ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে পাক ক্রিকেট দলে বিশেষ রদবদল চোখে পড়নি। তবে ক্ষমতার হাতবদল হয়েছে পাকিস্তান ক্রিকেটে বোর্ডে। রামিজ রাজাকে সরিয়ে পিসিবির চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি। মহম্মদ ওয়াসিমের বদলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন নির্বাচকপ্রধান হয়েছেন শাহিদ আফ্রিদি।
তার প্রাথমিক প্রভাব অবশ্য দেখা গিয়েছে পাকিস্তান দলের মধ্যেও। মহম্মদ রিজওয়ানের মতো সুপারস্টারকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে। আফ্রিদির পছন্দের বলেই দীর্ঘদিন পরে ফের টেস্ট জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন সরফরাজ আহমেদ।
পান থেকে চুন খসলেই বাবর আজমদের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় ওদেশের ক্রিকেটমহলে। তবে সমালোচনার অন্ত নেই প্রশাসক ও নির্বাচকদের নিয়েও। অতীতে সোশ্যাল মিডিয়ায় পিসিবি কর্তা ও নির্বাচকদের নিয়ে সমালোচনা করায় একাধিক প্রাক্তন ক্রিকেটারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার রামিজ রাজা বোর্ড থেকে বিদায় নেওয়ার পরেই ফের তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে পাকিস্তানের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের।
আরও পড়ুন:- IND vs SL: লোকেশ রাহুলের ডানা ছাঁটল BCCI, রোহিতের পরে নেতা কে, মিলল স্পষ্ট ইঙ্গিত
পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ তাঁদের দলেই নাম লেখালেন, যাঁরা সরাসরি রামিজ রাজার কাজে অখুশি ছিলেন এবং তাঁর বিদায়ে আপ্লুত হয়েছেন। Samaa TV-র আলোচনায় রিয়াজ দাবি করেন যে, রামিজ রাজাকে তিনি বহুবার মেসেজ করেছেন। তবে তিনি একবারের জন্যও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি।
রিয়াজ সঙ্গে এও দাবি করেন যে, জাতীয় নির্বাচকরা ভাবেন ৩০ পেরোলেই কোনও ক্রিকেটার পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাঠে নামার যোগ্য নন। এতে নাকি দলের একতা ও পারফর্ম্যান্সে প্রভাব পড়বে।
বাংলা বনাম নাগাল্যান্ড রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
রিজায় বলেন, ‘এমি একজন বোর্ড সদস্যের সঙ্গে কথা বলছিলাম। তিনি জানিয়েছেন যে, রামিজ রাজা চলে যাওয়ায় খুশি হয়েছেন। সুতরাং, আপনার অধীনে যাঁরা কাজ করতেন, তাঁরাই খুশি ছিলেন না আপনার কাজে। রামিজ ভাই চেয়ারম্যান থাকাকালীন আমি ৪-৫ বার তাঁকে মেজেস করেছিলাম। লিখেছিলাম যে, আমি তাঁর মেজেস বা ফোন কলের অপেক্ষা করছি। উনি কখনই রিপ্লাই দেননি। কেন? আমি তো এখনও বর্তমান ক্রিকেটার। আমি এখনও অবসর নিইনি।’
পরক্ষণেই সদ্য প্রাক্তন নির্বাচকপ্রধান মহম্মদ ওয়াসিমকে কাঠগড়ায় তোলেন রিয়াজ। তিনি বলেন, ‘৩০ পেরোলেই কাউকে পাকিস্তানের হয়ে খেলার জন্য আনফিট মনে করা হয়। ওঁরা বলেন এতে নাকি দলের একতা নষ্ট হবে এবং পারফর্ম্যান্সে প্রভাব পড়বে। ওঁরা যাদের নির্বাচিত করেছেন, তাদের মধ্যে কে ভালো পারফর্ম্যান্স উপহার দিয়েছে বলতে পারবেন? আমার মনে হয় না রামিজ রাজাদের আমলে ওই সব প্লেয়ারদের মতো এত সুযোগ আর কেউ পেয়েছে বলে। আমরা নিজেদের প্রমাণ করার জন্য ২টির বেশি ম্যাচ পাইনি। তার পরেও নির্বাচকপ্রধান বুক ফুলিয়ে বলেন, এই দলটা আপনাদের অনেক খুশি উপহার দিয়েছে। মানে টা কী!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।