বাংলা নিউজ > ময়দান > LLC T20: পাঠান-কাইফ ব্যর্থ, শোয়েব আখতারদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়া মহারাজাস
শোয়েব আখতার ও ইউসুফ পাঠান। ছবি- টুইটার।

LLC T20: পাঠান-কাইফ ব্যর্থ, শোয়েব আখতারদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ইন্ডিয়া মহারাজাস

এশিয়া লায়ন্সের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন আসগর আফগান ও উপুল থরঙ্গা।

ফের ব্যাট-বল হাতে মাঠে ফিরেছেন সাম্প্রতিক অতীতের মহাতারকারা। বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, শাহিদ আফ্রিদি, শোয়েব আখতারদের লড়াই দেখতে চাইবেন না, এমন কোনও ক্রিকেটপ্রেমী আছেন নাকি! লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজস পরাজিত করে এশিয়া লায়ন্সকে। এবার ফিরতি ম্যাচে দু'দল পুনরায় সম্মুখসমরে নামে। এবার অবশ্য ইউসুফ পাঠানদের পরাজিত করে বদলা নেন শোয়েব আখতাররা।

25 Jan 2022, 12:15:19 AM IST

ম্যাচের সেরা আসগর

প্রথমে ব্যাট হাতে ৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন আসগর আফগান। পরে ২ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আফগান তারকা। 

24 Jan 2022, 11:52:44 PM IST

৩৬ রানে হার ইন্ডিয়া মহারাজাসের

এশিয়া লায়ন্সের ৪ উইকেটে ১৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মহারাজাস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। ফলে ৩৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে এশিয়া। ইন্ডিয়ার হয়ে জাফর ৩৫, গোনি অপরাজিত ৩৫, বিনি ২৫ ও ইউসুফ পাঠান ২১ রান করেন। টি-২০ ক্রিকেটে ইউসুফের ২১ রানকে একেবারে হেলাফেলা করা না গেলেও প্রয়োজনের সময় প্রত্যাশা অনুযায়ী তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। ২টি করে উইকেট নেন কুলশেখরা, রফিক ও আসগর। শোয়েব আখতার ২ ওভার বল করে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

24 Jan 2022, 11:46:02 PM IST

শেষ ওভারে দরকার ৩৮ রান

জয়ের জন্য শেষ ওভারে ইন্ডিয়া মহারাজাসের দরকার ৩৮ রান। তারা ১৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলেছে। গোনি ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন।

24 Jan 2022, 11:38:02 PM IST

মুনাফ প্যাটেল আউট

১৭.৪ ওভারে কুলশেখরার বলে বোল্ড হলেন মুনাফ প্যাটেল। ১ বল খেলে খাতা খোলার আগেই ক্রিজ ছাড়তে হয় মুনাফকে। ইন্ডিয়া মহারাজাস ১৩৭ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিখিল চোপড়া।

24 Jan 2022, 11:36:49 PM IST

সালভি আউট

১৭.৩ ওভারে কুলশেখরার বলে থরঙ্গার হাতে ধরা পড়েন সালভি। ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস ১৩৭ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুনাফ প্যাটেল।

24 Jan 2022, 11:35:29 PM IST

৩ ওভারে দরকার ৫৮ রান

জয়ের জন্য শেষ ৩ ওভারে ইন্ডিয়া মহারাজাসের দরকার ৫৮ রান। ১৭ ওভার শেষে তাদের স্কোর ৬ উইকেটে ১৩৬ রান। সালভি ১৪ ও গোনি ১৭ রানে ব্যাট করছেন।

24 Jan 2022, 11:19:41 PM IST

কাইফ আউট

১৩.৩ ওভারে আসগরের বলে পরিবর্ত ফিল্ডার আজহার মেহমুদের হাতে ধরা পড়েন মহম্মদ কাইফ। ৪ বলে ১ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস ১০৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আবিষ্কার সালভি। ১৪ ওভার শেষে মহারাজাসের স্কোর ১১১/৬। 

24 Jan 2022, 11:18:24 PM IST

ইউসুফ পাঠান আউট

১৩.১ ওভারে আসগর আফগানের বলে কুলুবিতারানার দস্তানায় ধরা পড়েন ইউসুফ পাঠান। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২১ রান করে আউট হন পাঠান। ইন্ডিয়া মহারাজাস ১০৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে ফেরেন মহম্মদ কাইফ।

