হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে এই টুর্নামেন্টে অনেক ক্রিকেটারই চোটের জন্য নেই। বেশ কিছু তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে দলে।
উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে দলের নেওয়া হয়েছে ইশান কিষাণ এবং কেএস ভারতকে। এই দুই ক্রিকেটারকে মধ্যে কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। প্রাক্তন ভারতীয় নির্বাচক শরণদীপ সিং মনে করেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য উইকেটরক্ষক হিসাবে ইশান কিষাণেক পরিবর্তে কেএস ভারতকে দলে রাখা উচিত।
ইশান কিষাণ ভারতের হয়ে এখনও টেস্টে তাঁর অভিষেক ঘটাননি। অন্যদিকে কেএস ভরত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে শরণদীপ সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'কে এস ভরত খেলবে। এটাই হওয়া উচিত। ও একজন সঠিক টেস্ট ম্যাচের জন্য উইকেটরক্ষক। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওর সুযোগ পাওয়া উচিত। ইশানকে বেছে নেওয়া কোনও বুদ্ধিমানের কাজ হবে না।'
এখানে না থেমে তিনি আরও বলেন, ‘ইশান একজন ওপেনার। আমি বলছি না সে টেস্ট খেলার যোগ্যতা রাখে না। তবে টেস্ট ম্যাচে ছয় নম্বরে পরিস্থিতি ভিন্ন হয়। ভরত ৬ নম্বরে ব্যাট করতে এসে পরিস্থিতি সামলাতে পারে। এটা ঠিক যে ইশান প্রথম বল থেকেই ব্যাট চালিয়ে খেলে। যা ইংল্যান্ডে সমস্যায় পড়তে পারে ভারত। তবে ভরত ৬ নম্বরে এসে ভালো ব্যাট এবং শট দু’টি করতে পারে।'
এর সঙ্গে প্রাক্তন এই নির্বাচক জানিয়েছেন, তাঁকে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরের মধ্যে কোনও একজনকে বেছে নিতে বলা হয় তাহলে তিনি উমেশ যাদবকে বেছে নেবেন। কারণ তিনি মনে করেন উমেশ যাদবের অতিরিক্ত গতি এবং বল পুরনো হয়ে যাওয়ারর পর রিভার্স সুইং করার ক্ষমতা অনেকটাই এগিয়ে দিতে পারে ভারতকে। এখন এটাই দেখার ভারতীয় টিম ম্যানেজমেন্ট কাকে প্রথম একাদশে সুযোগ দেয়।