উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। এই অবস্থায় আইপিএল ২০২১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলিদের মুখোমুখি হয় ডেভিড ওয়ার্নাররা। হায়দরাবাদকে শেষ ওভারের থ্রিলারে পরাজিত করে RCB।
ম্যাচের সেরা ম্যাক্সওয়েল
লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন গ্লেন ম্যাক্সওয়েল।
আরসিবির বোলিং পারর্ম্যান্স
শাহবাজ আহমেদ ৭ রানে ৩টি, মহম্মদ সিরাজ ২৫ রানে ২টি, হার্ষাল প্যাটেল ২৫ রানে ২টি ও কাইল জেমিসন ৩০ রানে ১টি উইকেট নেন।
হায়দরাবাদের ব্যাটিং পারফর্ম্যান্স
ঋদ্ধিমান ১, ওয়ার্নার ৫৪, মণীশ ৩৮, বেয়ারস্টো ১২, শামাদ ০, বিজয় শঙ্কর ৩, হোল্ডার ৪, রশিদ খান ১৭, ভুবনেশ্বর অপরাজিত ২ ও শাহবাজ নদিম ০ রান করেন।
২০ ওভারে হায়দরাবাদ ১৪৩/৯
আরসিবির ৮ উইকেটে ১৪৯ রানের জবাবে হায়দরাবাদ ২০ ওভারে আটকে যায় ৯ উইকেটে ১৪৩ রানে। ৬ রানের উত্তেজক জয় তুলে নেয় ব্যাঙ্গালোর।
নদিম আউট
পঞ্চম বলে আহমেদের হাতে ক্যাচ দেন নদিম।
রান-আউট রশিদ
হার্ষাল প্যাটেলের প্রথম বলে ১। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলে নো হয় এবং তাতে চার মারেন রশিদ। পুনরায় তৃতীয় বল ডট। চতুর্থ বলে রান-আউট রশিদ। ২ বলে দরকার ৭ রান।
৬ বলে দরকার ১৬
১৯ ওভারে হায়দরাবাদ ১৩৪/৭। ৬ বলে দরকার ১৬। সিরাজের ওভারে ১১ রান ওঠে। রশিদ ১টি ছক্কা হাঁকান।
হোল্ডার আউট
১৯তম ওভারের তৃতীয় বলে সিরাজ আউট করেন হোল্ডারকে। ৫ বলে ৪ রান করে ক্রিশ্চিয়ানের হাতে ধরা পড়েন হোল্ডার। ১৩০ রানে ৭ উইকেট হারায় সানরাইজার্স। ৯ বলে তাদের দরকার ২০ রান।
২ ওভারে ২৭ রান দরকার সানরাইজার্সের
১৮ ওভারে হায়দরাবাদ ১২৩/৬। ২ ওভারে জয়ের জন্য ২৭ রান দরকার তাদের। হার্ষালের ওভারে ৭ রান ওঠে।
বিজয় শঙ্কর আউট
১৮তম ওভারের শেষ বলে বিজয় শঙ্করকে ফেরত পাঠালেন হার্ষাল প্যাটেল। ৫ বলে ৩ রান করে কোহলির হাতে ধরা পড়েন বিজয়। সানরাইজার্স ১২৩ রানে ৬ উইকেট হারায়।
১৭ ওভারে সানরাইজার্স ১১৬/৫
১৭ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ ১১৬/৫।
সামাদ আউট
প্রথম দু'বলে বেয়ারস্টো ও মণীশকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে আব্দুল সামাদকে আউট করেন বাংলার শাহবাজ। খাতা খোলার আগেই আহমেদের হাতে পিরতি ক্যাচ দিয়ে ফিরে যান সামাদ। ১১৬ রানে ৫ উইকেট হারায় সানরাইজার্স। শাহবাজ ২ ওভারে ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।
পান্ডে আউট
বেয়ারস্টোকে ফেরানোর পরের বলেই মণীশ পান্ডের উইকেটও পকেটে পোরেন শাহবাজ। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৮ রান করে হার্ষালের হাতে ধরা পড়েন মণীশ। ১১৫ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ।
বোয়ারস্টো আউট
১৭তম ওভারের প্রথম বলে বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে এবিডি'র দস্তানায় ধরা পড়েন ব্রিটিশ তারকা। হায়দরাবাদ ১১৫ রানে ৩ উইকেট হারায়।
৪ ওভারে হায়দরাবাদের দরকার ৩৫ রান