24 Jan 2022, 11:09:53 PM IST

বিনি আউট

১১.৬ ওভারে রফিকের বলে কুলুবিতারানার দস্তানায় ধরা পড়েন স্টুয়ার্ট বিনি। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন বিনি। ইন্ডিয়া মহারাজাস ৯৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মনপ্রীত গোনি।

24 Jan 2022, 11:00:53 PM IST

১০ ওভারে ইন্ডিয়া মহারাজাস ৭৬/৩

১০ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাসের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। ১০ বলে ১৮ রান করেছেন স্টুয়ার্ট বিনি। ৭ বলে ৫ রান করেছেন ইউসুফ পাঠান।

24 Jan 2022, 10:48:06 PM IST

জাফর আউট

৭.১ ওভারে রফিকের বলে শোয়েব আখতারের হাতে ধরা পড়েন ওয়াসিম জাফর। ৭টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩৫ রান করে আউট হন জাফর। ইন্ডিয়া মহারাজাস ৫২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টুয়ার্ট বিনি। মহম্মদ কাইফও মাঠ ছেড়েছেন। ব্যাট করতে নেমেছেন ইউসুফ পাঠান। ৮ ওভার শেষে মহারাজাসের স্কোর ৫৬/৩।

24 Jan 2022, 10:43:14 PM IST

৫০ টপকাল ইন্ডিয়া

সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল ইন্ডিয়া মহারাজাস। তাদের সংগ্রহ ২ উইকেটে ৫২ রান। ব্যক্তিগত ৩৫ রানে অপরাজিত রয়েছেন ওয়াসিম জাফর।

24 Jan 2022, 10:33:07 PM IST

বদ্রিনাথ আউট

৪.৬ ওভারে ফার্নান্ডোর বলে দিলশানের হাতে ধরা পড়েন এস বদ্রিনাথ। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস ৪০ রানে ২ উইকেট হারায়। ওয়াসিম জাফর ৫টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ২৪ রান করেছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ কাইফ।

24 Jan 2022, 10:19:09 PM IST

নমন ওঝা আউট

গত ম্যাচে শতরান করা নমন ওঝাকে ফেরালেন শোয়েব আখতার। ২.২ ওভারে আখতারের বলে পরিবর্ত ফিল্ডার মেন্ডিসের হাতে ধরা পড়েন ওঝা। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় তারকা। ইন্ডিয়া মহারাজাস ১৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এস বদ্রিনাথ। ৩ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ১৯/১।

24 Jan 2022, 10:04:31 PM IST

ইন্ডিয়া মহারাজাসের রান তাড়া করা শুরু

ইন্ডিয়া মহারাজাসের হয়ে ওপেন করতে নামেন নমন ওঝা ও ওয়াসিম জাফর। এশিয়া লায়ন্সের হয়ে বোলিং শুরু করেন শোয়েব আখতার। প্রথম ওভারে ৪ রান ওঠে।

24 Jan 2022, 09:48:34 PM IST

এশিয়া লায়ন্স ২০ ওভারে ১৯৩/৪

এশিয়া লায়ন্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য ইন্ডিয়া মাহারাজাসের দরকার ১৯৪ রান। উপুল থরঙ্গা ৪৫ বলে ৭২ ও আসগর আফগান ২৮ বলে অপরাজিত ৬৯ রান করেন। ৪১ রানে ২ উইকেট নেন অমিত ভান্ডারী। ১টি করে উইকেট নেন বিনি ও সালভি।

24 Jan 2022, 09:39:41 PM IST

হাফ-সেঞ্চুরি আসগরের

৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আসগর আফগান। ১৯ ওভার শেষে লায়ন্সের স্কোর ৪ উইকেটে ১৭৩। আসগর ৫৪ ও মিসবা ২ রানে ব্যাট করছেন।

24 Jan 2022, 09:30:13 PM IST

থরঙ্গাকে ফেরালেন ভান্ডারী

১৭.২ ওভারে উপুল থরঙ্গাকে বোল্ড করেন ভান্ডারী। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭২ রান করেন থরঙ্গা। লায়ন্স ১৬৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিসবা উল হক।

