বাংলা নিউজ > ময়দান > ওয়াটফোর্ডকে হারিয়ে প্রিমিয়র লিগে 'ক্ষণস্থায়ী' শীর্ষস্থান দখল লিভারপুলের

ওয়াটফোর্ডকে হারিয়ে প্রিমিয়র লিগে 'ক্ষণস্থায়ী' শীর্ষস্থান দখল লিভারপুলের

শীর্ষস্থান দখল লিভারপুলের (REUTERS)

২-০ গোলে এই জয়ের ফলে লিগ টেবিলে ক্ষণিকের জন্য শীর্ষে উঠেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকঘণ্টার জন্য হলেও ওয়াটফোর্ডকে সারিয়ে সিটিকে পিছনে ফেলে প্রিমিয়র লিগের শীর্ষে উঠে এসেছিল লিভারপুল দল। শনিবাসরীয় সন্ধ্যায় সেই শীর্ষ স্থান দখল অবশ্য ছিল বেশ ক্ষণস্থায়ী। কারণ তার কয়েকঘন্টা পরেই বার্নলিকে হারিয়ে শীর্ষস্থানে ফিরে এসেছে ম্যাঞ্চেস্টার সিটি। লিগের প্রথম পর্বে ওয়াটফোর্ডকে গোলের মালা পরিয়েছিল লিভারপুল। কিন্তু আজ ঘরের মাঠে গোলের জন্য বেশ সমস্যায় পড়তে হল দলটিকে। প্রথমার্ধে ডিয়েগো জটা দলকে এগিয়ে দেন। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিনহো। ২-০ গোলে এই জয়ের ফলে লিগ টেবিলে ক্ষণিকের জন্য শীর্ষে উঠেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে শনিবার ২-০ গোলে জেতা লিভারপুল প্রথম লেগে ওয়াটফোর্ডের মাঠে ৫-০ গোলের ব্যবধানের বড় জয় পেয়েছিল। এই জয়ের ফলে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল লিভারপুল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা সিটি ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেও দিনের পরের ম্যাচে বার্নলিকে হারিয়ে শীর্ষে ফিরল সিটি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে প্রিমিয়র লিগে ফিরেছেন দুই তারকা সালাহ ও সাদিও মানে। মিশরের হয়ে বাছাই মিশনে ব্যর্থ হওয়া সালাহ এদিনও ম্যাচে ভাল কিছু করতে পারেননি। ম্যাচের ২২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিতে সক্ষম হয় লিভারপুল। সেখান থেকেই তারা গোলও পায়। ডান দিক থেকে জো গোমেজের নিখুঁত ক্রসে জটার ফ্লিক হেড দূরের পোস্ট দিয়ে গোলে চলে যায়। বিরতিতে লিভারপুলের পক্ষে স্কোর ছিল ১-০। দ্বিতীয়ার্ধে ৮৮তম মিনিটে জটাকে বক্সে কুচকা ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির দেন রেফারি। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে ম্যাচ জয় নিশ্চিত করেন ফাবিনহো। চলতি লিগে লিভারপুলের টানা দশম জয় এটি।

বন্ধ করুন