চাহালের ওভারে ৭ রান ওঠে। ১৬ ওভার শেষে সানরাইজার্স ২ উইকেটে ১১৫ রান তুলেছে। জয়ের জন্য ৪ ওভারে হায়দরাবাদের দরকার ৩৫ রান। মণীশ ৩৮ ও বেয়ারস্টো ১২ রানে ব্যাট করছেন।
৫ ওভারে দরকার ৪২
১৫ ওবার শেষে হায়দরাবাদ ২ উইকেটে ১০৮ রান তুলেছে। জয়ের জন্য ৫ ওভারে ৪২ রান দরকার তাদের। শাহবাজ আহমেদের ওভারে ৬ রান ওঠে। মণীশ ৩৭ রানে ব্যাট করছেন।
হায়দরাবাদ ১০০
১৪ ওভারে ১০০ দলগত ১০০ রান পূর্ণ করে সানরাইজার্স। জেমিসনের ওভারে ৬ রান ওঠে। হায়দারাবাদ ১০২/২।
ওয়ার্নার আউট
১৪তম ওভারে জেমিসনের দ্বিতীয় বলে ক্রিশ্চিয়ানের হাতে ধরা পড়েন ওয়ার্নার। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৪ রান করে ক্রিজ ছাড়েন সানরাইজার্স অধিনায়ক। হায়দরাবাদ ৯৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেয়ারস্টো।
ওয়ার্নারের হাফ-সেঞ্চুরি
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। ১৩ ওভারে সানরাইজার্স ৯৬/১। ওয়ার্নার ৫৪ ও পান্ডে ৩৩ রানে ব্যাট করছেন।
১২ ওভারে হায়দরাবাদ ৮৯/১
হার্ষালের ওভারে মাত্র ২ রান ওঠে। ১২ ওভারে হায়দরাবাদ ৮৯/১।
১১ ওভারে হায়দরাবাদ ৮৭/১
চাহালের ওভারে ২টি বাউন্ডারি মারেন ওয়ার্নার। মোট ১০ রান ওটে ওভারে ১১ ওভার শেষে হায়দরাবাদ ১ উইকেটে ৮৭ রান তুলেছে। ওয়ার্নার ৪৭ ও মণীশ ৩১ রানে ব্যাট করছেন।
১০ ওভারে হায়দরাবাদ ৭৭/১
১০ ওভার শেষে হায়দরাবাদ ১ উইকেটে ৭৭ রান তুলেছে। ১০ ওভারে জয়ের জন্য ৭৩ রান দরকার তাদের। হার্সালের ওভারে ৭ রান ওঠে। ওয়ার্নার ৩৮ ও মণীশ ৩০ রানে ব্যাট করছেন।
৯ ওভারে হায়দরাবাদ ৭০/১
চাহালের ওভারে ৫ রান ওঠে। ৯ ওভারে সানরাইজার্স ৭০/১। ওয়ার্নার ৩২ ও মণীশ ২৯ রানে ব্যাট করছেন।
৮ ওভারে সানরাইজার্স ৬৫/১
৮ ওভার শেষে সানরাইজার্স ১ উইকেটে ৬৫ রান তুলেছে। সুন্দরের ওভারে ১টি ছক্কা মারেন পান্ডে। মোট ৮ রান ওঠে ওভারে। ওয়ার্নার ৩০ ও পান্ডে ২৬ রানে ব্যাট করছেন।
৭ ওভারে হায়দরাবাদ ৫৭/১
৭ ওভার শেষে হায়দরাবাদ ১ উইকেটে ৫৭ রান তুলেছে। চাহালের ওভারে ১টি বাউন্ডারি মারেন পান্ডে। মোট ৭ রান ওঠে ওভারে।
হায়দরাবাদ ৫০
৬ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে হায়দরাবাদ। পাওয়ার প্লে'র শেষে সানরাইজার্স ৫০/১। সিরাজের বলে ২টি বাউন্ডারি মারেন ওয়ার্নার। মোট ১২ রান ওঠে ওভারে। ওয়ার্নার ২৮ ও মণীশ ১৪ রানে ব্যাট করছেন।
৫ ওভারে সানরাইজার্স ৩৮/১
ওয়াশিংটনের ওভারে ১টি বাউন্ডারি মারেন পান্ডে। মোট ৬ রান ওঠে ওভারে। ৫ ওভার শেষে সানরাইজার্স ৩৮/১।
হায়দরাবাদ ৪ ওভারে ৩২/১
জেমিসনের ওভারে ওয়ার্নার ১টি ছয় ও ১টি চার মারেন। ১টি ছয় মারেন মণীশ পান্ডে। মোট ১৭ রান ওঠে ওভারে। হায়দরাবাদ ৪ ওভারে ৩২/১। ওয়ার্নার ১৭ ও মণীশ ৮ রানে ব্যাট করছেন।
৩ ওভারে সানরাইজার্স ১৫/১
৩ ওভার শেষে সানরাইজার্স ১ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলেছে।
ঋদ্ধি আউট
