বাংলা নিউজ > ময়দান > LLC T20: ইতিহাসের স্মৃতি তাজা করে শেষ ওভারে লি দিলেন মাত্র ২, মহারাজাস হারল ৫ রানে
ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামছে ইন্ডিয়া মহারাজাস। ছবি- টুইটার (@llct20)।

LLC T20: ইতিহাসের স্মৃতি তাজা করে শেষ ওভারে লি দিলেন মাত্র ২, মহারাজাস হারল ৫ রানে

ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ইন্ডিয়া মহারাজাস।

টসে হেরে প্রথমে ব্যাট করে জায়ান্টসরা ২২৮ রান করেন, সর্বোচচ স্কোরার হার্শেল গিবস (৮৯)। মহারাজাসের হয়ে মুনাফ প্যাটেল সফলতম বোলার। চার ওভারে ৩৬ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, নমন ওঝার ৯৫ এবং ইরফান পাঠানের ১৮ বলে অর্ধশতরানে ভর করে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েও পাঁচ রানে হারতে হল মহারাজাসকে। সাইডবটম এবং মর্নি মর্কেল দু'টি করে উইকেট নেন। ব্রেট লি তিন ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নেন।

27 Jan 2022, 11:43:18 PM IST

দুর্ধর্ষ লি; পাঁচ রানে হারল মহারাজাস

শেষ ওভারের প্রথম বলেই প্রথম বলেই আউট ইরফান পাঠানকে (২১ বলে ৫৬ রান করে) আউট করেন ব্রেট লি। দারুণ ক্যাচ ধরেন মর্নি। তবে ঠিক তার পরের বলেই রজত ভাটিয়ার ক্যাচ ফেলে দেন মর্কেল। তবে রান আউট হন ১২ রানে (আট বলে) ভাটিয়া। শেষ ওভারে মাত্র দুই রান দিয়ে, পাঁচ রানে জায়ান্টসদের জেতান লি। হেরে টুর্নামেনট থেকে ছিটকে গেল মহারাজাস।

27 Jan 2022, 11:30:38 PM IST

টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতরান ইরফানের

১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন ইরফান পাঠান। এক সময় ইন্ডিয়া মহারাজাস নিশ্চিত পরাজয়ের দিকে এগোচ্ছিলেন। তবে ইরফানের সৌজন্যেই জয়ের দোরগোড়া মহারাজাসরা। অ্যালবি মর্কেলের ১৯তম ওভার থেকে আসল ১৪ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার আট রান। বর্তমানে ইন্ডিয়া মহারাজাসের স্কোর ২২১-৫।

27 Jan 2022, 11:21:25 PM IST

নাগাড়ে তিন ছক্কা ইরফানের

সাইডবটমের ১৭তম ওভারের শেষ তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে পুনরায় ইন্ডিয়া মহারাজাসের জয়ের আশা জাগিয়ে তুলেছেন ইরফান পাঠান। ১৭ ওভার শেষে মহারাজাসের স্কোর ১৯৪-৫। তিন ওভারে জয়ের জন্য চাই ৩৫ রান। ইরফান অপরাজিত রয়েছে ৩৯ রানে (১৩ বল), রজত ভাটিয়া খেলছেন দুই রানে (দুই বল)। 

27 Jan 2022, 11:07:40 PM IST

নমন ওঝা আউট

ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে নাগাড়ে দ্বিতীয় শতরান করা হল না নমন ওঝার। ৯৫ রানেই ফিরতে হল ওঝাকে। ১৫ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাসের স্কোর ১৬৮-৫। পাঁচ ওভারে মহারাজাসের জয়ের জন্য দরকার ৬৮ রান। ক্রিজে নতুন ব্যাটর রজত ভাটিয়া।

27 Jan 2022, 11:00:09 PM IST

মহারাজাসের চতুর্থ উইকেটের পতন

স্টুয়ার্ট বিনিকে তিন রানে (চার বল) সাজঘরে ফেরালেন মর্নি মর্কেল। ১৪ ওভার শেষে মহারাজাসের স্কোর ১৪৫- ৪।

