মহেন্দ্র সিং ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচনা করা হয় বলেই লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের কাছে মাহি সর্বদা আদর্শ স্থানীয়। আসলে যাঁদের ঘাড়ে ম্য়াচ ফিনিশের দায়িত্ব থাকে, তাঁরা সবার আগে ধোনিকে দেখে শেখার চেষ্টা করেন।
কেকেআরে রিঙ্কু সিংয়ের ভূমিকাও তাই। এমনকি রাজ্যদল উত্তরপ্রদেশের হয়েও লোয়ার অর্ডারেই ব্যাট করেন রিঙ্কু। ধোনির থেকে শেখার চেষ্টা করেন বলে মেনে নিতে কুষ্ঠা নেই তাঁর। তবে স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর আদর্শ ক্রিকেটার ধোনি নন। বরং টপ-মিডল অর্ডারে ব্যাট করা ধোনির এক সতীর্থকে নিজের আদর্শ বলে চিহ্নিত করেন রিঙ্কু, যাকে তিনি অনুসরণ করার চেষ্টা করেন।
বৃস্পতিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে সাংবাদিক সম্মেলনে রিঙ্কু সিং জানান, তাঁর আদর্শ ক্রিকেটার হলেন সুরেশ রায়না।
নিজের ঠান্ডা মাথার ব্যাটিং প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘যে জায়গায় ব্যাট করতে নামি, মাথা ঠাণ্ডা রাখা দরকার। যত বেশি ভাবব, পরিস্থিতি তত জটিল হয়ে দাঁড়াবে। শট নেওয়া মুশকিল হবে তখন। নিজের উপর বিশ্বাস রাখি এবং ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করি।’
ফিনিশারের ভূমিকা পালন করেন বলেই রিঙ্কুর কাছে জানতে চাওয়া হয় তিনি মহেন্দ্র সিং ধোনিকে অনুসরণ করেন কিনা। জবাবে কেকেআর তারকা বলেন, ‘এই বিষয়ে আমি কাউকে অনুসরণ করার চেষ্টা করি না। শুধু আইপিএলে নয়, ঘরোয়া ক্রিকেটেও আমি যে জায়গায় ব্যাট করি, ছয়-সাত নম্বরে নেমে আমার কাজটাই হয় ম্যাচ ফিনিশ করা। তবে এমনিতে আমি সুরেশ রায়না ভাইকে অনুসরণ করি। ওই আমার আদর্শ।’
তাহলে ইডেনে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের পরে ধোনির সঙ্গে কী কথা হচ্ছিল, ধোনির কাছ থেকে কী পরামর্শ পেলেন, সে বিষয়ে রিঙ্কু বলেন, ‘আমরা সবাই জানি ধোনি বিশ্বের সেরা ফিনিশার। তাই আমি জিজ্ঞাসা করছিলাম যে, ম্যাচ ফিনিশ করার ক্ষেত্রে আমি আর কী করতে পারি। জবাবে মাহি ভাই বলে, যা করার বলকে করতে দে। তুই দাঁড়িয়ে থাক। বেশি ভাবিস না। বোলার যেমন বল করবে, সেই মতো শট নিবি।’
উল্লেখযোগ্য বিষয় হল, ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচের শেষ বলে চার মেরে কলকাতাকে জয় এনে দেওয়ার পরে রিঙ্কু জানিয়েছিলেন যে, শেষ বলের মুখোমুখি হওয়ার আগে মাথা ফাঁকা রেখেছিলেন তিনি। আগে থেকে কিচ্ছু ঠিক করেননি। যেমন বল হয়েছে, সেই অনুযায়ী শট নিয়েছেন। তবে কি ধোনির পরামর্শ কাজে লাগিয়েই নিজেকে ফিনিশার হিসেবে পরিণত করে তুলেছেন রিঙ্কু?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।