বাংলা নিউজ > ময়দান > বিশ্ব জুডো অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন লিনথোই চানাম্বাম

বিশ্ব জুডো অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়লেন লিনথোই চানাম্বাম

ইতিহাস গড়লেন লিনথোই চানাম্বাম (ছবি:টুইটার)

সারাজেভোতে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে লিনথোই সোনা জিতেছেন। বিশ্ব জুডো অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন লিনথোই। আসলে তিনি প্রথম ভারতীয় যিনি এমনটা করলেন। নিজের ইভেন্টে বিয়ানকা রেইসকে ১-০ পরাজিত করেন লিনথোই।

ইতিহাস তৈরি করলেন মণিপুরের ১৫ বছর বয়সী লিনথোই চানাম্বাম। জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছেন। সারাজেভোতে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে ৫৭ কেজি বিভাগে লিনথোই সোনা জিতেছেন। বিশ্ব জুডো অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন লিনথোই। আসলে তিনি প্রথম ভারতীয় যিনি এমনটা করলেন। নিজের ইভেন্টে বিয়ানকা রেইসকে ১-০ পরাজিত করেন লিনথোই।

লিনথোই চানাম্বাম একজন তরুণ প্রতিভা,যিনি দুর্দান্ত শক্তি এবং ক্ষমতার অধিকারী,লিনথোই ইতিমধ্যেই সাব-জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক নিয়ে দেখিয়েছেন। তিনি তখনই প্রমাণ করেছিলেন তিনি কী করতে পারেন। তিনি সুকুবা ইউনিভার্সিটিতে এবং জর্জিয়াতে তিন সপ্তাহের প্রশিক্ষণ শিবিরের জন্য জাপানে গিয়েছিলেন এবং বিশ্বের সেরা জুডো কোচদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

আরও পড়ুন… IND vs PAK : পাকিস্তানের আরেকটি বড় ধাক্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ওয়াসিম জুনিয়র

আরও পড়ুন… AIFF-র উপর থেকে FIFA-র নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হতে পারে: সরকারী সূত্র

মণিপুরের ১৫ বছর বয়সী লিনথোই চানাম্বাম ভবিষ্যতে ভারতের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল ক্রীড়াবীদ। পদক প্রত্যাশী এবং নিকট ভবিষ্যতে ক্যাডেট এশিয়ান এবং বিশ্ব স্তরে বেশ কয়েকটি পদক জিতবেন বলে আশা করা হচ্ছে। এই ভবিষ্যদ্বাণী যে ভুল নয় সেটাই এদিন প্রমাণিত হল। প্রথম ভারতীয় হিসাবে প্রথমবার জুডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন