বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs GT: ফর্মুলা নিতান্ত সরল, ইডেনের রানের খনিতে বোলারদের সফল হওয়ার রাস্তা দেখালেন জোশ লিটল

KKR vs GT: ফর্মুলা নিতান্ত সরল, ইডেনের রানের খনিতে বোলারদের সফল হওয়ার রাস্তা দেখালেন জোশ লিটল

উচ্ছ্বসিত জোশ লিটল। ছবি- এএফপি।

Kolkata Knight Riders vs Gujarat Titans IPL 2023: জলে যায়নি গুজরাটের ‘সাড়ে চার’ কোটি, ইডেনে ম্যাচের সেরা হয়ে বোঝালেন আইরিশ তারকা, জানালেন সাফল্যের রহস্য।

৪ কোটি ৪০ লক্ষ টাকার বিশাল অঙ্কে এক আইরিশ বোলারকে গুজরাট টাইটানস কেনার পরে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর ধারণা ছিল যে, আয়ারল্যান্ডের ক্রিকেটারকে নিশ্চিতভাবেই খুব বেশি ম্যাচে মাঠে নামাবে না টাইটানস। তাই রিজার্ভ বেঞ্চ গরম করার জন্য এত টাকা খরচ করা গুজরাটের বোকামি হয়েছে বলেই মত ছিল সবার।

প্রথমত, গুজরাট টাইটানস সকলকে ভুল প্রমাণিত করে। তারা আলজারি জোসেফের মতো প্রতিষ্ঠিত বোলারের থেকেও বেশি আস্থা রাখে লিটলের উপরে। নিজেদের প্রথম ৮টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচে টাইটানস মাঠে নামায় লিটলকে। কয়েকটি ম্যাচে রান খরচ করলেও আইরিশ তারকাকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দেননি হার্দিকরা।

দ্বিতীয়ত, লিটল টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রেখে বুঝিয়ে দেন, তাঁর উপর মোটা অঙ্কের বিনিয়োগ করে ভুল করেনি গুজরাট। আইপিএলের আবহে সড়গড় হওয়ার পরেই নিজের জাত চেনাতে শুরু করেন জোশ। আগে তিনটি ম্যাচে ১টি করে উইকেট নিয়েছিলেন লিটল। তবে শনিবার ইডেনে দুর্দান্ত বল করে ম্যাচ গুজরাটের জয়ে মুখ্য ভূমিকা নেন তিনি।

ইডেনের পিচে রানের হদিশ ছিল। কলকাতা যদি প্রথমে ব্যাট করে ২০০ রানের গণ্ডি টপকে যেত, তবে টাইটানসের পক্ষে রান তাড়া করা কঠিন হতো সন্দেহ নেই। লিটল এমন ব্যাটিং পিচেও ৪ ওভার বল করে মাত্র ২৫ রান খরচ করেন। সেই সঙ্গে তুলে নেন মূল্যবান ২টি উইকেট। চলতি মরশুমে কেকেআরেরে সেরা দুই ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানাকে একই ওভারে ফিরিয়ে দেন লিটল।

আরও পড়ুন:- KKR vs GT: কালবৈশাখী নয়, বিজয় ঝড়ে তছনছ কেকেআরের সাজানো বাগান, ঘরের মাঠে হার কলকাতার

পরে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে রিঙ্কু সিংয়ের অনবদ্য ক্যাচও ধরেন গুজরাট টাইটানসের আইরিশ তারকা। সঙ্গত কারণেই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করা বিজয় শঙ্করকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লিটল।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটল মেনে নেন যে, আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নেমে নার্ভাস ছিলেন। তবে এখন আইপিএলের আবহের সঙ্গে সড়গড় হয়ে উঠেছেন। ইডেনের পিচে নিজের সাফল্যের পিছনেও কত সহজ সরল পরিকল্পনা ছিল, সেটাও জানাতে ভোলেননি তিনি। তাঁর দাবি, সঠিক লেনথে বল রাখো এবং বলকে কথা বলতে দাও, তাহলেই মিলবে সাফল্য।

আরও পড়ুন:- ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস লখনউয়ের, অল্পের জন্য রক্ষা পেল RCB-র রেকর্ড

লিটল বলেন, ‘ম্যাচের আগে হার্দিকের সঙ্গে কথা বলছিলাম। অকারণ জটিলতায় না গিয়ে সহজ সরলভাবে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক করেছিলাম সঠিক জায়গায় বল রাখব। বলকে নিজের কাজ করতে দেব। আমি খুশি যে, আজ সেটা ঠিকঠাক করতে পেরেছি।’

তিনি আরও যোগ করেন, ‘প্রথম ম্যাচে মাঠে নামলে একটু নার্ভাস লাগে। বিশেষ করে আইপিএলের প্রথম ম্যাচ হলে। এখন আমি ঠিকমতো মানিয়ে নিতে পেরেছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.