বাংলা নিউজ > ময়দান > বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেয়ে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার সেরা বোলার

বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, চোট পেয়ে T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার সেরা বোলার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ। ছবি- এএনআই (ANI)

Jasprit Bumrah ruled out of T20 World Cup: শেষমেশ সত্যি হল আশঙ্কা। শুধু দক্ষিণ আফ্রিকার সিরিজেই নয়, বরং আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারতের হয়ে মাঠে নামতে পারবেন না তারকা পেসার।

টি-২০ বিশ্বকাপের আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।

চোটে জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে যায় ভারত। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে ফেরেন বুমরাহ। তবে বেশিদিন স্থায়ী হল না তাঁর কামব্যাক।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারেননি বুমরাহ। টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা জানান যে, বুমরাহর হালকা চোট রয়েছে। তাই তিনি মাঠে নামতে পারেননি। বুমরাহর বদলে ভারত সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামায় দীপক চাহারকে, যিনি বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন।

আরও পড়ুন:- IND vs SA 1st T20: ৪ ওভারে ৫০ দিয়েছিলেন, তাই কি বাদ বুমরাহ? আসল কারণ জানালেন রোহিত

পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, সিরিজের প্রথম ম্যাচের আগ দিন অনুশীলনের সময় পিঠে ব্যাথা অনুভব করেন বুমরাহ। সেকারণেই তিনি সিরিজের প্রথম টি-২০ ম্যাচ থেকে ছিটকে যান। বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন জসপ্রীত।

চোট থেকে ফেরার পরে ফের বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় আশঙ্কার চোরা স্রোত বইতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেটমহলে। শেষমেশ সত্যি হয় সেই আশঙ্কা। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়।

আরও পড়ুন:- PAK vs ENG: গোটা দলের বোঝা একা বইছেন রিজওয়ান, ফের পাকিস্তানকে জেতালেন তারকা ওপেনার

সংশ্লিষ্ট বোর্ড কর্তা বলেন, ‘এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।’

যার অর্থ, দলের অন্যতম সেরা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার পরে ভারতের আরও এক তারকা ক্রিকেটার চোটের জন্য বিশ্বকাপের বাইরে ছিটকে গেলেন। সন্দেহ নেই অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার কাজ কঠিন হবে এই দুই সিনিয়র তারকাকে ছাড়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.