24 Jan 2022, 09:28:15 PM IST

১৭ ওভারে লায়ন্স ১৫৭/৩

১৭তম ওভারে স্টুয়ার্ট বিনির বলে পরপর ৩টি ছক্কা ও ১টি চার মারেন আসগর আফগান। ওভারে মোট ২৩ রান ওঠে। ১৭ ওভার শেষে লায়ন্সের স্কোর ১৫৭/৩। থরঙ্গা ৪৩ বলে ৬৬ ও আসগর ১৯ বলে ৪৭ রান করেছেন।

24 Jan 2022, 09:07:46 PM IST

ইউসুফকে ফেরালেন ভান্ডারী

১৩.২ ওভারে অমিত ভান্ডারীর বলে গোনির হাতে ধরা পড়েন মহম্মদ ইউসুফ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন ইউসুফ। এশিয়া লায়ন্স ১০৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসগর আফগান।

24 Jan 2022, 09:03:22 PM IST

১০০ টপকাল লায়ন্স

১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় এশিয়া লায়ন্স। ১৩ ওভার শেষে এশিয়ার স্কোর ২ উইকেটে ১০৩। থরঙ্গা ৬৫ ও ইউসুফ ২২ রানে ব্যাট করছেন।

24 Jan 2022, 09:00:34 PM IST

হাফ-সেঞ্চুরি থরঙ্গার

১২তম ওভারে গোনির বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উপুল থরঙ্গা। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি। এশিয়া লায়ন্স ১২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। থরঙ্গা ৫৫ ও ইউসুফ ২১ রানে ব্যাট করছেন।

24 Jan 2022, 08:50:50 PM IST

১০ ওভারে লায়ন্স ৭১/২

১০ ওভার শেষে এশিয়া লায়ন্স ২ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪২ রান করেছেন থরঙ্গা। ১২ বলে ১৫ রান করেছেন মহম্মদ ইউসুফ।

24 Jan 2022, 08:41:28 PM IST

৫০ টপকাল লায়ন্স

৮ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল এশিয়া লায়ন্স। ৯ ওভার শেষে এশিয়ার স্কোর ২ উইকেটে ৬৩। ২৮ বলে ৩৫ রান করেছেন উপুল থরঙ্গা। ১০ বলে ১৪ রান করেছেন মহম্মদ ইউসুফ। থরঙ্গা ৫টি চার মেরেছেন। ১টি ছয় মেরেছেন ইউসুফ।

24 Jan 2022, 08:26:09 PM IST

কুলুবিতারানা আউট

৪.৬ ওভারে আবিষ্কার সালভির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কুলবিতারনা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেন তিনি। এশিয়া লায়ন্স ২৯ রানে ২ উইকেট হারায়। উপুল থরঙ্গা ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করেছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ।

24 Jan 2022, 08:04:18 PM IST

প্রথম বলেই উইকেট

ম্যাচের প্রথম বলেই এশিয়া লায়ন্সের ওপেনার তিলকরত্নে দিলশানের উইকেট তুলে নিলেন স্টুয়ার্ট বিনি। ১ বল খেলে খাতা খোলার আগেই কট অ্যান্ড বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন দিলশান। অপর ওপেনার কুলুবিতারানার সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন উপুল থরঙ্গা। প্রথম ওভারে ২ রান ওঠে।

24 Jan 2022, 08:02:02 PM IST

এশিয়া লায়ন্সের প্রথম একাদশ

উপুল থরঙ্গা, তিলকরত্নে দিলশান, মহম্মদ ইউসুফ, আসগর আফগান, মিসবা উল হক (ক্যাপ্টেন), রমেশ কুলুবিতারনা (উইকেটকিপার), মুয়াল কুলশেখরা, মহম্মদ রফিক, দিলহারা ফার্নান্ডো, শোয়েব আখতার ও মুথাইয়া মুরলিধরন।

24 Jan 2022, 07:58:49 PM IST

ইন্ডিয়া মহারাজাসের প্রথম একাদশ

নমন ওঝা (উইকেটকিপার), ওয়াসিম জাফর, এস বদ্রিনাথ, মহম্মদ কাইফ (ক্যাপ্টেন), ইউসুফ পাঠান, স্টুয়ার্ট বিনি, নিখিল চোপড়া, মনপ্রীত গোনি, অমিত ভান্ডারী, আবিষ্কার সালভি ও মুনাফ প্যাটেল।

