বাংলা নিউজ > ময়দান > PAK vs ENG: ব্যবহার করা যায় না লালা, লিচের টাকে বল ঘষে জাদুর চেষ্টায় রুট! ভাইরাল ভিডিয়ো

PAK vs ENG: ব্যবহার করা যায় না লালা, লিচের টাকে বল ঘষে জাদুর চেষ্টায় রুট! ভাইরাল ভিডিয়ো

জ্যাক লিচের টাকে বল ঘষছেন জো রুট। (ছবি সৌজন্যে, টুইটার @TheRealPCB)

PAK vs ENG: করোনাভাইরাসের কারণে ১ অক্টোবর থেকে নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি। এবার পাকিস্তানের পাটা পিচে উইকেট তোলার জন্য বল পালিশের নয়া কাণ্ড করলেন জো রুট।

লালা ব্যবহার করার নিয়ম নেই। তাই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে বল পালিশ করতে নয়া উপায় বের করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। সতীর্থ স্পিনার জ্যাক লিচের টাকে বল ঘষতে দেখা গেল তাঁকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রুটের কীর্তি দেখে হেসে খুন হয়েছেন ধারাভাষ্যকাররাও।

রাওয়ালপিণ্ডির যে পিচে পাকিস্তান-ইংল্যান্ডের প্রথম টেস্ট হচ্ছে, তা ক্রিকেট খেলার পিচ নাকি জাতীয় সড়কের কংক্রিট রাস্তা, তা রীতিমতো বোঝা দায়। বোলারদের জন্য পিচে ছিঁটেফোটা কিছু নেই। পুরো ব্যাটিংয়ের স্বর্গরাজ্যের পিচে প্রথম ইনিংসে পাকিস্তানের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছিলেন ইংরেজ ব্যাটাররা। একইভাবে জেমস অ্যান্ডারসন ও ইংরেজ বোলারদের শাসন করেছে পাকিস্তান। প্রথম উইকেটে ২২৫ রান যোগ তোলেন আবদুল্লা শফিক এবং ইমাম-উল-হক। কিছুক্ষণ পর দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান।

তারইমধ্যে ৭২ তম ওভারের শুরুতে এক উদ্ভট কাণ্ড করেন রুট। কে বল করবেন, তা নির্ধারণের মধ্যে লিচের মাথায় বল ঘষতে থাকেন রুট। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, লিচের মাথায় বল ঘষছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিছুক্ষণ বল ঘষার পর ইংল্যান্ড স্পিনারের মাথায় টুপি পরিয়ে বল দেখতে-দেখতে চলে যান রুট। তারপর নিজের জামাতেও বল ঘষতে থাকেন।

সেই দৃশ্য দেখে হাসতে থাকেন ধারাভাষ্যকাররা। কমেন্ট্রি বক্সে থাকা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেন, 'আমার মনে হয়, লিচের টাকে ঘষে বল পালিশ করছে রুট।' যে কথা শুনে হেসে ফেলেন নাসেরের সতীর্থ ধারাভাষ্যকাররাও। একজন বলেন, 'এটা চরম।' নাসের আবার মজা করে বলেন, 'ওরা আমার দিকে তাকায়নি। আমার দিকে তাকাবেও না।'

আরও পড়ুন: ৬,৪,৪,৪,৬,৩: ছয় বলে ৬টি চার মেরেও মন ভরেনি, এবার টেস্টের এক ওভারে ২৭ তুললেন হ্যারি ব্রুক

এক ধারাভাষ্যকার আবার বলেন, ‘অত্যন্ত বুদ্ধিমানের কাজ (করেছে রুট)। দুর্দান্ত। কারণ এখন বলে লালা (করোনাভাইরাসের কারণে ১ অক্টোবর থেকে নিষিদ্ধ করে দিয়েছে আইসিসি) ব্যবহার করা যায় না। পরীক্ষায় দেখা গিয়েছে, বল পালিশ করার ক্ষেত্রে লালার থেকে ঘাম অনেক বেশি কার্যকরী। কিন্তু আমি কখনও ভাবিনি যে বল পালিশের জন্য এটা ব্যবহার করা হবে।’

আরও পড়ুন: PAK vs ENG: 'অন্ধকার যুগের পিচ', রাওয়ালপিন্ডির ২২ গজ নিয়ে তীব্র কটাক্ষ PCB প্রধানের

নেটিজেনরাও সেই ভিডিয়ো দেখে হাসি থামাতে পারছেন না। এক নেটিজেন বলেন, ‘আইসিসি: বলে লালা ব্যবহার করা যাবে না। জ্যাক লিচ: অপেক্ষা কর।’ অনেকে আবার সরাসরি ইংল্যান্ডের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছে। এক নেটিজেন বলেন, ‘সোজা-সোজা বল যে বল বিকৃতি করছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবারও বাড়িতে গণেশ পুজো করলেন নীলাঞ্জনা ও মেয়ে সারা-জারা, তবে যিশু কি এলেন? ‘‌কিছু ভুল নিশ্চয়ই পুলিশের রয়েছে’‌, প্রাক্তন আইপিএস-বিধায়কের মন্তব্যে অস্বস্তি ‘ঘরের মধ্যে ডেকে…..’, RG করে সন্দীপের 'কীর্তি' ফাঁস আরও এক তরুণী ডাক্তারের মায়ের প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.