বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: নেটের দড়িতে পা জড়িয়ে সজোরে আছাড়, WTC Final-এর আগে উনাদকাটের চোটে ঘোর দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া- ভিডিয়ো

IPL 2023: নেটের দড়িতে পা জড়িয়ে সজোরে আছাড়, WTC Final-এর আগে উনাদকাটের চোটে ঘোর দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া- ভিডিয়ো

চোট পেলেন জয়দেব উনাদকাট। ছবি- বিসিসিআই।

LSG IPL 2023: আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচের আগে অনুশীলনে কীভাবে চোট পেলেন উনাদকাট, দেখুন সেই দুশ্চিন্তায় ফেলা ভিডিয়ো।

শুধু লখনউ সুপার জায়ান্টস শিবির নয়, বরং ঘোর দুশ্চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বড়সড় চোট পেয়ে বসলেন নির্ভরযোগ্য পেসার জয়দেব উনাদকাট।

আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৩-র ফিরতি লিগ ম্যাচের আগে অনুশীলেনর সময় কাঁধে চোট পান উনাদকাট। তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ে পাঠানো হয় স্ক্যানের জন্য। কীভাবে চোট পেয়েছেন উনাদকাট, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিসিসিআই। যদিও চোট কতটা গুরুতর সে বিষয়ে বোর্ডের তরফে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি।

রবিবার লখনউয়ের নেটে ঘটে এই দুর্ঘটনা। আইপিএলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়োয় দেখা যায় যে, অনুশীলনে বল করার পরে ফলো-থ্রুয়ে এগিয়ে যাওয়ার সময় নেটে টান দিয়ে রাখা দড়িতে পা জড়িয়ে যায় উনাদকাটের। তিনি সজোরে আছাড় খান পিচের উপর। উনাদকাট বাঁ-কাঁধের উপর ভর দিয়ে মাটিতে পড়েন। তার পরেই তাঁকে যন্ত্রণাকাতর অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়।

আরও পড়ুন:- LSG vs RCB: চোটের ঝুঁকি সত্ত্বেও সামনে ঝাঁপিয়ে প্রভুদেশাইয়ের দুর্দান্ত ক্যাচ ধরলেন গৌতম- ভিডিয়ো

উনাদকাট নিজের বাঁ-হাত জার্সিতে স্লিংয়ের মতো ঝুলিয়ে মাঠ ছাড়েন। কাঁধে আইসপ্যাক দিতে দেখা যায় লখনউয়ের সাপোর্ট স্টাফকে। আইপিএলের তরফে উনাদকাটের দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার কামনা করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হল, উনাদকাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে নির্বাচিত হয়েছেন। আইপিএলের ঠিক পরেই ইংল্যান্ডের ওভালে খেলা হবে ডব্লিউটিসি ফাইনাল। উনাদকাটের চোট গুরুতর হলে নিশ্চিতভাবেই সমস্যায় পড়বে ভারতীয় দল।

আরও পড়ুন:- MI vs RR: রোহিতের গুগলি ধরতেই পারলেন না হর্ষ, সঞ্চালককে বোকা বানিয়ে হেসেই খুন হিটম্যান- ভিডিয়ো

শুধু উনাদকাটই নন, সোমবার আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান লখনউ সুপার জায়ান্টসের দলনায়ক লোকেশ রাহুলও। তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। চোটের জন্য তিনি লখনউয়ের হয়ে ওপেন করতে পারেননি। লোকেশ রাহুলের চোট যদি গুরুতর হয়, তবে ভারতীয় দল নিশ্চিতভাবেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কোণঠাসা হয়ে পড়বে। কেননা নির্বাচিত ভারতীয় স্কোয়াডে নাম রয়েছে লোকেশেরও। দুই তারকার মধ্যে কেউ যদি বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে যান, তবে জাতীয় নির্বাচকদের পরিবর্ত ক্রিকেটার খোঁজার দিকে নজর দিতে হবে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন