শুভব্রত মুখার্জি: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে WPL-এর উপলক্ষে একজোট হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দল। সেখানেই অনুশীলন ক্যাম্প করছে RCB। ডব্লুপিএল শুরু হচ্ছে ৪ মার্চ থেকে। তার আগে প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্ট। কঠোর অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেল তাদের। পাশাপাশি তাদের বিদেশি তারকারা ও যোগ দিলেন এই ক্যাম্পে। ড্যান ভ্যান নিকার্ক, এরিন বার্নসরা যোগ দিয়েছেন দলের সঙ্গে। মুম্বইতে দল উড়ে যাওয়ার আগেই তাঁরা যোগ দিয়েছেন স্কোয়াডের সঙ্গে।
যদিও অধিনায়ক স্মৃতি মান্ধনা এখনও দলের সঙ্গে যোগ দেননি। উল্লেখ্য তিনি সদ্য শেষ হওয়া মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৫ রানে হারতে হয়েছিল ভারতকে।আশা করা হচ্ছে স্মৃতি সরাসরি মুম্বইয়ে যোগ দেবেন দলের সঙ্গে।
আরও পড়ুন… রোনাল্ডোর সাড়ে চার ঘণ্টার মূল্য ৯ কোটি টাকা! CR7 এর জন্য এই অর্থ খরচ করেছে কে?
শনিবার থেকে শুরু ডব্লুপিএলের । তার আগে চিন্নাস্বামীতে অনুশীলনে মেতে রইলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। আরসিবির প্রথম ম্যাচ অবশ্য রবিবার। রবিবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস দল। আরসিবি-র তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাদের টুইটার হ্যান্ডেল থেকে দলের অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দলের সঙ্গে যোগ দেওয়া এরিন বার্নস সহ সকল ক্রিকেটারদের অভিবাদন জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার ড্যান ভ্যান নিকার্ক এবং অস্ট্রেলিয়ার এরিন বার্নস ভারতীয়দের সঙ্গে তাদের অভিজ্ঞতাকে এদিন ভাগ করে নেন।
আরও পড়ুন… IND vs AUS: নেটে কি নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন! অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল
ডব্লুপিএল নিয়ে তাঁরা কতটা উৎসাহিত সে কথাও তারা জানিয়েছেন এই ভিডিয়োতে। আরসিবির হয়ে খেলতে যে তারা মুখিয়ে তাও স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই দলের মেন্টর হিসেবে সানিয়া মির্জা এবং অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধনার নাম ঘোষণা করেছিল আরসিবি। দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন বেন সেয়ার। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের মহিলা দলের দায়িত্বে রয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup