প্রথম ইনিংসে অবশিষ্ট ভারত ৪৮৪/১০ রান তোলে, জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে তোলে ২৯৪/১০ রান। দ্বিতীয় ইনিংসে এখনও ৮৫/১ রান করে খেলছে। এই মুহূর্তে ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
শেষ তৃতীয় দিনের খেলা
১৮ ওভারের শেষে অবশিষ্ট ভারতের স্কোর ৮৫/১ রান। মায়াঙ্ক দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হলেন। শূন্য রানে আউট হলেন ROI অধিনায়ক। এরপরে ফের ইনিংসের হাল ধরেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল। অভিমন্যু ৫১ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন, ৫৩ বলে ৫৮ করে খেলছেন যশস্বী। এই মুহূর্তে ২৭৫ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।
৫০ টপকাল অবশিষ্ট ভারত
ফের অবশিষ্ট ভারতের ইনিংসের হাল ধরেছেন অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল। ৪১ রানে ব্য়াট করছেন যশস্বী, ২২ রানে খেলছেন অভিমন্যু। ১৩ ওভারে ROI-এর স্কোর ৬৪/১ রান।
ফের ব্যর্থ মায়াঙ্ক
শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরলেন মায়াঙ্ক। ১ রানে নিজেদের প্রথন উইকেট হারাল অবশিষ্ট ভারত। অভিমন্যু ঈশ্বরন ও যশস্বী জসওয়াল ক্রিজে রয়েছেন।
১৯০ রানের লিড পেল অবশিষ্ট ভারত
আবেশ খান আউট হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ অলআউট হয়ে গেল। ২৯৪ রানে শেষ হয়ে মধ্যপ্রদেশের ইনিংস। ১৯০ রানের লিড পায় অবশিষ্ট ভারত।পুলকিত নারাং-ই ফেরান আবেশকেও। পুলকিতের বলে যশস্বী ভূপেন্দ্রর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আবেশ। এই নিয়ে চার মোট চার উইকেট নিল পুলকিত। ৩ উইকেট নিয়েছেন নভদীপ, ২ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ১ উইকেট নেন সৌরভ কুমার।
কুমার কার্তিকেয় আউট
ফলোআন বাঁচালেও, তিনশো রানের আগেই ৯ উইকেট হারিয়ে বসল মধ্যপ্রদেশ। সৌরভ কুমারের বলে ৯ করে (১৫ বলে) বোল্ড হন তিনি। চাপ বাড়ছে মধ্যপ্রদেশের বিরুদ্ধে।
সারাংশ আউট
সারাংশ জৈন আউট হলেন ৬৬ রান (১৫০) করে। পুলকিং নারাং-ই ফেরান সারাংশকে। ক্যাচ ধরেন নভদীপ সাইনি। ১০৫ ওভার শেষে ৮ উইকেটে ২৬৬ রান মধ্যপ্রদেশের।
সপ্তম উইকেট হারাল মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ সাত নম্বর উইকেট হারিয়ে বসল। ১০৩তম ওভারের শেষ বলে তিনি সাজঘরে ফেরেন। পুলকিত নারাং-এর বলে ৭ রান (২৩ বলে) করে উপেন্দ্র যাদবকে ক্যাচ দেন অনুভব। ১০৩ ওভার শেষে ৭ উইকেটে ২৬১ রান মধ্যপ্রদেশের। ৬৫ করে ক্রিজে রয়েছেন সারাংশ জৈন।
পঞ্চাশ করলেন সারাংশ জৈন
১২১ বলে ৫৩ রান করে ক্রিজে রয়েছেন সারাংশ জৈন। ৯৪ ওভার শেষে মধ্যপ্রদেশের স্কোর ২৩৬/৫ রান। ২৪৯ বলে ১০৭ করেছেন যশ দুবে।
যশ দুবের শতরান
২৪৭ বলে ১০২ রান করে ক্রিজে রয়েছেন মধ্যপ্রদেশের যশ দুবে। ৯২ ওভার শেষে মধ্যপ্রদেশের স্কোর ২২০/৫ রান। ১১১ বলে ৪২ রান করে খেলছেন সারাংশ জৈন।
শুরু লাঞ্চের পরের খেলা, ২০০ টপকাল MP
এখনও ২৮৪ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। ৮৬ ওভারের শেষ MP তুলল ২০০ রান। শতরানের পথে যশ দুবে।
লাঞ্চের বিরতি
ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে মধ্যপ্রদেশ খেলল ৩৩ ওভার। তারা স্কোর বোর্ডে তুলেছে ৩৩/২ রান। এই মুহূর্তে লাঞ্চের বিরতি চলছে মধ্যপ্রদেশের সংগ্রহ ১৭৫/৫ রান। যশ দুবে ২০২ বলে ৮৩ রান করে খেলছেন এবং সারাংশ জৈন ৫৪ বলে ১৩ রান করে ক্রিজে রয়েছেন।
পঞ্চম উইকেটের পতন
উইকেট পেলেন মুকেশ কুমার। আমান সোলাঙ্কি ২২ বলে ৭ রান করে সাজঘরে ফিরলেন। মুকেশ কুমারের বলে ইন্দ্রজিতের হাতে ক্যাচ দিয়ে বসলেন সোলাঙ্কি। মধ্যপ্রদেশের স্কোর ৫৭.৫ ওভারে ১৪৫/৫ রান।
আউট হর্ষ
নভদীপ সাইনির বলে বোল্ড হলেন হর্ষ গাওলি। ১৪৯ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৫১.১ ওভারে মধ্যপ্রদেশের স্কোর ১২৯/৪ রান।
হর্ষের পঞ্চাশ
যেখানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন সেখান থেকেই যেন তৃতীয় দিনের খেলা শুরু করল মধ্যপ্রদেশ। দিনের শুরুতে নিজের অর্ধশতরান করে নিলেন হর্ষ গাওলি।
HT বাংলার লাইভে স্বাগত
তৃতীয় দিন শুরুর আগে একবার দেখে নেওয়া যাক দ্বিতীয় দিনের স্কোর। ৪৩ ওভারে শেষে মধ্যপ্রদেশ তুলল ১১২/৩ রান। ৩৭২ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত। হর্ষ গাওলি ১২৫ বলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন, যশ দুবে ১১০ বলে ৫৩ রান করে ক্রিজে রয়েছেন। ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল মধ্যপ্রদেশ, সেখান থেকে দলকে সামলেছেন হর্ষ ও যশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।