স্টেডিয়ামের ভিতর হোক বা বাইরে, খেলোয়াড়দের প্রায়শই অনুরাগীদের অটোগ্রাফ দেওয়া, ছবি তোলার মতো আবদার রক্ষা করতে হয়। ক্রিকেটারদের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় গ্যালারির দর্শকদের অটোগ্রাফ বিলোতে দেখা যায় হামেশাই। তবে তাই বলে যে কোনও ভক্ত এমন বিদঘুটে আবদার করে বসবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি ব্রিটিশ তারকা জ্যাক লিচ।
বুধবার সিডনিতে অ্যাসেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। হঠাৎই গ্যালারির এক দর্শক নিজের টাকে লিচের অটোগ্রাফ চেয়ে বসেন। কী আর করা যায়! ভক্তের আবদার রক্ষা করেন জ্যাক। তিনি অনুরাগীর অনুরোধ মতোই তাঁর ন্যাড়া মাথায় সই করে দেন।
লিচের এমন আচরণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের যারপরনাই উত্ফুল্ল করে। প্রত্যেকেই চিত্কার করে ও করতালিতে অভিবাদন জানান ব্রিটিশ ক্রিকেটারকে। সিডনি টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে সম্ভবত এটিই ছিল সবথেকে আকর্ষক মুহূর্ত। নাহলে মাঠের লড়াইয়ে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি।
উল্লেখ্য, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৬.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৭২ বলে ৩০ রান করেন ওয়ার্নার। অপর ওপেনার হ্যারিস ব্যক্তিগত ৩৮ রানের মাথায় অ্যান্ডারসনের শিকার হন। ১০৯ বলের ইনিংসে তিনি ৪টি বাউন্ডারি মারেন। মার্নাস ল্যাবুশান সাজঘরে ফেরেন ২৮ রান করে। ৫৯ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।