৯ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন ঋদ্ধিমান সাহা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সিরাজ ফিরিয়ে দেন সাহাকে। ক্যাচ ধরেন ম্যাক্সওয়েল। প্রথম ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হন ঋদ্ধি। ২টি ম্যাচেি রান পেলেন না বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। ১৩ রানে ১ উইকেট হারায় হায়দরাবাদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান মণীশ পান্ডে।
২ ওভারে হায়দরাবাদ ১৩/০
২ ওভার শেষে হায়দরাবাদ বিনা উইকেটে ১৩ রান তুলেছে। জেমিসনের ওভারে ১টি বাউন্ডারি মারেন ওয়ার্নার। মোট ৯ রান ওঠে ওভারে।
১ ওভারে হায়দরাবাদ ৪/০
প্রথম ওভারের শেষে হায়দরাবাদ বিনা উইকেটে ৪ রান তোলে। ৪ রানই বাই-রান হিসেবে অতিরিক্ত যোগ হয় সানরাইজার্সের খাতায়। ঋদ্ধিমান ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি।
সানরাইজার্সের রান তাড়া করা শুরু
সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন ওয়ার্নার ও সাহা। বোলিং শুরু করেন সিরাজ।
হায়দরাবাদের বোলিং পারফর্ম্যান্স
হোল্ডার ৩০ রানে ৩টি, রশিদ ১৮ রানে ২টি, ভুবনেশ্বর ৩০ রানে ১টি, নটরাজন ৩২ রানে ১টি ও নদিম ৩৬ রানে ১টি উইকেট নেন।
আরসিবির ব্যাটিং পারফর্ম্যান্স
কোহলি ৩৩, পাডিক্কাল ১১, শাহবাজ ১৪, ম্যাক্সওয়েল ৫৯, এবিডি ১, ওয়াশিংটন ৮, ক্রিশ্চিয়ান ১ ও জেমিসন ১২ রান করেন।
আরসিবি ২০ ওভারে ১৪৯/৮
হোল্ডারের শেষ ওভারে ১৩ রান ওঠে। তিনটি ওয়াইড বল করেন হোল্ডার। ২টি উইকেট পড়ে। ১টি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। আরসিবি ২০ ওভারে ৮ উইকেটে বিনিময়ে ১৪৯ রান তোলে। জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৫০ রান। হোল্ডার ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
ম্যাক্সওয়েল আউট
ইনিংসের শেষ বলে আউট হন ম্যাক্সওয়েল। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৯ রান করে সাহার দস্তানায় ধরা পড়েন তিনি।
ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরি
৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ম্যাক্সওয়েল।
জেমিসন আউট
শেষ ওভারের প্রথম বলে জেমিসনকে ফেরালেন জেসন হোল্ডার। ২টি চারের সাহায্যে ৯ বলে ১২ রান করে মণীশ পান্ডের হাতে ধরা পড়েন তিনি। ১৩৬ রানে ৭ উইকেট হারায় আরসিবি। নতুন ব্যাটসম্যান হার্ষাল।
নটরাজন ৪ ওভারে ৩২/১
টি নটরাজন ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩২ রানে ১ উইকেট নিয়ে।
১৯ ওভারে ব্যাঙ্গালোর ১৩৬/৬
১৯ ওভার শেষে আরসিবি ৬ উইকেটে ১৩৬ রান তুলেছে। নটরাজনের ওভারে ২টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। মোট ১২ রান ওঠে ওভারে।
ভুবনেশ্বর ৪ ওভারে ৩০/১
ভুবনেশ্বর কুমার ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩০ রানে ১ উইকেট নিয়ে।
১৮ ওভারে ব্যাঙ্গালোর ১২৪/৬
ভুবনেশ্বরের ওভারে জেমিসন ২টি ও ম্যাক্সওয়েল ১টি চার মারেন। ১৪ রান ওঠে ওভারে। ১৮ ওভার শেষে আরসিবি ১২৪/৬। ম্যাক্সওয়েল ৪০ ও জেমিসন ৯ রানে ব্যাট করছেন।