27 Jan 2022, 10:52:09 PM IST

বিরাট ধাক্কা

ব্যাট হাতে ঝড় তোলা সদ্য শুরু করেছিলেন মহারাজাসের অধিনায়ক ইউসুফ পাঠান। তবে অ্যালবি মর্কেলকে পরপর ছক্কা হাঁকাতে গিয়েই ব্যক্তিগত ৪৫ রানে (২২ বলে) আউট হন ইউসুফ। ক্রিজে নতুন ব্যাটার স্টুয়ার্ট বিনি। ১৩ ওভার শেষে মহারাজাসের স্কোর ১৩৬-৩। সাত ওভারে জয়ের জন্য চাই ৯৩ রান। নমন ওঝা ক্রিজে ৮০ রানে (৪৪ বলে) অপরাজিত রয়েছেন।

27 Jan 2022, 10:43:45 PM IST

শতরানের গণ্ডি পেরোল মহারাজাস

মন্টি পানেসারের ১১তম ওভারে উঠল ১৬ রান। ১১তম ওভারে শতরানের গণ্ডি পেরোল ইন্ডিয়া মহারাজাস। বর্তমানে মহারাজাসের স্কোর ১১২-২।

27 Jan 2022, 10:41:19 PM IST

৬,৪,১,৬,৪,৪; এক ওভারে উঠল ২৫ রান

নিজের ইনিংসের শুরুটা একটু মন্থর গতিতেই করেছিলেন আজকের মহারাজাসের অধিনায়ক ইউসুফ পাঠান। তবে কেভিন ও'ব্রায়েনের তিন বলে পরপর বাউন্ডারির বাইরে পাঠিয়ে ছন্দে ফিরেছেন ইউসুফ। ১৬ বলে ইউসুফের স্কোর ২৫, ওঝা ব্যাট করছেন ৬৩ রানে (৩৪ বলে)।  ১০ ওভার শেষে ইন্ডিয়া মহারাজাসের স্কোর ৯৬-২।

27 Jan 2022, 10:34:35 PM IST

অর্ধশতরান পূর্ণ করলেন ওঝা

ব্যাট হাতে নমন ওঝার দুর্দান্ত ফর্ম অব্যাহত। গত ম্যাচে শতরানের পর, জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে অর্ধশতরান করলেন মহারাজাসের উইকেটকিপার। নয় ওভার শেষে মহারাজাসের স্কোর ৭১-২। ওঝা ৫২ রানে (৩১ বল) খেলছেন, ইউসুফ পাঠান ব্যাট করছেন ১১ রানে (১৩ বল)।

27 Jan 2022, 10:24:50 PM IST

লড়াই চালাচ্ছেন ওঝা, ইউসুফ

অল্প রানের মধ্যেই বদ্রিনাথ এবং জাফরের উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেলেও নমন ওঝা এবং ইউসুপ পাঠান মহারাজাসের হয়ে লড়াই চালাচ্ছেন। পাওয়ার প্লের ছয় ওভার শেষে মহারাজাসের স্কোর ৪৬-২। ইউসুফের স্কোর সাত, নমন ব্যাট করছেন ৩১ রানে (২০ বলে)। মর্নি মর্কেলের ওভারে দুই চার এবং এক ছক্কার সুবাদে ১৫ রান উঠল।

27 Jan 2022, 10:12:39 PM IST

বদ্রিনাথ আউট

৩.৫ ওভারে মর্নি মর্কেলের বলে কেভিন পিটারসেনের হাতে ধরা পড়েম এস বদ্রিনাথ। ৪ বলে ২ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস ২৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইউসুফ পাঠান।

27 Jan 2022, 10:03:32 PM IST

আউট হলেন জাফর

১.৬ ওভারে সাইডবটমের বলে পানেসরের হাতে ধরা পড়েন ওয়াসিম জাফর। ৬ বলে ৪ রান করেন তিনি। ইন্ডিয়া মহারাজাস দলগত ১২ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এস বদ্রিনাথ।

27 Jan 2022, 09:55:58 PM IST

ইন্ডিয়া মহারাজাসের রান তাড়া করা শুরু

ইন্ডিয়া মহারাজাসের হয়ে ওপেন করতে নামেন নমন ওঝা ও ওয়াসিম জাফর। ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বোলিং শুরু করেন ব্রেট লি। প্রথম ওভারে ৬ রান ওঠে। শেষ বলে ১টি চার মারেন ওঝা।

27 Jan 2022, 09:38:30 PM IST

ফাইনালে পৌঁছতে বিশাল লক্ষ্য মহারাজাসের সামনে

শেষ ওভারে জন্টি রোডসকে ২০ রানে (১৩ বলে) আউট করলেও ১২ রান দেন মুনাফ। ২০ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ২২৮ রান তুলল ওয়ার্ল্ড জায়ান্টরা। অ্যালবি মর্কেল ১৬ রানে (নয় বলে) অপরাজিত থাকেন।

27 Jan 2022, 09:23:06 PM IST

গিবস আউট

শতরান হল না প্রায় অপ্রতিরোধ্য দেখানো হার্শাল গিবসের। রজত ভাটিয়ার বলে লেট কাট করতে গিয়ে ৮৯ রানে (৪৬ বলে) আউট হলেন গিবস। দুরন্ত ক্যাচ ধরেন কিপার নমন ওঝা। ১৭ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৯৪-৪। ক্রিজে অ্যালবি মর্কেলের নতুন পার্টনার আরেক প্রোটিয়া কিংবদন্তি জন্টি রোডস।

27 Jan 2022, 09:18:00 PM IST

বড় সাফল্য মহারাজাসের

কেভিন ও'ব্রায়েনকে ৩৪ রানে (১৪ বলে) সাজঘরে ফেরত পাঠালেন স্টুয়ার্ট বিনি। ১৬ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৮৭-৩। গিবস ব্যাট করছেন রানে ৮৩ রানে ( ৪৩ বলে)। ক্রিজে নতুন ব্যাটার, তাঁর স্বদেশি অ্যালবি মর্কেল ।

27 Jan 2022, 09:08:09 PM IST

১৫০ পার করল জায়ান্টস

মাসকাটের ছোট বাউন্ডারিকে দারুণভাবে কাজে লাগছেন জায়ান্টসরা। বিধ্বংসী মেজাজে দেখাচ্ছে গিবস দ্রুত শতরানের দিকে এগোচ্ছেন। ব্যক্তিগত ৮১ রানে (৪১ বলে) অপরাজিত রয়েছেন প্রোটিয়া তারকা। ও'ব্রায়েন ব্যাট করছেন আট রানে (পাঁচ বলে)। ১৪ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৫৭-২।

27 Jan 2022, 08:56:22 PM IST

প্রথম ওভারেই উইকেট পেলেন ইরফান; ৫০ গিবসের

ইরফান পাঠান নিজের প্রথম ওভারেই বল করতে এসে ৫৭ রানে (৩৩ বলে) সাজঘরে ফেরত পাঠালেন ভয়ঙ্কর দেখানো মাস্টার্ডকে। তবে গিবস নিজের আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছেন। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন গিবস। ১১ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১২৬-২। ক্রিজে নতুন ব্যাটার কেভিন ও'ব্রায়েন।

27 Jan 2022, 08:50:45 PM IST

ইনিংসের মাঝপথেই ১০০ পার

মাত্র ১০ ওভারেই জায়ান্টসের স্কোর ১১৫-১। বিরাট বড় রানের লক্ষ্যে এগোচ্ছেন গিবসরা। মাস্টার্ড ইতিমধ্যেই নিজের অর্ধশতরান পূর্ণ করে ৫৭ রানে (৩০ বলে) ব্যাট করছেন। গিবসও নিজের অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তাঁর সংগ্রহ ৪৭ (২৫ বলে)। 

