চেন্নাই সুপার কিংসের বোলাররা দুরন্ত গতিতে শুরু করেছিলেন। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখান থেকে ম্যাচের রং বদলে দেন বাদোনি। তিনি একা কুম্ভ রক্ষা করার লড়াই চালান। বৃষ্টি নামার আগে পর্যন্ত ৩৩ বলে ৫৯ করে অপরাজিত ছিলেন বাদোনি। তার জন্যই লখনউ ১২৫ রানে পৌঁছায়। যদিও ইনিংসের চার বল বাকি থাকতেই বৃষ্টি নামে। আর সেই বৃষ্টিতে পুরো ধুয়ে যায় ম্যাচ। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।
ম্যাচ শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল
বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ম্য়াচ। বাদোনির লড়াই জলে গেল। সিএসকে বোলাররাও নিঃসন্দেহে আফসোস করবে। ম্যাচ না হওয়ায় মুষড়ে পড়েছে। দুই দলই। যাইহোক ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই এক করে পয়েন্ট পেল।
বৃষ্টি পড়েই চলেছে
বৃষ্টি থামার কোনও নাম নেই। পড়েই চলেছে। খেলা কি আদৌ শুরু হবে? এখনও কিছুই বোঝা যাচ্ছে না।
কৃষ্ণাপ্পা গৌতম আউট হতেই বৃষ্টি শুরু
ফের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ২০তম ওভারের দ্বিতীয় বলে কৃষ্ণাপ্পা গৌতম আউট হওয়ার পরেই বৃষ্টি শুরু। পিচ কভার করা হয়েছে। খেলা বন্ধ। পাথিরানার বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গৌতম। তাঁর সংগ্রহ ৩ বলে ১ রান। ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান। ৩৩ বলে ৫৯ রান বাদোনির।
হাফসেঞ্চুরি বাদোনির
১৯তম ওভারে হল ২০ রান। এই ওভারে দীপক চাহারকে দু'টি ছক্কা এবং একটি চার হাঁকিয়েছেন বাদোনি। ওভারের তৃতীয় বলে ছয় হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন বাদোনি। ওভার শেষে লখনউয়ের রান ৬ উইকেটে ১২৫। ৩৩ বলে ৫৯ করেছেন বাদোনি। ১ বলে ১ রান গৌতমের।
১৮তম ওভারে ১০০ পার করলেও, লখনউ ষষ্ঠ উইকেট হারাল
১৮তম ওভারে ১০০ পার করল লখনউ। তবে এই ওভারেই পড়ল পুরানের উইকেট। ওভারের চতুর্থ বলে মইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পুরান। তাঁর সংগ্রহ ৩১ বলে ২০। ১৮ ওভারে শেষে ৬ উইকেটে ১০৫ রান লখনউয়ের। ২৭ বলে ৩৯ করে ফেলেছেন বাদোনি। পুরানের পরিবর্তে নেমে কৃষ্ণাপ্পা গৌতম ১ বলে ১ করেছেন।
১৭তম ওভারে হল ১৫ রান
এই ওভারে ইনিংসের সবচেয়ে বেশি রান হল। বাদোনি এই ওভারে থিকসানাকে চার, ছক্কা- সব হাঁকিয়েছে। মোট ১৫ রান হয়েছে এই ওভারে। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ৯৮ রান লখনউয়ের। ২৪ বলে ৩৪ করে ফেলেছেন বাদোনি। পুরান ২৯ বলে ১৯ করে ক্রিজে রয়েছেন।
১৫তম ওভারে লখনউয়ের সংগ্রহ ৭৩/৫
১৫ ওভার শেষ। ১০০ রানও হল না। ৫ উইকেট হারিয়ে লখনউয়ের সংগ্রহ ৭৩ রান। মহেশ থিকসানার এই ওভারে তাও ১১ রান হল। ক্রিজে রয়েছেন বাদোনি (১৭ বলে ১৮ রান) এবং পুরান (২৪ বলে ১৬ রান)।
৫০ পার করল লখনউ