ক্রিশ্চিয়ান আউট
১৭তম ওভারে নটরাজনের চতুর্থ বলে আউট হলেন ড্যান ক্রিশ্চিয়ান। ২ বলে ১ রান করে সাহার দস্তানায় ধরা পড়েন তিনি। আরসিবি ১০৯ রােন ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমিসন। নটরাজনের ওভারে ৪ রান ওঠে। ১৭ ওভার শেষে ব্যাঙ্গালোর ১১০/৬।
৪ ওভারে রশিদ ১৮/২
রশিদ খান ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ১৮ রানে ২ উইকেট নিয়ে।
সুন্দর আউট
১৬তম ওভারের পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করে মণীশ পান্ডের হাতে দরা পড়েন তিনি। আরসিবি ১০৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান। ১৬ ওভারে ব্যাঙ্গালোর ১০৬/৫।
ব্যাঙ্গালোর ১০০
১৫তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে আরসিবি। ১৫ ওবার শেষে আরসিবি ১০৩/৪। ভুবনেশ্বরের ওভারে ৭ রান ওঠে।
ডি'ভিলিয়র্স আউট
১৪তম ওভারের চতুর্থ বলে ডি'ভিলিয়র্সকে ফেরালেন রশিদ। ৫ বলে ১ রান করে ওয়ার্নারের হাতে ধরা পড়েন এবিডি। আরসিবি ৯৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। রশিদের ওভারে ৪ রান ওঠে। ১৪ ওভার শেষে ব্যাঙ্গালোর ৯৬/৪।
কোহলি আউট
১৩তম ওভারের প্রথম বলে কোহলিকে আউট করলেন জেসন হোল্ডার। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩৩ রান করে শঙ্করের হাতে ধরা পড়েন বিরাট। আরসিবি ৯১ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এবিডি। হোল্ডারের ওভারে ১ রান তোলে আরসিবি। ১৩ ওভার শেষে ব্যাঙ্গালোর ৯২/৩।
১২ ওভারে ব্যাঙ্গালোর ৯১/২
১২ ওভার শেষে ব্যাঙ্গালোর ৯১/২। নটরাজনের বলে ৬ রান ওঠে। ম্যাক্সওয়েল ২৭ ও কোহলি ৩৩ রানে ব্যাট করছেন।
নদিমের ওভারে ২২ রান তোলে আরসিবি
নদিমের ওভারে ম্যাক্সওয়েল ২টি ছক্কা ও ১টি চার মারেন। কোহলি মারেন ১টি চার। ওভারে মোট ২২ রান ওঠে। ১১ ওভার শেষে আরসিবি ২ উইকেটে ৮৫ রান তুলেছে। কোহলি ২৯ ও ম্যাক্সওয়েল ২৬ রানে ব্যাট করছেন। শাহবাজ ৪ ওভারের কোটা শেষ করেন ৩৬ রানে ১ উইকেট নিয়ে।
১০ ওভার ৬৩/২
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে ব্যাঙ্গালোর ২ উইকেটে ৬৩ রান তুলেছে। কোহলি ২৪ ও ম্যাক্সওয়েল ৯ রানে ব্যাট করছেন। রশিদের ওভারে ৫ রান ওঠে।
৯ ওভারে আরসিবি ৫৮/২
৯ ওভারে আরসিবি ২ উইকেটের বিনিময়ে ৫৮ রান তুলেছে। কোহলি ২২ ও ম্যাক্সওয়েল ৭ রানে ব্যাট করছেন। নদিমের ওভারে মাত্র ৩ রান ওঠে।
৮ ওভারে ব্যাঙ্গালোর ৫৫/২
রশিদ কানের প্রথম ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে আরসিবি ২ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে।
আরসিবি ৫০
ইনিংসের অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর।
৭ ওভারে আরসিবি ৪৮/২
নদিমের ওভারে মাত্র ১ রান ওঠে। উইকেট পড়ে ১টি। ৭ ওভার শেষে আরসিবি ২ উইকেটে ৪৮ রান তুলেছে।
শাহবাজ আউট
