
ISL 2020-21: জামশেদপুরকে হারিয়ে এক নম্বরে উঠে এল মোহনবাগান
১ মিনিটে পড়ুন . Updated: 14 Feb 2021, 09:35 PM IST- এটিকের পরিত্রাতা নির্ভরযোগ্য রয় কৃষ্ণা।
টুর্নামেন্টের শুরুর দিকে এটিকে-মোহনবাগানের বিজয় রথ থামিয়েছিল জামশেদপুর এফসি। পরপর তিন ম্যাচে জয়ের পর জামশেদপুরের কাছে হার মানতে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। এবার ফিরতি লেগে জামশেদপুরকে হারিয়ে সেই ক্ষতে মলম লাগাল মোহনবাগান।
জামশেদপুরের কাছে প্রথম লেগে ১-২ গোলে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার ফিরতি লেগে তাদের ১-০ গোলে পরাজিত করল এটিকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি আসে রয় কৃষ্ণার পা থেকে।
পরিকল্পনা মতোই ম্যাচে নিজেদের মেলে ধরে এটিকে। প্রথমার্ধে তাদের সতর্ক দেখায়। ম্যাচের কার্যত শেষ মুহূর্তে দলকে জয় এনে দেন কৃষ্ণা। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় ডেভিড উইলিয়ামসের পাস থেকে ম্যাচের জয়সূচক গোল করেন ফিজিয়ান তারকা।
এই জয়ের সুবাদে মুম্বই সিটি এফসিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে আসে মোহনবাগান। ১৭ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ৩৬ পয়েন্ট। মোট ১১টি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। ড্র করেছে ৩টি ম্যাচ। হেরেছে ৩টি ম্যাচে।
অন্যদিকে মুম্বই সিটি এফসির সংগ্রহ ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট। আপাতত দ্বিতীয় স্থানে নেমে যায় তারা। জামশেদপুর ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই থেকে যায়।