১২তম ওভারে অবশেষে ৫০ পার করল লখনউ। বেহাল দশা এসএসজি ব্যাটিংয়ের। ১২ ওভার শেষে ৫ উইকেটে ৫২ রান লখনউয়ের। ক্রিজে রয়েছেন আয়ুষ বাদোনি (৭ বলে ৪) এবং নিকোলাস পুরান (১৬ বলে ৯)।
কর্ণকে ফেরালেন মইন
রান হচ্ছে না। অথচ একের পর এক উইকেট পড়ে চলেছে। ৫০ রানও হয়নি, ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বসে থাকল লখনউ। দশম ওভারের চতুর্থ বলে বোলার মইনের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরলেন কর্ণ। ১৬ বল খেলে মাত্র ৯ করেছেন কর্ণ। ১০ ওভার শেষে ৫ উইকেটে ৪৪ রান লখনউয়ের। ক্রিজে রয়েছেন আয়ুষ বাদোনি (২ বলে ০) এবং নিকোলাস পুরান (৯ বলে ৫)।
জাদেজা ফেরালেন স্টোইনিসকে
মার্কাস স্টোইনিসকে ফেরালেন রবীন্দ্র জাদেজা। সপ্তম ওভারের পঞ্চম বলে স্টোইনিসকে বোল্ড করেন জাড্ডু। ৪ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন স্টোইনিস। ৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে লখনউ। হয়েছে মাত্র ৩৪ রান। ৮ বলে ৪ রান কর্ণ শর্মার। স্টোইনিসংর পরিবর্তে নামা নিকোলাস পুরান ১ বল খেললেও রানের খাতা খোলেনি।
ষষ্ঠ ওভারে জোড়া ধাক্কা, পাওয়ার প্লে-তে হল মাত্র ৩১/৩
ষষ্ঠ ওভারে বড় ধাক্কা খেল লখনউ। জোড়া উইকেট এই ওভারে হারাল তারা। মহেশ থিকসানা এই ওভারে ফেরান মনন ভোরা এবং ক্রুনাল পাণ্ডিয়াকে। ওভারের চতুর্থ বলে বোল্ড হন ভোরা। তাঁর সংগ্র ১১ বলে ১০ রান। ক্রুনাল গোল্ডেন ডাক করে রাহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শেষ বলে ক্রুনালের পরিবতে নামা স্টোইনিস একটি চার মারেন। সেই সঙ্গে পাওয়ার প্লে-তে ৩০ রানের গণ্ডি টপকায় লখনউ। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩১ করেছে তারা। ৬ বলে ৩ রান কর্ণ শর্মার। ১ বলে ৪ রান স্টোইনিসের।
প্রথম উইকেট হারাল লখনউ
চতুর্থ ওভারেই স্পিনারকে নিয়ে আসেন ধোনি। মইন আলি বল করতে এসেই বড় ধাক্কাটা দেন লখনউকে। প্রথম উইকেট হারাল এলএসজি। ১৭ বলে ১৪ করে সাজঘরে ফিরলেন মেয়ার্স। মইনের বলে ক্যাচ ধরেন রুতুরাজ। ৪ ওভার শেষে ১ উইকেটে ১৯ রান লখনউয়ের। ৫ বলে ৪ রান ভোরার। মেয়ার্সের বদলে নেমে কর্ণ শর্মা ২ বলে ১ রান করেছেন।
তৃতীয় ওভারে হল ১০ রান
দীপক চাহারকে পিটিয়ে লখনউ ১০ রান নিল এই ওভারে। তৃতীয় ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১৬ রান লখনউয়ের। ১৪ বলে ১৩ রান মেয়ার্সের। ৪ বলে ৩ রান ভোরার।
কিপটের মতো রান দিলেন তুষার
তুষার দেশপাণ্ডে দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দিলেন। ১ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৬ রান লখনউয়ের। ৯ বলে ৪ রান মেয়ার্সের। ভোরা করেছেন ৩ বলে ২ রান।
প্রথম ওভারে ৫ রান দিলেন চাহার
প্রথম ওভারে শুরুটা খারাপ করলেন না দীপক চাহার। তিনি মাত্র ৫ রান দিলেন। তবে ওভারের শেষ বলে মেয়ার্স ৪ হাঁকান। বাকি পাঁচ বলে হয়েছে ১ রান। মেয়ার্স ৫ বলে ৪ রান করেছেন। ভোরা ১ বলে ১ করেছেন।
