সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পিযূষ। তাঁর ঝুলিতে ৪৩টি উইকেট রয়েছে। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

২০২৩ আইপিএলে পিযূষ নিজের প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, কী ভাবে পার্থিব প্যাটেল এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে সাহায্য করেছিল। তিনি ঘরোয়া টুর্নামেন্টে খেলেই নিজের অনুশীলন করেছিলেন। পার্থিব বলেছেন, ‘আমি শুধু প্রত্যাবর্তন করতে চেয়েছিলাম। কারণ আমার খেলার তাগিদ ছিল। আগে কখনও সব ক্যাম্পে যেতাম না, কিন্তু এই বছর সব ক্যাম্পে গিয়েছি। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাকে অনেক সাহায্য করেছে এবং পার্থিব প্যাটেলও আমাকে সাহায্য করেছে। তার পরে, আমি সব টুর্নামেন্টে খেলেছি, ডিওয়াই পাতিল, মুস্তাক আলি এবং বিজয় হাজারে। আমি ম্যাচে বল করতে চেয়েছিলাম। নেটে বহু বল করেছি।’

বন্ধ করুন