বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: সামনে প্লে-অফের হাতছানি, ধরমশালায় দলাই লামার সঙ্গে সাক্ষাৎ PBKS ক্রিকেটারদের

IPL 2023: সামনে প্লে-অফের হাতছানি, ধরমশালায় দলাই লামার সঙ্গে সাক্ষাৎ PBKS ক্রিকেটারদের

দলাই লামার সঙ্গে সাক্ষাৎ (ANI Photo)

স্যাম কারেন-সহ পঞ্জাব কিংসের তারকারা দেখা করেন দলাই লামার সঙ্গে। এই ছবি পোস্ট করা হয় পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়াতেও। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে বুধবার মুখোমুখি হয়েছে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দল। প্লে অফের লড়াই থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে দিল্লি দল। অঙ্কের হিসেবে এখনও প্লে অফে যেতে পারে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। আর এমন আবহেই ম্যাচ শুরুর আগেই বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্জাব কিংসের ক্রিকেটাররা। হিমাচল প্রদেশের ধরমশালাতে এই ম্যাচ শুরুর আগেই গোটা দল গিয়েছিল দলাই লামার আশীর্বাদ নিতে।

স্যাম কারেন-সহ পঞ্জাব কিংসের তারকারা দেখা করেন দলাই লামার সঙ্গে। এই ছবি পোস্ট করা হয় পঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়াতেও। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ। টুইট করে তারা লেখেন, 'আমাদের গোটা দল খুব সৌভাগ্যবান। তারা আজ দলাই লামার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। তাঁর আশীর্বাদধন্য হয়েছেন।' চলতি আইপিএলে পঞ্জাব কিংসের শুরুটা ভালো হলেও তারা মাঝপথে ছন্দ হারায়। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট তালিকায় তারা রয়েছেন অষ্টম স্থানে। তাদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। অঙ্কের হিসেবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা তাদের থাকলেও সামনের পথ অত্যন্ত কঠিন।

ফলে গুরুত্বপূর্ণ অথচ কঠিন লড়াই লড়ার আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করতে এবং চাপমুক্ত রাখতেই এই অভিনব উদ্যোগ। চলতি আইপিএলে পঞ্জাবের হয়ে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করেছেন শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, প্রভসিমরন সিংরা। পঞ্জাব ম্যানেজমেন্ট স্বাভাবিকভাবেই আশা করবে দিল্লির বিরুদ্ধেও যাতে তারা তাদের ফর্ম ধরে রাখতে পারে। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে পঞ্জাবকে শুধু জিতলে চলবে না। তাদেরকে জিততে হবে বড় ব্যবধানে। কারণ পয়েন্টের পাশাপাশি প্লে অফের লড়াইতে গুরুত্বপূর্ণ হতে চলেছে নেট রান রেটও।

বন্ধ করুন