গত মরশুমের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২২ গজে আগুন ঝরিয়েছিলেন জম্মু-কাশ্মীরের নবীন তারকা পেসার উমরান মালিক। এরপর ভারতীয় সিনিয়র দলে জায়গাও করে নেন তিনি। তবে চলতি আইপিএলে আগের বছরের ফর্মের ধারেকাছে নেই তিনি। মাত্র কয়েকটা ম্যাচ খেলার পরে বাদ পড়তে হয়েছে সানরাইজার্স দল থেকে। বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে ও প্রথম একাদশে জায়গা পাননি উমরান। উমরানকে নিয়ে প্রশ্ন করা হলে সানরাইজার্স অধিনায়ক এডেন মার্করাম জানিয়েছেন তিনি নাকি জানেন না কি কারণে প্রথম একাদশে সুযোগ পাননি উমরান মালিক!! এমন আবহেই সানরাইজার্স ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন প্রাক্তন হায়দরাবাদ তারকা ইউসুফ পাঠান। ব্রায়ান লারা সমৃদ্ধ হায়দরাবাদ কোচিং স্টাফদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য গতবার তো ওঁর সাফল্যে কৃতিত্ব তোমরা দাবি করেছ! তাহলে এই বছর যখন উমরান ফর্মহীনতায় ভুগছে তখন কেন ওঁকে সেই সাপোর্ট দেওয়া হচ্ছে না?
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ' গত বছর উমরান দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তোমরা তো সবাই সেই সাফল্যের কৃতিত্ব নিয়েছ। তবে এই বছর ওঁর কিছুটা খারাপ সময় গেছে। ও কি তোমাদের সেই সমর্থনটা পেয়েছে? ওঁকে কি এই বছর সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? তোমরা কি ওঁকে সঠিকভাবে ব্যবহার করেছ? উমরান একজন নবীন পেসার। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা উমরান। আন্তর্জাতিক স্তরে যখন ও ভারতীয় সিনিয়র দলের হয়ে সুযোগ পেয়েছে ও বেশ ভালো পারফরম্যান্স করেছে। হায়দরাবাদ ওকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করেনি। আমি এটা বলতে পারি যে ফ্রাঞ্চাইজিতে অন্য অনেক ক্রিকেটারের সঙ্গে ও এমনটা করা হয়েছে।'
তিনি আরো যোগ করেন ' টিম ম্যানেজমেন্টের এটা বোঝা উচিত কখন কোন ক্রিকেটারকে সাপোর্ট দেওয়া উচিত । যদি আমরা অভিষেক শর্মার উদাহরণ ধরি তাহলে দেখব গতবছর দল ওঁকে সাপোর্ট করে ওপেনার হিসেবে খেলিয়েছে। ও খুব ভালো খেলেছে। এই বছরে টিম ম্যানেজমেন্ট ওঁর ব্যাটিং পজিশনে ঘনঘন পরিবর্তন করেছে। যা প্রভাব ফেলেছে ওঁর পারফরম্যান্সে। একটা সময়ে তো ওঁকে বসিয়ে দিয়েছিল। বিপক্ষের সঙ্গে তোমাকে খেলতে হবে। তোমার নিজের দলের ক্রিকেটারের সঙ্গে কখনোই এটা করা উচিত নয়।' হায়দরাবাদ ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে। দলে বড়সড় কিছু পরিবর্তন করেও তারা এবার সাফল্য পান নি। আইপিএলের গতির সঙ্গেই খাপ খাওয়াতে পারেননি বলে জানিয়েছেন হেড কোচ ব্রায়ান লারা। সেই কারণেই বোধহয় গতির সওদাগর উমরানও ক্রমশ হারিয়ে গিয়েছেন অন্তরালে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।