ব্য়াট করা শুরু লখনউয়ের
লখনউয়ের ব্যাটিং শুরু। রাহুলের জায়গায় কাইল মেয়ার্সের সঙ্গে মনন ভোরা ওপেন করেছেন। চোট সারিয়ে মাঠে ফিরে বল হাতে ওপেন করলেন দীপক চাহার।
লখনউয়ের একাদশ
লখনউয়ে কেএল রাহুল ছিটকে গিয়েছেন। এ দিকে দলে ঢুকেছেন মনন ভোরা এবং কর্ণ শর্মা।লখনউয়ের একাদশ: মনন ভোরা, কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস, ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), কর্ণ শর্মা, নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন-উল-হক, রবি বিষ্ণোই এবং মহসিন খান।
চেন্নাইয়ের প্রথম একাদশ
চেন্নাই সুপার কিংস দলে একটি পরিবর্তন করেছে। আকাশ সিং-এর জায়গায় দীপক চাহার এসেছে দলে।সিএসকে-র একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপাণ্ডেে, মহেশ থিকশানা।
টস জিতল চেন্নাই
টসে জিতে প্রথমে বোলিং নিল মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রুনাল জানিয়েছেন, টস জিতলে তারা ব্যাটিং-ই নিত।
রাহুলের না থাকাটা চাপ, অধিনায়ক ক্রুনাল
চোটের কারণে চেন্নাই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল। তিনি এ বার আইপিএলে আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। রাহুলের বদলে লখনউকে নেতৃত্ব দেবেন ক্রুনাল পাণ্ডিয়া। জয়দেব উনাদকাটও চোটের কারণে ছিটকে গিয়েছেন।
পিছিয়ে গেল টস
লখনউয়ে বৃষ্টি চলছিল। মাঠ কভার করে রাখতে হয়েছিল। যে কারণে টস পিছিয়ে যায়। তবে বৃষ্টি থেমে হালকা রোদ উঠেছে। কভার তোলা হয়েছে। টস হবে বিকেল সাড়ে তিনটে নাগাদ। ম্যাচ শুরু হবে ৩.৪৫-এ।
জয়ে ফিরতে মরিয়া লখনউ এবং চেন্নাই
লখনউ ও চেন্নাই দুটো দলই প্রথম চারের মধ্যে রয়েছে। সিএসকে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচ হেরে লখনউ এখন ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। দু'টি দলের কাছেই জয়ের ফেরার তাগিদ। লখনউ শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে হেরে গিয়েছে। চেন্নাইয়ের পরিস্থিতিও এক। ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ হেরেছিলেন ধোনিরা। টানা দুই ম্যাচে হারের পর অ্যাওয়ে ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইয়েলো ব্রিগেড।
বিতর্ক ভুলে একানাতে নতুন লড়াই
গত সোমবার লখনউয়ের একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামের মাঠেই ঝামেলা-বিবাদে জড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। ম্যাচটি ছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। দুই তারকার বিবাদের রেশ এখনও চলছে। তারই মধ্যে একদিনের বিরতিতে ফের ঘরের মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। চলতি মরসুমে প্রথম বার লখনউয়ে পা রেখেছে মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোম্পানি।