24 Jan 2022, 07:40:39 PM IST

টস জিতল ইন্ডিয়া মহারাজাস

লেজেন্ডস ক্রিকেট লিগের চতুর্থ ম্যাচে টস জিতল ইন্ডিয়া মহারাজাস। টস জিতে মহারাজাসের ক্যাপ্টেন মহম্মদ কাইফ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান এশিয়া লায়ন্সকে। সুতরাং, রান তাড়া করব মহারাজাস।

24 Jan 2022, 06:45:20 PM IST

গত তিন ম্যাচের ফলাফল

প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজাস ৬ উইকেটে পরাজিত করে এশিয়া লায়ন্সকে।
দ্বিতীয় ম্যাচে এশিয়া লায়ন্স ৬ উইকেটে হারিয়ে দেয় ওয়ার্ল্ড জায়ান্টসকে।
তৃতীয় ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টস ৩ উইকেটে জয় তুলে নেয় ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে।

24 Jan 2022, 06:43:11 PM IST

ফের কি দেখা যাবে নমন ঝড়?

ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে ইন্ডিয়া মহারাজাসের দ্বিতীয় ম্যাচে নমন ওঝা ১৫টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মহম্মদ কাইফ করেন ৫৩ রান। এবার লায়ন্সের বিরুদ্ধে ফের কি নমন ওঝার ব্যাটে ঝড় উঠবে?

24 Jan 2022, 06:39:15 PM IST

লেজেন্ডস লিগ ক্রিকেটের বাকি ম্যাচগুলির সূচি

২৪ জানুয়ারি: ইন্ডিয়া মাহারাজাস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২৬ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম ইন্ডিয়া মাহারাজাস (রাত ৮টা)।
২৭ জানুয়ারি: ওয়ার্ল্ড জায়ান্টস বনাম এশিয়ান লায়ন্স (রাত ৮টা)।
২৯ জানুয়ারি: ফাইনাল (রাত ৮টা)।

24 Jan 2022, 06:38:07 PM IST

দর্শকদের ছাড়াই অনুষ্ঠিত হবে ম্যাচ

চতুর্থ ম্যাচের আগে আয়োজকদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, করোনা প্রাদুর্ভাবের জন্যই দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের বাকি ম্যাচগুলি। যাঁরা ইতিমধ্যেই টিকিট কিনেছেন, তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। 

24 Jan 2022, 06:29:29 PM IST

কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ?

ভারতে সোনি টেন-১ (ইংরাজি), সোনি টেন-৩ (হিন্দি) চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা ম্যাচের যাবে অনলাইন স্ট্রিমিং। এছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

24 Jan 2022, 06:29:29 PM IST

কখন শুরু ম্যাচ? 

ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় শুরু হবে চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটের চতুর্থ ম্যাচ। দুই অধিনায়ক টস করতে নামবেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

24 Jan 2022, 06:29:29 PM IST

কারা মাঠে নামছেন?

টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ইন্ডিয়া মহারাজাস মুখোমুখি এশিয়া লায়ন্সের। প্রথম লেগের ম্যাচে ইন্ডিয়া মহারাজাস ৬ উইকেটে পরাজিত করে এশিয়া লায়ন্সকে। ইউসুফ পাঠান ৪০ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে জয় এনে দেন ইন্ডিয়া মহারাজাসকে। প্রথমে ব্যাট করে এশিয়া লায়ন্স ৭ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিয়া মহারাজাস ৫ বল বাকি থাকতে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে জয় নিশ্চিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন 'রবি কিষাণ আমার জন্মদাতা', শেনোভার DNAপরীক্ষার আবেদনে কী জানাল আদালত? শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের 'আই লাভ ইউ!' ইলন মাস্কের ডিপফেক ভিডিয়ো কল মহিলাকে, হাওয়া হয়ে গেল ৪০ লাখ কেমন কাটবে আগামিকাল? কারা পাবেন ভাগ্যের সাহায্য? জেনে নিন ২৭ এপ্রিলের রাশিফল শাহজাহানের ডেরায় সিবিআই তল্লাশিতে পাওয়া গেল পুলিশের রিভলভার ও বিদেশি পিস্তল জন্মদিনে মেয়ের সামনেই শোভনকে চুমু, প্রণামও করলেন বৈশাখী

Latest IPL News

বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.