আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলার আগে সোশ্যাল মিডিয়ায় কার্যত সুনামি বইয়ে দিলেন বিরাট কোহলি। তারকা ক্রিকেটাররা স্কুল স্টুডেন্ট হিসেবে কতটা মেধাবি ছিলেন, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। আসলে খেলাই যাঁদের ধ্যান-জ্ঞান, তাঁরা পড়াশোনায় কতটা ভালো ছিলেন, তা জানতে চাওয়ার আগ্রহ অতি স্বাভাবিক বিষয়।
তবে বিরাট কোহলি যে এভাবে অনুরাগীদের আগ্রহ নিরসন করবেন, তা কল্পনারও অতীত। কোহলি অতীতে নিজেই জানিয়েছিলেন যে, ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে তিনি ততটা পরিশ্রম করেননি, যতটা স্কুলের পাশ মার্কস আদায় করার জন্য করতে হয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেটের রান মেশিনে পরিণত হওয়ার আগে কোহলিকে অন্তত অঙ্কে পাশ নম্বর পেতে যে বিস্তর বেগ পেতে হতো, উদাহরণ পেশ করে তা নিজেই বুঝিয়ে দিলেন কোহলি।
আইপিএলে মাঠে নামার আগে বিরাট সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস টেনের মার্কশিট পোস্ট করেন, যা সঙ্গত কারণেই মুহূর্তে দাবানল হয়ে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। কোহলি টেনথ গ্রেডের অঙ্কে পেয়েছেন মোটে ৫১ নম্বর। সোশ্যাল সায়েন্সে পেয়েছেন ৮১। ইংলিশ ও হিন্দিতে তাঁর স্কোর যথাক্রমে ৮৩ ও ৭৫। সায়েন্স অ্যান্ড টেক-এ কোহলির প্রাপ্ত নম্বর মাত্র ৫৫।
কোহলির মার্কশিটে সাবজেক্টের জায়গায় লাল হরফে স্পোর্টস লেখা এবং তার পাশে জিজ্ঞাসা চিহ্ন দেখা যাচ্ছে, যেটি সম্ভবত কোহলি এডিট করেছেন। আসলে তিনি বোঝাতে চেয়েছেন স্কুলের বিষয় হিসেবে গুরুত্বহীন ছিল খেলাধুলো। বিরাট ছটিবির ক্যাপশনও দিয়েছেন ইঙ্গিতবহ ভাষায়। তিনি লেখেন, ‘মজার বিষয় হল, মার্কশিটে যে বিষয়গুলি গুরুত্ব পায় না, চরিত্র গঠনে সেগুলিই অনেকসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
বিরাট কোহলি আপাতত আরসিবির হয়ে আইপিএলে মাঠে নামার প্রস্তুতিতে মগ্ন। এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করবে ২ এপ্রিল অর্থাৎ, টুর্নামেন্টের তৃতীয় দিনে। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ইডেনের সেই ম্যাচে কোহলিদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।