কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে আইপিএল ২০২২-এর বেগুনি টুপি ছিল যুজবেন্দ্র চাহালের দখলেই। তিনি যে ফাঁকতালে পার্পল ক্যাপের দখল নেননি, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন যুজবেন্দ্র চাহাল। কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে চাহাল ম্যাচ জেতালেন রাজস্থানকে।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে (১৬.১) বেঙ্কটেশ আইয়ারকে আউট করেন চাহাল। বেঙ্কটেশ স্টাম্প আউট হয়ে মাঠ ছাড়েন। সেই ওভারে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে চাহাল তুলে নেন যথাক্রমে শ্রেয়স আইয়ার, শিবম মাভি ও প্যাট কামিন্সের উইকেট।
১৬.৪ ওভারে চাহালের বলে এলবিডব্লিউ হন শ্রেয়স। ১৬.৫ ওভারে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন মাভি। ১৬.৬ ওভারে সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা দেন প্যাট কামিন্স। ফলে হ্যাটট্রিক-সহ সেই ওভারে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র। তার আগে নীতিশ রানার উইকেটটিও দখল করেছিলেন চাহাল।
ম্যাচে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন যুজবেন্দ্র। এটিই তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। সার্বিকভাবে রাজস্থানের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিনবার টি-২০ ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন চাহাল।