শুভব্রত মুখার্জি: ভারতে লোকসভা ভোটের নির্ঘন্ট ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আসনে তাদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন। এই প্রার্থী তালিকায় ক্রিকেটার থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই রয়েছেন। আর এবার এই প্রার্থী তালিকার অন্যতম চমক দিল বিজেডি অর্থাৎ বিজু জনতা দল। ওড়িশার শাসক দল তথা নবীন পট্টনায়েকের দল বুধবারেই ঘোষণা করেছে তাদের প্রথম দফার প্রার্থী তালিকা।
আরও পড়ুন… IPL 2024 SRH Vs MI: মুম্বই কি জিততে পারে বলে মনে হয়েছিল? মজার জবাব দিলেন প্যাট কামিন্স
লোকসভার ৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে তারা। যার মধ্যে সুন্দরগড় লোকসভা আসনে রয়েছে সবথেকে বড় চমক। এই আসনে বিজেডির প্রার্থী হয়েছেন বর্তমান হকি ইন্ডিয়ার সভাপতি তথা প্রাক্তন হকি খেলোয়াড় দিলীপ তিরকে! এর পাশাপাশি রাজ্যের বিধানসভা আসনের ভোটের জন্যও ৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেডির তরফে।
তবে দিনের সেরা চমকটা তারা দিয়েছেন সুন্দরগড় লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রে দিলীপ তিরকেকে প্রার্থী করে বাকি দলগুলোকে চমক দিয়েছে বিজেডি। ১৩ মে থেকে ওড়িশা রাজ্যে নির্বাচন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হিনজিলি থেকে পুনরায় লড়াই করবেন। এই নিয়ে ষষ্ঠবার তিনি নির্বাচনে লড়বেন। বিজেডির জেনারেল সেক্রেটারি প্রনব প্রকাশ দাস লড়াই করবেন সম্বলপুর থেকে। এই সিটে তাঁকে লড়তে হবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে। প্রসঙ্গত প্রনব প্রকাশ দাস তিনবারের নির্বাচিত বিধায়ক। তিনি এই সম্বলপুর আসন থেকেই তিনবার জিতেছেন। ভুবনেশ্বর থেকে বিজেডি প্রার্থী হিসেবে দিয়েছে কংগ্রেসের অভিজ্ঞ নেতা সুরেশ রত্রের ছেলে মন্মথ রত্রেকে।
পাশাপাশি কংগ্রেস থেকে আসা বিধায়ক অংশুমান মোহান্তিকে বিজেডি টিকিট দিয়েছে কেন্দ্রপদ লোকসভা আসন থেকে। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে আসা প্রদীপ মাঝিকে বিজেডি টিকিট দিয়েছে নবরঙ্গপুর আসন থেকে। ২০১৯ সালে এই সিট থেকে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তিনি। যদিও তাঁকে হারতে হয়েছিল। ২০০৯ সালে এই সিট থেকেই কংগ্রেসের টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি। বিজেডি ঝারিগ্রাম থেকে দাঁড় করিয়েছে বর্তমান সাংসদ রমেশ মাঝিকে। পাশাপাশি হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকেকে সুন্দরগড় আসন থেকে টিকিট দিয়েছে বিজেডি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ দিলীপ তিরকে। তিনি ২০১৪ সালে সুন্দরগড় থেকে লড়লেও হেরে গিয়েছিলেন। তারপর ২০১৯ সালের নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।