27 Jan 2022, 08:42:57 PM IST

অর্ধশতরান মাস্টার্ডের

পিটারসেনকে দ্রুত হারালেও তাঁর ওপেনিং পার্টনার ফিল মাস্টার্ড কিন্তু থামার বিন্দুমাত্র নাম নিচ্ছেন না। মাত্র ২৬ বলেই রজত ভাটিয়াকে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। নয় ওভার শেষে জায়ান্টসের স্কোর ৯৯-১। গিবস খেলছেন ৩৮ রানে (২২ বলে)। বিশাল বড় রানের দিকে এগোচ্ছে ওয়ার্ল্ড জায়ান্টস।

27 Jan 2022, 08:30:25 PM IST

পাওয়ার প্লের শেষে মজবুত জায়গায় জায়ান্টস

ছয় ওভারের পাওয়ার প্লে শেষে জায়ান্টসের স্কোর ৬৪-১। মাস্টার্ড ব্যাট করছেন ৩১ রানে, গিবসের স্কোর ২২।

27 Jan 2022, 08:25:41 PM IST

পাঁচ ওভারেই ৫০-র গণ্ডি টপকাল জায়ান্টস

দারুণ ছন্দে দেখাচ্ছে গিবস এবং মাস্টার্ডকে। মাত্র পাঁচ ওভারে এক উইকেটের বিনিময়ে ৫০ রান তুলে ফেলল জায়ান্টস। গিবস খেলছেন ১৫ রানে (১০ বলে), মাস্টার্ডের স্কোর ২৪ (১৫ বলে)।

27 Jan 2022, 08:20:48 PM IST

জায়ান্টসদের তান্ডব

মুনাফ প্যাটেলের এক ওভারেই তিন ছক্কা হাঁকালেন গিবস এবং মাস্টার্ড। পিটারসেনকে হারালেও দুরন্ত গতিতে এগোচ্ছে জায়ান্টদের গাড়ি। চার ওভার শেষে জায়ান্টসের স্কোর ৪৪-১। মাস্টার্ড ব্যাট করছেন ২০ রানে (১১ বলে), গিবসের সংগ্রহ ১৩ (আট বলে)।

27 Jan 2022, 08:11:56 PM IST

পিটারসেন আউট

তুখর ফর্মে থাকা পিটারসেনকে নিজের প্রথম ওভারেই সাজঘরে ফিরত পাঠালেন মুনাফ প্যাটেল। বড় শট মারতে গিয়ে ১১ রানে বোল্ড হন পিটারসেন। ক্রিজে নতুন ব্যাটার হার্শাল গিবস। দুই ওভার শেষে স্কোর ১৭-১।

27 Jan 2022, 08:08:31 PM IST

 ঘটনাবহুল প্রথম ওভার

ম্যাচের প্রথম বলেই নমন ওঝার দুরন্ত কিপিংয়ে কেভিন পিটারসেনের বিরুদ্ধে স্টাম্পিংয়ের আপিল করা হয়। তবে ৫০-৫০ সিদ্ধান্ত পিটারসেনের পক্ষেই যায়। প্রথম ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৬-০। পিটারসেন ব্যাট করছেন ১১ রানে (চার বলে), ফিল মাস্টার্ড পাঁচ রানে (দুই বলে) ব্যাট করছেন। 

27 Jan 2022, 08:00:38 PM IST

টসে জিতল মহারাজাস

ইন্ডিয়া মহারাজাসের হয়ে নতুন অধিনায়ক ইউসুফ পাঠান টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

27 Jan 2022, 07:37:59 PM IST

শেষ সাক্ষাৎ

গত ম্যাচে জায়ান্টসদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নমন ওঝার শতরানে ভর করে তিন উইকেটের বিনিময়ে ২০৯ রান করেন মহারাজাসরা। তবে ইমরান তাহিরের সৌজন্যে তিন বল বাকি থাকতই তিন উইকেটে ম্যাচ হারে ইন্ডিয়া। তাহির ১৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

27 Jan 2022, 07:33:13 PM IST

সাম্প্রতিক ফর্ম

তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতে তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে ইন্ডিয়া মহারাজাসরা। অপরদিকে, তিনের মধ্যে দুই ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষে ওয়ার্ল্ড জায়ান্টসরা। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.