সপ্তম ওভারের প্রথম বলে শাহবাজ আহমেদকে সাজঘে ফেরালেন নদিম। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৪ রান করে রশিদের হাতে ধরা পড়েন তিনি। আরসিবি ৪৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।
পাওয়ার প্লে'র খেলা শেষ
পাওয়ার প্লে'র ৬ ওভারে আরসিবি ১ উইকেটে ৪৭ রান তুলেছে। নটরাজনের বলে ২টি বাউন্ডারি মারেন কোহলি। বিরাট ১৯ ও শাহবাজ ১৪ রানে ব্যাট করছেন।
শাহবাজকে ছক্কা হাঁকালেন শাহবাজ
ইনিংসের পঞ্চম ওভারে শাহবাজ নদিমকে ছক্কা হাঁকালেন বাংলার শাহবাজ আহমেদ। ওভারে মোট ১০ রান ওঠে। ৫ ওভার শেষে আরসিবি ১ উইকেটে ৩৬ রান তুলেছে। কোহলি ১০ ও আহমেদ ১৩ রানে ব্যাট করছেন।
৪ ওভারে ২৬/১
৪ ওভার শেষে আরসিবি ১ উইকেটের বিনিময়ে ২৬ রান তুলেছে। কোহলি ৮ ও শাহবাজ ৫ রানে ব্যাট করছেন।
৩ ওভারে আরসিবি ২০/১
৩ ওভার শেষে ব্যাঙ্গালোর ১ উইকেটের বিনিময়ে ২০ রান তুলেছে। কোহলি ৬ রানে ব্যাট করছেন।
পাডিক্কাল আউট
তৃতীয় ওভারের পঞ্চম বলে দেবদূত পাডিক্কালকে আউট করেন ভুবনেশ্বর কুমার। ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১১ রান করে নদিমের হাতে ধরা পড়েন তিনি। আরসিবি ১৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহবাজ আহমেদ।
২ ওভার শেষে ব্যাঙ্গালোর ১৬/০
জেসন হোল্ডারের বলে ২টি চার মারেন দেবদূত পাডিক্কাল। মোট ১০ রান ওঠে ওভারে। ২ ওভার শেষে আরসিবি ১৬/০।
১ ওভারে ৬/০
প্রথম ওভারের শেষে আরসিবি বিনা উইকেটে ৬ রান তুলেছে। ভুবনেশ্বরের বলে একটি বাউন্ডারি মারেন কোহলি।
ম্যাচ শুরু
আরসিবির হয়ে ওপেন করতে নামেন কোহলি ও পাডিক্কাল। বোলিং শুরু করেন ভুবনেশ্বর।
ব্যাঙ্গালোরের প্রথম একাদশ
বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, হার্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।
হায়দরাবাদের প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও শাহবাজ নদিম।
মাঠে নামার সুযোগ পেলেন না উইলিয়ামসন
কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসনকে। দ্বিতীয় ম্যাচে বিদেশির কোটায একটি পরিবর্তন করে হায়দরাবাদ। নবিকে বসিয়ে জেসন হোল্ডারকে খেলানোর সিদ্ধান্ত নেয় তারা। যদিও উইলিয়ামসনকে থেকে যেতে হয় মাঠের বাইরেই। এই ম্যাচে সানরাইজার্সের চার বিদেশি হলেন ওয়ার্নার, বেয়ারস্টো, হোল্ডার ও রাশিদ। হায়দরাবাদ প্রথম একাদশে আরও একটি রদবদল করে। তারা সন্দীপ শর্মার বদলে মাঠে নামায় শাহবাজ নদিমকে।
দলে ফিরলেন পাডিক্কাল
করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথম ম্যাচের আগে স্কোয়াডের সঙ্গে যোগ দিলেও আরসিবি বাড়তি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় তরুণ ওপেনার দেবদূত পাডিক্কালকে। তবে দ্বিতীয় ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে চাননি কোহলিরা। রজত পতিদারের বদলে পাডিক্কালকে দলে ফেরায় ব্যাঙ্গালোর।
টস জিতল সানরাইজার্স
আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বিরাট কোহলিদের। সুতরাং, চেন্নাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিং আরসিবির।